1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিযুক্তরাষ্ট্র

পিকাসোর আঁকা ছবি বিক্রি দেড় হাজার কোটি টাকায়

৯ নভেম্বর ২০২৩

পিকাসোর বিখ্যাত ছবি 'উম্যান উইথ এ ওয়াচ' বিক্রি হলো বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৪০ কোটি টাকায়।

পিকসোর এই ছবিটিই বিপুল দামে বিক্রি হয়েছে।
পিকসোর এই ছবিটিই বিপুল দামে বিক্রি হয়েছে। ছবি: Fatih Aktas/AA/picture alliance

১৮৩২ সালে পাবলো পিকাসো এই ছবিটি এঁকেছিলেন। এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। নিউ ইয়র্কে সদবিস-এর নিলামে ছবিটি বিক্রি হয়েছে।

এই ছবির পশ্চাদপট হলো নীল। ছবিতে দেখা যাচ্ছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন এবং এই ছবিতে স্প্যানিশ শিল্পীর প্রেমিকা ও তাকে নিয়ে মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

এর আগে পিকাসোর ছবি ক্রিস্টিজর নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। ‘লে ফেম দ’আলজের’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৫টি ছবি আঁকেন৷ পিকাসোষ তারই একটি প্রায় এক হাজার নয়শ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

পিকাসোই আধুনিক সময়ে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে অন্যতম।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ