1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিছিয়ে গেল ইংলাকের মামলার রায়

২৫ আগস্ট ২০১৭

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার মামলার রায় পেছানো হয়েছে৷ রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত জানিয়েছে, পরবর্তীতে রায় শুনতে আদালতে হাজির না হলে ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে৷

Thailand Bangkog Yingluck Shinawatra vor Gerichtsgebäude
ছবি: Getty Images/AFP/L. Suwanrumpha

শুক্রবার ছিল ইংলাকের বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার অভিযোগের মামলার রায় ঘোষণার দিন৷ ইংলাক না আসায় সুপ্রিম কোর্ট রায়ের নতুন দিন ধার্য করে৷ সে অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারিত হতে পারে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাগ্য৷ সেদিনও আদালতে না এলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর৷ এর বাইরে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে৷

চালে ভর্তুকির কর্মসূচিতে ইংলাক সরকার কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কিনেছিল৷ এর ফলে দেশে বিপুল পরিমাণে চাল মজুত হয়৷ কিন্তু সে চাল বিক্রি না হওয়ায় সরকারের ৮০০ কোটি ডলার লোকসান হয়৷ ইংলাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কর্মসূচিতে অবহেলা করেছেন৷ ইংলাক অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ইংলাক৷ আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন পর ২০১৪ সালের ২২ মে সেনাপ্রধান প্রায়ুথ চান ওচা ক্ষমতা গ্রহণ করেন৷ তারপর থেকে থাইল্যান্ডে আর নির্বাচন হয়নি৷ প্রায়ুথ সরকার অবশ্য আগামী বছর নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে৷

শুক্রবার আদালতের কাছাকাছি ইংলাকের শত শত সমর্থকের ভিড় দেখা যায়৷ আদালত প্রাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০০০ পুলিশ মোতায়েন ছিল৷ ইংলাক সামাজিক যোগাযোগের মাধ্যমে সমর্থকদের আদালত প্রাঙ্গনে না যেতে অনুরোধ করেছিলেন৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, রায় ঘোষণার সময় আদালতের কাছে গেলে তাঁর সমর্থকদের বিপদের আশঙ্কা রয়েছে৷ তাঁর এ আহ্বান সত্বেও শত শত সমর্থক আদালত এলাকায় গিয়েছিলেন৷ কিন্তু ইংলাক আদালতে হাজির হননি৷ তাঁর আইনজীবী জানান, কানে জটিল এক রোগে কাতর হয়ে পড়ার কারণে ইংলাক আসতে পারেননি৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ