1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারকে নিয়ন্ত্রণে আনার শর্টকাট পথ নেই

১৫ ফেব্রুয়ারি ২০১১

পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার কোন শর্টকাট পথ নেই বলে জনিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা৷তাদের মতে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন৷ প্রয়োজন বাজারে কারসাজি বন্ধে কার্যকর পদক্ষেপ৷

ছবি: DW

অর্থ প্রবাহ অথবা নতুন শেয়ার ছেড়ে কোন লাভ হবেনা৷ সরকার শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরে ২১টি সরকারী প্রতিষ্ঠানের শেয়ার বাজারে না ছাড়ার যে সিদ্ধান্ত তাকে ইতিবাচক বলেছেন সেন্টার পর পলিসি ডায়ালগ – সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জম৷

বাংলাদেশের পুঁজিবাজারে আমূল সংস্কার প্রয়োজন৷ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি’র সংস্কার প্রয়োজন সবার আগে৷ সিপিডির অর্থনীতিবিদ ড. খন্কার গোলাম মোয়াজ্জম ডয়চে ভলেকে বলেন, এই প্রতিষ্ঠানটির দক্ষতার অভাব এবং অস্বচ্ছতার জন্যই ডুবতে বসেছে শেয়ার বাজার৷ এর সংঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট আরো অনেক প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন৷ কোন সহজ পথে দ্রুততম সময়ে পুঁজিবাজারকে চাঙ্গা করার পরিকল্পনা হবে আত্মঘাতি এবং তা আরো বিপর্যয় ডেকে আনবে৷

তিনি বলেন, ঋন প্রবাহ বাড়িয়ে, বাজারে নতুন সরকারী প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে বাজারকে স্থিতিশীল করা সম্ভব নয়৷ বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে৷ গত একমাসে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আবার তা দ্রুত পরিবর্তন করছে৷ এই ধরনের সিদ্ধান্তহীনতা এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন পুঁজিবাজারের জন্য ক্ষতিকর৷ সরকারী ২১টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত ছিল ভুল৷ যদিও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে৷

ড. মোয়াজ্জেম বললেন, খুব দ্রুত বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা কম৷ ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানসিকতায়ও পরিবর্তন আনতে হবে৷ টাকা বিনিয়োগ করে কয়েকদিনের মধ্যে লাভ করে চলে যাব এই মানসিকতাই পুঁজিবাজারকে অস্থির করে৷ বিনিয়োকারীকে দীর্ঘ মেয়াদে চিন্তা করতে হবে৷

সাউন্ড বাইট

সিপিডির এই গবেষক বলেন, সরকারের উচিত হবে শেয়ার বাজার কেলেংকারীর তদন্ত দ্রুত শেষ করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া৷ তাহলে পৃঁজিবাজারে আস্থার পরিবেশ ফিরে আসবে৷ সবার আগে প্রয়োজন এই আস্থা ফিরিয়ে আনা ৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ