1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী সংগঠন থেকে মিত্রশক্তি

ক্লাউস ইয়ানসেন/আরবি১৩ সেপ্টেম্বর ২০১৪

কুর্দি শ্রমিক সংগঠন পিকেকে জার্মানিতে নিষিদ্ধ৷ ইউরোপীয় ইউনিয়ন এই সংগঠনটিকে সন্ত্রাসী গ্রুপ বলে গণ্য করে৷ এখন পরিস্থিতি বদলে যাওয়ায় পিকেকে-র ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করার সময় এসেছে বলে মনে করছেন অনেকে৷

পিকেকে-র একটি ব্যানারে দলের নেতা আব্দুল্লাহ ও্যচলানছবি: AFP

কুর্দরা বহুদিন ধরেই নিজস্ব রাষ্ট্রের জন্য সংগ্রাম করছেন৷ এই সম্প্রদায়ের মানুষজন তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাকে ছড়িয়ে ছিটিয়ে আছেন৷ তুরস্কের পুর্বাঞ্চল ও আশেপাশের সীমান্ত অঞ্চলে পরস্পরের আক্রমণে হাজার হাজার মানুষ মারা গিয়েছে৷ তুর্কি সেনা, পিকেকে যোদ্ধা ও অসংখ্য বেসামরিক লোকজন৷

অনেক দেশ মার্ক্সপন্থি শ্রমিক দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে গণ্য করে আসছে৷ পিকেকে নেতা আব্দুল্লাহ ও্যচলান বহু বছর ধরে তুরস্কের কারাগারে বন্দি৷ এর ফলে কুর্দদের কাছে সংগঠনটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে৷

সময় বদলেছে৷ পিকেকে নেতা আব্দুল্লাহ সহিংসা বর্জনের আহ্বান জানিয়েছেন৷ গত বছর থেকে তুরস্করে সাথে অস্ত্র বিরতি চুক্তিও সম্পাদন করা হয়েছে৷ এখন স্বাধীনতার বদলে স্বায়ত্ত্বশাসনের কথা বলা হচ্ছে৷

পিকেকে ও তুরস্কের শত্রু এখন এক: আইসিস-এর সন্ত্রাসীরা৷ পিকেকে-র যোদ্ধারা এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বেশ কিছু সাফল্য দেখাতে পেরেছেন৷

এমনকি কোনো কোনো ক্ষেত্রে পেশমেরগার যোদ্ধাদের চেয়েও সফল পিকেকে৷ ইরাকের উত্তরে স্বায়ত্তশাসিত অঞ্চলের সামরিক বাহিনীকে বলা হয় পেশমেরগার বা ‘মৃত্যুর মুখোমুখি হয় যারা'৷

পশ্চিমা গোষ্ঠী আইসিস-সন্ত্রাস দমনে জাতীয়তাবাদী পেশমেরগারদের ওপর ভরসা করতে চায়৷ ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই যোদ্ধারা সামরিক সহায়তা পাচ্ছেন৷ জার্মানিও অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে৷

কখনও কখনও পেশমেরগার ও পিকেকে-র অনুসারীরা কাঁধে কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছে৷ যুদ্ধাবস্থায় এই দুই কুর্দি সংগঠনকে আলাদা করা সহজ নয়৷ অবশ্য জার্মান চ্যান্সেলর ম্যার্কেল স্পষ্টই জানিয়েছেন, জার্মান অস্ত্র পিকেকে নয়, শুধু পেশমেরগারদেরই দেওয়া হবে৷

জার্মানির সরকারি ও বিরোধী দলের কয়েকজন রাজনীতিবিদ পিকেকে-কে ভবিষ্যতেও সন্ত্রাসী সংগঠন হিসাবে গণ্য করা হবে কিনা সে ব্যাপারে আলোচনা করার আহ্বান জানিয়েছেন৷ যেখানে তুরস্ক সরকার এই সংগঠনটির ব্যাপারে তার মনোভাব বদলাচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ