1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে পিস টিভি বন্ধ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ জুলাই ২০১৬

গুলশান হামলাকারীদের দু'জন ভারতের বিতর্কিত বক্তা ড. জাকির নায়েকের টুইটার-অনুসারী ছিলেন৷ তাঁর বক্তব্য ধারাবাহিকভাবে পিস টিভিতে প্রচার হয়, যাতে জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ হওয়ার মতো উপাদান আছে বলে মনে করে আইন-শৃঙ্খলা বাহিনী৷

Bosnien, Symbolbild Streik bei BHRT
ছবি: DW/Z. Ljubas

গুলশান হামলার পর শোলাকিয়ায় ঈদ জামাতের অদূরেও হামলা হয়ে গেছে বাংলাদেশে৷ আর এ সব হামলার পর থেকেই ড. নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদকে মদত দেয়ার অভিযোগ উঠেছে৷ সোমবার এ কারণে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে, চলছে তদন্তও৷

জঙ্গি তৎপরতা রোধে আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় আইন-শৃঙ্খলা কমিটির প্রধান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷ এরমধ্যে রয়েছে জুমার নামাজের ওপর নজরদারি, ঢাকার গুলাশান এলকায় অনুমোদনহীন হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ এবং কোনো ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তা রিপোর্ট করা৷

নূর খান

This browser does not support the audio element.

বাংলাদেশে পিস টিভির অনুষ্ঠান বাংলা এবং ইংরেজি উভয় ভাষায়ই দেখা যেত৷ তাছাড়া পিস টিভির বাংলা অনুষ্ঠান মূলত ঢাকা শহরে তৈরি করেই সম্প্রচারের জন্য পাঠানো হতো৷ তারা ডাউন লিংক-এর অনুমোদন নিয়ে অনুষ্ঠান তৈরির কাজও করে আসছিল৷ এর সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের কিছু ইসলামি চিন্তাবিদ৷ তারা আবার পিস টিভির বক্তাও৷ তাই এবার সম্প্রচার বন্ধের সঙ্গে সঙ্গে যারা অবৈধভাবে এখানে অনুষ্ঠান বানিয়ে দেশের বাইরে পাঠচ্ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়৷

তবে শুধুমাত্র পিস টিভি-র সম্প্রচার বন্ধের মাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা কতটুকু বন্ধ করা যাবে, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিউল আলম ভূঁইয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘জঙ্গি তৎপরতার নানা ফ্রন্ট থাকে৷ মিলিটারি, ট্রেনিং, রিক্রুটমেন্ট, অর্থ, অপারেশন, মিডিয়া প্রভৃতি৷ পিস টিভির কোনো বক্তব্য যদি বাংলাদেশের তরুণদের কাউকে উদ্ধুদ্ধ করে থাকে, তাহলে সরকার ব্যবস্থা নিতেই পারে৷ আমরা জানতে পেরেছি, গুলশান হামলার দুই তরুণ সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের অনুসারী ছিল৷ তবে বিষয়টি আরো তদন্ত করে দেখতে হবে৷''

সাইফুল আলম ভূইয়া

This browser does not support the audio element.

তাঁর কথায়, ‘‘পিস টিভি বন্ধ করলেই বাংলাদেশে জঙ্গি তৎপরতা প্রতিহত করা যাবে না৷ এটা যে পর্যায়ে গেছে, তাতে সর্বপ্রথম প্রয়োজন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠক্রমের দিকে নজর দেয়া আর বের করা এ পর্যন্ত কত তরুণ জঙ্গিদের দলে ভিড়েছে৷ দু-এক দিনে এ কাজ করা যাবে না৷ এর জন্য জঙ্গিবিরোধী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে৷''

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও জঙ্গি বিষয়ক গবেষক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোনো কিছুর প্রচার বা সম্প্রচার বন্ধ করে জঙ্গি তৎপরতা বন্ধ সম্ভব নয়৷ বরং প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করে জঙ্গিবিরোধী কার্যক্রম শুরু করা৷ সেজন্য প্রয়োজন গণতান্ত্রিক পরিববেশ৷''

তিনি আরো বলেন, ‘‘গণতান্ত্রিক পরিবেশ না থাকলে হয়ত সাময়িকভাবে জঙ্গি দমন করা যায়৷ কিন্তু দীর্ঘ মেয়াদে এটা সম্ভব নয়৷''

এদিকে পিস টিভি বন্ধ নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা দৃশ্যত পিস টিভি বন্ধের ব্যাপারে দু'ভাগে ভাগ হয়ে পড়েছেন৷ তারা পক্ষে-বিপক্ষে নানা মত প্রকাশ করছেন৷

প্রসঙ্গত, ভারতে প্রথম পিস টিভি বন্ধের প্রক্রিয়া শুরু হলেও, এখনো তা কার্যকর হয়নি৷ অথচ বাংলাদেশ তার আগেই এখানে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ