1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিঠ পেতে দুর্গতদের উদ্ধারের যে ভিডিও ভাইরাল

২১ আগস্ট ২০১৮

ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মলপ্পুরম৷ সেখানকার জেলে জয়সল কেপি-র কর্মকাণ্ড পুরো ভারতবর্ষে ব্যাপক সাড়া ফেলেছে৷

Kerala Flut Indien Screenshot Twitter
ছবি: Twitter/Bharti Jain

ভয়াবহ বন্যার কবলে কেরালা৷ এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ অনেকে৷ অন্তত ৭ লাখ মানুষ গৃহহীন, যারা বিভিন্ন আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন৷ এই ভয়াবহ দুর্যোগের মধ্যে যেনো দেবদূত হিসেবে আবির্ভূত হয়েছেন মলপ্পুরমের মাঝি জয়সল কেপি৷ উদ্ধারকারী নৌকাগুলো পারে যেতে পারছে না৷ তাই দুর্গত মানুষদের নৌকায় তুলতে কাঁদার মধ্যে শরীর পেতে দিয়েছেন তিনি৷ নারী, শিশুরা তার শরীরে পা রেখে উঠছেন নৌকায়৷ এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে৷


মলপ্পুরম কেরালার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা৷ বলা যায় এর পুরোটাই এখন পানির নীচে৷ অনেকেই আশ্রয় শিবিরে গিয়ে উঠেছেন কিন্তু জয়সল কেপি হাত লাগিয়েছেন উদ্ধারকর্মীদের সাথে৷ বন্যা ডুবে গেছে তাঁর বাড়ি৷ তবে জয়সল একা নন, তার মত অনেক মৎস্যজীবী কাঁধে কাঁধ লাগিয়ে সাহায্য করছেন অন্য বন্যা দুর্গতদের৷

এপিবি/ডিজি

কেরালায় ভয়াবহ বন্যা, নিহত অন্তত ১৬৪

01:00

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ