ঢাকা-কলকাতাসহ বিশ্বজুড়ে অনেক শহরেই যানজট বড় সমস্যা৷ বিশেষজ্ঞরা যানজটের নানা কারণ বিশ্লেষণ করে সমাধানসূত্র তুলে ধরার চেষ্টা করছেন৷ কিন্তু এখনো আমরা তার সুফল দেখতে পাচ্ছি না৷
বিজ্ঞাপন
মানুষের তৈরি রাজপথের চারিদিকে শুধু যানজট৷ অথচ পিঁপড়া হাইওয়ে কখনোই থমকে যায় না৷ সেখানে অনেক ভিড় থাকলেও কখনো কোনো যানজট হয় না৷ আমাদের হাইওয়েতে যানজট শুধু স্বাভাবিক হয়ে উঠছে না, মানুষ একের পর এক যানজটের রেকর্ডও ভেঙে চলেছে৷
২০০৫ সালে রিটা নামের ঘুর্ণিঝড় থেকে বাঁচতে প্রায় ২৫ লাখ মানুষ অ্যামেরিকার হিউস্টন শহর থেকে পালানোর চেষ্টা করেছিলেন৷ ফলে গোটা পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ে৷ প্রায় ৪৮ ঘণ্টা ধরে ১৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল৷
২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের সময়ও এমন সংকট ঘটেছিল৷ সাও পাওলো শহর থেকে শুরু হয়ে যানজট ৩৪৪ কিলোমিটার দীর্ঘ হয়ে উঠেছিল, যা প্রায় রিও ডি জেনেইরো পর্যন্ত দূরত্বের সমান৷
২০১২ সালে মস্কো শহর প্রচণ্ড শীতের কবলে পড়েছিল৷ প্রবল তুষারপাতের কারণে মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরের মধ্যে হাইওয়ে টানা তিন দিন, তিন রাত বন্ধ ছিল৷
যানজট কমানোর সবচেয়ে সহজ উপায়
03:55
কিন্তু যানজটের প্রধান কারণগুলি কী কী? পরিবহণ বিশেষজ্ঞ হিসেবে প্রো. পেটার ভাগনার মনে করেন, ‘‘মূল কারণ অবশ্যই ধারণক্ষমতার অভাব৷ অন্য কারণও রয়েছে বটে, তবে সেগুলি তেমন ঘনঘন দেখা যায় না৷ কখনো কিছু মানুষ গাড়ি চালানোর সময় ভুল করে৷ অসতর্ক থাকার কারণে জোরে ব্রেক কষতে হয়৷''
যানজট বিশেষজ্ঞ মিশায়েল শ্রেকেনব্যার্গ এমন প্রবণতা আরও বিশ্লেষণ করে বলেন, ‘‘পথে মেরামতির কাজ, দুর্ঘটনা, খারাপ আবহাওয়া যানজটের কারণ হতে পারে৷ তবে ষাট থেকে সত্তর শতাংশের জন্য পথে ওভারলোড বা মাত্রাতিরিক্ত সংখ্যার গাড়িঘোড়া দায়ী৷ অঞ্চল অনুযায়ী কিছু হেরফের হয়৷ একই সময়, একই রুটে, একই দিকে খুব বেশি যানবাহন চললে বিশ্বের প্রায় যে কোনো প্রান্তেই যানজট প্রায় অনিবার্য৷''
পিঁপড়া কীভাবে ভিড় সামলায়? বার্লিনের ‘অ্যান্টস্টোর' দোকানের মালিক মার্টিন সেবাস্টা বলেন, ‘‘পিঁপড়াদের ক্ষেত্রে পারস্পরিক সংহতির বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ গাড়িচালকদের ক্ষেত্রে হয়তো সেটা খুব বেশি দেখা যায় না৷ সবাই দ্রুত গন্তব্যে পৌঁছতে ব্যস্ত থাকেন৷ অন্যদের অবস্থা বিবেচনা না করে সবাই শুধু নিজের স্বার্থ দেখেন৷ এমন আগ্রাসী গাড়িচালকরা কিছুটা সংযত হলে ভালো হয়৷''
যানজটকেও আনন্দময় করবেন যেভাবে
গ্রীষ্মের ছুটিতে বহু জার্মান পরিবার গাড়িতে করে ছুটি কাটাতে যায়৷ ছুটির সময় গাড়িতে ভ্রমন মানে রাস্তায় প্রচণ্ড যানজট৷ তা সত্ত্বেও ভ্রমনকে আনন্দময় করার উপায় জেনে নিন৷
ছবি: picture-alliance/PhotoAlto/S. Olsson
আরাম করে রওনা দিন
তাড়াতাড়ি রওনা দিতে হবে, তা না হলে ছুটি থেকে একটা দিন নষ্ট হবে-এরকম ধারণা অনেকেরই৷ এক্ষেত্রে সরকারি ছুটির আগের দিন বিকেল বা ছুটির দিন সকালে নয়৷ ধীরে সুস্থে আরাম করে এক কর্মদিবসে রওনা দিন, অনেকটাই স্ট্রেসমুক্ত থাকবেন৷
ছবি: picture-alliance/Joker/M. Gloger
মানসিক চাপ
কন্টিনেন্টাল মবিলিটি সমীক্ষা ২০১৮ - এর করা এক সমীক্ষা জানায়, জার্মানদের দুই তৃতীয়াংশ মানুষ যানজটের কারণে মানসিক চাপ বোধ করেন৷
ছবি: bilderbox
সঠিক সময়
পাঁচ কোটি ৭০ লাখ যান জার্মানির রাস্তায় চলাচল করে, কাজেই কর্মস্থলে যাতায়াতের সময় বাদ দিয়ে অন্য সময় বেছে নিন, একথা বলেন জার্মানি যান চলাচল বিষয়ক মনোবিজ্ঞানী ইভেটে ওরল্ভস্কি৷
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
রাস্তা মেরামত
এই গ্রীষ্মে গড়ে জার্মানির ৫৪০টি রাস্তায় মেরামতের কাজ হচ্ছে, নির্ধারিত সময়ে বেশি লাগতেই পারে৷ সেক্ষেত্রে নেভিগেটারের সাহায্য নিন৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
পরিবারের সাথে সময় উপভোগ করুন
নির্ধারিত সময়ে বেশি লাগতেই পারে, সেসময়ে কোথাও বসে খাওয়া-দাওয়া করতে পারেন কিংবা কাছাকাছি কোনো মিউজিয়াম বা সুন্দর কোনো জায়গায় বসে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ আনন্দ করতে পারেন৷ ভ্রমনের দিনটিকেও ছুটি ভেবে পরিবার নিয়ে হৈ হুল্লোড় করুন৷ শুধু শুধু স্ট্রেস কেন ?
ছবি: picture alliance/zb/Hans Wiedl
খাবার বক্স
লম্বা ভ্রমনে খাবার বক্স কখনো গাড়ির পেছনে ট্রাঙ্কে না রেখে বরং পেছনের সিটে বা পায়ের কাছে রাখুন৷ কারণ খাওয়া শুধু নার্ভকেই শান্ত রাখেনা , খাবার চিবানো মস্তিষ্ককেও সচল রাখে৷
ছবি: Colourbox/PetraD
গাড়িতেও পিকনিকের আনন্দ
প্রতি ৯০ মিনিটে গাড়ির চালক বদলান অর্থাৎ মা-বাবার মধ্যে ভাগাভিগি করে নিন৷ তাছাড়া গাড়িতে ওঠার আগে বাচ্চাদের প্রিয় খেলনা, বই, ম্যাগাজিন, কম্বল, পছন্দের গান গাড়িতে তুলতে ভুলবেন না৷
ছবি: picture-alliance/JOKER
7 ছবি1 | 7
মানুষের আচরণ বিশ্লেষণ করে যানজট বিশেষজ্ঞ মিশায়েল শ্রেকেনব্যার্গ বলেন, ‘‘পথে ড্রাইভাররা সহযোগিতা করতে চান না৷ তাদের স্বার্থপরতার কারণে গোটা প্রণালী কার্যকর হতে পারে না৷ গণিতের ভাষায় একে ম্যাক্সিমা বলা হয়৷ অর্থাৎ ইউজার অপ্টিমাম এবং সিস্টেম অপ্টিমামের মাঝে চালককে নিজের জন্য সেরা পরিস্থিতি বেছে নিতে হয়৷ ব্যবহারকারী হিসেবে তার সুবিধা হলেও পরিবহণ ব্যবস্থার জন্য সেটা মোটেই সেরা পথ নয়৷ চালকেরা পরস্পরের বিরুদ্ধে লড়ে গেলে সিস্টেম মোটেই কার্ষকর হতে পারে না৷''
অন্যদিকে পিঁপড়া সহযোগিতায় বিশ্বাস করে এবং একই লক্ষ্যের জন্য কাজ করে৷ মানুষও আসলে গন্তব্যে পৌঁছতে চায়৷ কিন্তু শুধু নিজের স্বার্থকে অগ্রাধিকার দেবার কারণে অনেকটা সময় যানজটেই কেটে যায়৷
যানজট থেকে বাঁচতে উড়ন্ত গাড়ি
ফিলিপাইন্সের একজন উদ্ভাবক উড়তে পারে এমন একটি গাড়ি তৈরি করেছেন, যাকে ফ্লাইং স্পোর্টস কার বলছেন তিনি৷ সড়কে সময় নষ্ট থেকে বাঁচতে ভবিষ্যতে পরিবহণ ব্যবস্থা কেমন হবে, এই গাড়িতে তারই প্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে৷
ছবি: Reuters/E. Lopez
ড্রোনের প্রযুক্তি
মানুষহীন ছোট ড্রোনে ব্যবহৃত ‘মাল্টিকপ্টার’ প্রযুক্তিতে পরিচালিত হয় এই গাড়ি৷ এর উদ্ভাবক কিজ মেনদিওলা ক্যামেরা চালাতেন, এক সময় নাচতেন তিনি৷
ছবি: Reuters/E. Lopez
উড়বে ২০ ফুট উঁচুতে
‘কনসেপ্টো মিলেনিয়া’ নামের এই গাড়ি ঘণ্টায় ৩৭ মাইল বেগে ২০ ফুট পর্যন্ত উঁচুতে উড়তে পারে৷ তবে এর প্রথম ফ্লাইট হয় ১০ মিনিটের মতো৷ অভিনব এই গাড়িতে উড়ছেন একজন সাংবাদিক৷
ছবি: Reuters/E. Lopez
বাঁচিয়ে দেবে কয়েক ঘণ্টা
২২০ পাউন্ড (প্রায় ১০০ কেজি) বহণে সক্ষম এই উড়ন্ত গাড়িয় ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার মতো যানজটের শহরগুলোতে চলাচলের জন্য কয়েক ঘণ্টা সময় বাঁচিয়ে দেবে বলে জানান মেনদিওলা৷
ছবি: Reuters/E. Lopez
এসেছে অস্ট্রিলয়ান কোম্পানি
ছয়টি লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে এই গাড়ি৷ এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অংশীদারিত্বের ভিত্তিতে এ প্রকল্প এগিয়ে নেয় স্টার৮ নামের একটি অস্ট্রেলিয়ান কোম্পানি৷ অভিনব এই গাড়িতে উড়ছেন একজন সাংবাদিক৷
ছবি: Reuters/E. Lopez
উড়িয়ে রাখে মটর
ক্রাফট্স ১৬ রোটারি মটর এই গাড়িকে উড়িয়ে রাখে৷ উড়তে উড়তে যাওয়ার সুবিধা সম্পর্কে মনেদিওলা বলেন, ‘‘সড়কে কোনো দূরত্বে যেতে যেখানে এক ঘণ্টা লাগবে, সেখানে এতে আপনি মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন৷’’
ছবি: Reuters/E. Lopez
উদযাপন
ফিলিপাইন্সের বাতানগাস প্রদেশে রোববার নিজের উদ্ভাবিত উড়ন্ত গাড়ির পরীক্ষা চালানোর পর আনন্দ উদযাপনে কিজ মেনদিওলা৷