1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাহাড় ধসে মৃতের সংখ্যা বাড়ছে

২৮ জুলাই ২০২১

কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টি ও পাহাড় ধসে একই পরিবারের পাঁচ শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে৷ এর আগে মঙ্গলবারও উখিয়ায় দুই রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়৷

রোহিঙ্গা ক্যাম্পের এই ছবিটি মঙ্গলবার তোলা
রোহিঙ্গা ক্যাম্পের এই ছবিটি মঙ্গলবার তোলাছবি: OMAR'S FILM SCHOOL/Reuters

বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজার পাড়ায় এই হতাহতের ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী৷

নিহত ছয় জন হলেন, ওই পাড়ার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে ১৬ বছর বয়সি আব্দুস শুক্কুর, ১২ বছর বয়সি মো.জুবায়ের, ১৪ বছর বয়সি মেয়ে কোহিনূর আক্তার,  ১০ বছরের ছেলে আব্দুল লতিফ এবং ৮ বছর বয়সি মেয়ে জয়নাব আক্তার৷

চেয়ারম্যান বলেন, গত এক সপ্তাহ ধরে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে টেকনাফে৷ বুধবার ভোরে একটি পাহাড়ে ধস নামে৷ পাহাড়ের খাদের নীচে আলমের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়েন৷ পরে স্থানীয়রা মাটি খুড়ে তাদের বের করলেও ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়৷ মাটিচাপায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ আরো কেউ মাটিচাপা পড়ে আছে কিনা তা দেখছে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট৷ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে করেছেন৷

এর আগে মঙ্গলবার সকালে উখিয়ায় দুই রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়৷ আরেক শিবিরে বৃষ্টির পানিতে ডুবে এক শিশু মারা যায়৷ পাহাড় ধসে রকিম আলী নামে টেকনাফে একজনের মৃত্যু হয়৷ এবং মহেশখালিতে মাটির দেয়ালচাপায় মোরশেদা বেগম নামে এক কিশোরী মারা যায়৷

 এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ