1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিএসসি ও জেএসসিতে গড়ে ৯০ শতাংশের বেশি পাস

৩১ ডিসেম্বর ২০১৯

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসিতে ৯৫.৫০% এবং ইবতেদায়ীতে ৯৫.৯৬% শিক্ষার্থী পাস করেছে৷ আর জেএসসি-জেডিসিতে পাস করেছে ৮৭.৯০%৷

Bangladesch Schüler Schulkasse in Dhaka Prüfung
ফাইল ফটোছবি: picture-alliance/landov

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক সমাপনীর ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন৷ আর জেএসসি-জেডিসির ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী৷ 

পরে সচিবালয়ে স্থানীয় গণমাধ্যমকে ফলাফলের বিস্তারিত জানান মন্ত্রীরা৷ 

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার মোট পরীক্ষা দিয়েছে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন৷ পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী৷ আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন৷

গত বছরের তুলনায় প্রাথমিক ও ইবতেদায়ীতে এবার পাসের হার কমেছে৷ প্রাথমিকে কমেছে প্রায় দুই শতাংশ ও ইবতেদায়ীতে এক দশমিক ৭৩ শতাংশ৷

এদিকে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন৷ সে হিসেবে এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ও জিপিএ-৫ দু'টোই বেড়েছে৷

জেডএ/কেএম (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ