1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আগে নিরাপত্তা দরকার, পরে জাস্টিস'

১৬ ফেব্রুয়ারি ২০১৮

রাঙ্গামাটির দুই তরুণী ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি৷ এ বিষয়ে চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় ডয়চে ভেলেকে বলেন, আগে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর বিচার৷

Symbolbild Protest gegen Vergewaltigung
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

শুক্রবার ডয়চে ভেলেকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, রাঙ্গামাটিতে অনেক কিছুই দেশের অন্যান্য অঞ্চলের মতো স্বাভাবিক নয়৷ সেখানে আইন থাকলেও তার স্বাভাবিক প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হয় না৷

মেয়ে দু'জন ও তাঁদের পরিবারের নিরাপত্তার বিষয়টিই তাই মুখ্য হয়ে উঠেছে বলে জানান তিনি৷ বলেন, ‘‘ওদের নিরাপত্তা আগে, তারপর জাস্টিস৷ জাস্টিস এখানে সেকেন্ডারি বিষয় হয়ে গেছে৷''

‘ওদের নিরাপত্তা আগে, তারপর জাস্টিস’

This browser does not support the audio element.

তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই মেয়ে দু'টিকে চাকমা সার্কেলের রাজার হেফাজতে রাখার আবেদন করেছিলেন বলে জানান তিনি৷ কিন্তু তার আগেই মেয়ের পরিবার কাস্টডি দাবি করায় আদালত পরিবারের পক্ষে রায় দিয়েছেন৷

তারপরও আদালতের কাছে সেখানকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে বলে জানান দেবাশীষ রায়৷ আবেদন করা হয়েছিল যাতে আদেশ তুলে নেয়া হয়৷ আদালত আপিল বিভাগে আবেদন করার পরামর্শ দেন৷

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চাকমা রানি ইয়েন ইয়েন ও এক নারী স্বেচ্ছাকর্মী নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে (ইয়েন ইয়েন) শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেছেন দেবাশীষ রায়৷

এ বিষয়ে তিনি ডয়চে ভেলেকে বলেন, সন্ধ্যার দিকে আট দশজন নারী, কয়েকজন পুরুষ, যাদের কেউ কেউ মুখোশধারী এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এসে রানি ইয়েন ইয়েন ও তাঁর সঙ্গীর ওপর চড়াও হন৷

‘তিনি অন্ধকারের মধ্যে একটি লেকের পানিতে ঝাঁপ দেন’

This browser does not support the audio element.

তাঁর ভাষায়, ‘‘রানিকে ও ঐ ভলান্টিয়ারকে মারা হয়েছে ভিক্টিমদের সামনে৷ এরপর রানি ও ভলান্টিয়ারকে আলাদা করে দেয়া হয়েছে৷''

রানিকে শারীরিক আঘাত ও তাঁর ঐ সঙ্গিনীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন রাজা দেবাশীষ৷ এমনকি ইয়েন ইয়েন জীবন নিয়ে কোনোমত পালিয়ে বাঁচেন বলেও মন্তব্য করেন দেবাশীষ রায়৷

‘‘তারা বলছিল, হাসপাতালের ভেতর একে মেরে ফেলা যাবে না৷ তখন তিনি হাসপাতালের বাইরে অন্ধকারের মধ্যে একটি লেকের পানিতে ঝাঁপ দেন৷ পরে এক পরিবারের সহায়তায় বাড়িতে ফেরেন৷''

সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান তিনি৷

এদিকে, তরুণী দু'জন রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজারের ফারুয়া ইউপি চেয়ারম্যান অভিলাস তংচঙ্গার বাড়িতে অবস্থান করছেন বলে দুপুর একটার দিকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান৷

‘আর কোনো ঘটনার কথা আমরা জানি না’

This browser does not support the audio element.

ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, তাদের পিতা উসেচিং মারমা ও মা সূত্র ক্রটির হেফাজতে রয়েছে তারা৷ তবে রাজা দেবাশীষ পরে অভিযোগ করেন যে, শোনা যাচ্ছে,তাদের সেখান থেকেও অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে৷

এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডয়চে ভেলেকে বলেন, তারা ফারুয়া ইউপি চেয়ারম্যানের বাসাতেই আছেন৷

তিনি বলেন, ‘‘এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি৷''

বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর হাসপাতালে কী ঘটেছে জিজ্ঞেস করা হলে সাঈদ তারিকুল বলেন, ‘‘কর্তৃপক্ষ তাদের বাবা মায়ের হেফাজতে দিয়ে দিয়েছে৷'' আর কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আর কোনো ঘটনার কথা আমরা জানি না৷''

‘পেট্রোল দলে তিনি ছিলেনই না’

This browser does not support the audio element.

একজন সেনাসদস্য ঘটনার সঙ্গে জড়িত, এমন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি৷ এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক কর্ণেল রাশেদুল হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘যে সেনা কর্মকর্তার কথা বলা হচ্ছে, তিনি সেখানকার ক্যাম্প কমান্ডার৷ কিন্তু যে পেট্রোল দলটির কথা বলা হচ্ছে, সেই দলে তিনি ছিলেনই না৷''

এদিকে, সদর হাসপাতালে কী ঘটেছিল তা জানতে ডয়চে ভেলের পক্ষ থেকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সে সময় ছুটিতে ছিলেন বলে জানানো হয়৷

ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. নীহার রঞ্জন নন্দীর হাসপাতাল থেকে নেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে আরেক ব্যক্তি দাবি করেন, সংযোগটি তাঁর, নীহার রঞ্জনের নয়৷ তিনি বলেন যে, তাঁর কাছে অনেকেই ফোন করে ডাক্তার নীহার রঞ্জনের খোঁজ করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ