1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পীড়নের শিকার পুরুষেরা

৩ আগস্ট ২০২০

স্বামী কিংবা পার্টনার দ্বারা অসংখ্য নারী গৃহনির্যাতন বা সহিংসতার শিকার হয় যার সঠিক হিসেব পাওয়া কঠিন৷ পুরুষদের বিরুদ্ধেও গৃহনিপীড়ন রয়েছে যা নিয়ে তেমন গবেষণা নেই, জানান জার্মান বিশেষজ্ঞ৷  

Symbolbild Häusliche Gewalt gegen Männer
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

সরকারি পরিসংখ্যানের তুলনায় পুরুষেরা অনেক বেশি গৃহ নিপীড়নের শিকার হয়ে থাকে৷ বিষয়টি লজ্জার বলে মনে করার কারণে পুরুষেরা তা প্রকাশ করতে চায়না ৷ একথা জানান, জার্মানির রস্টক বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক চিকিৎসক ভেরেনা কলবে৷ জার্মান ক্রিমিনাল পুলিশ অফিসের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৮ সালে ৩২৪ জন নারী এবং ৯৭ জন পুরুষ তাদের সাবেক পার্টনার এর হত্যার শিকার হয়৷ সেবছরই সারা জার্মানি জুড়ে প্রায় ২৬ হাজার পুরুষ ও এক লাখ ১৪ হাজার নারী গৃহনিপীড়নের শিকার হয়৷

গৃহনিপীড়নের শিকার পুরুষদের বেশিরভাগই নিজেদের পার্টনারকে পূর্বে গৃহ নির্যাতন করেছে এবং এদের ৪০ শতাংশ শৈশবে নির্যাতনের শিকার হয়েছে৷ পুরুষদের ঘরোয়া সহিংসতার চিহ্ন অনুসন্ধান করার জন্য জরুরি সেবা, ইমারজেন্সি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে কলবে বলেন, প্রয়োজনে পুরুষেরা নারীদের মতোই সাহায্য সহযোগিতা পাবেন৷ গৃহনিপীড়ন রোধ করতে ক্ষতিগ্রস্ত পুরুষ এবং সংস্লিষ্ট ডাক্তারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলেন কলবে৷ এসব তথ্য প্রকাশ পায় জার্মান মেডিকেল জার্নালে৷
এনএস/ কেএম (ডিপিএ)

২০১৭ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ