1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিপলি লাইভ দেখলেন মনমোহন সিং

৩০ আগস্ট ২০১০

রাজনীতি ও প্রশাসনিক কাজের ভীড়ে একজন প্রধানমন্ত্রীর অবসর সময় খুব কমই থাকে৷ তবু সে সময়টুকু বের করে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিনেমা দেখলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

Indien Premierminister Manmohan Singh
ছবি: picture-alliance/Bildfunk

দেখেছেন বলিউডের হাল আমলের সবেচেয়ে আলোচিত ছবি পিপলি লাইভ৷ বলিউড তারকা আমির খান এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজটিও করেছেন৷ মুক্তির আগে থেকেই দারুণ আলোচিত হয়ে আসছিল এই ছবিটি৷ তাই এক ফাঁকে পিপলি লাইভ ছবিটি দেখেই ফেললেন মনমোহন৷ রোববার স্ত্রী গুরশরন কাউর সঙ্গে ছিলেন, আরও উপস্থিত ছিলেন আমির খান, ছবির পরিচালক অনুশা রিজভী সহ ছবিতে অভিনয় করা বেশ কয়েকজন শিল্পী৷ ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ এতে দেখানো হয় এক ভারতীয় কৃষকের আত্মহত্যার কাহিনী৷ এদিকে জানা গেছে, কেবল একপক্ষ নয়, ভারতীয় রাজনীতির দুই পক্ষকেই এই ছবি দেখাতে চান আমির খান৷ তাই প্রধান বিরোধী নেতা এল কে আদভানী সহ ভারতীয় জনতা পার্টির নেতাদের জন্যও পিপলি লাইভ প্রদর্শনীর ব্যবস্থা করছেন এই বলিউড তারকা৷ অর্থাৎ ভারতীয় কৃষকদের যে হৃদয়বিদারক কাহিনী তা ছবির মাধ্যমে এবার নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন আমির খান৷

মালদ্বীপে আসছে বলিউড

পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সমুদ্র কন্যা মালদ্বীপ৷ পর্যটনকে আরও বাড়িয়ে তুলতে এবার বলিউডকে কাছে টানতে চাইছে তারা৷ মালদ্বীপের পর্যটন মন্ত্রী তোয়িদ মোহাম্মদ বলেছেন, আমরা বলিউডের কাছে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি আমাদের একটি দ্বীপকে ছবি নির্মাণের জন্য স্টুডিওতে পরিণত করার৷ আমরা আশা করছি আগামী বছরেই এটার বাস্তবায়ন হবে৷ উল্লেখ্য, বলিউডের অনেক ছবির শুটিং হয়ে থাকে এই দ্বীপরাষ্ট্রটিতে৷ ঋত্মিক রোশানের কাইটস ছবির শুটিং এর একটি অংশ হয়েছিল মালদ্বীপে৷ সাড়ে ছয় লাখ মানুষের দেশ মালদ্বীপের সিংহভাগ আয় আসে এই পর্যটন থেকে৷ ঝকঝকে সৈকত ও নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের ভ্রমণপিয়াসুদের কাছে অন্যতম আকর্ষণ দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি৷

মালদ্বীপের নৈসর্গিক দৃশ্য

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ