1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারে অস্থিরতা এখনও কাটেনি

১৮ জানুয়ারি ২০১২

একদিন বন্ধ থাকার পর বুধবার পুঁজিবাজারে লেনদেন হলেও অস্থিরতা কাটেনি৷ সরকারি এক পরিপত্রে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মাচারীদের কেউ কোন ব্যবসায় জড়িত হতে পারবেন না৷ পরে সেটা প্রত্যাহার করে নেয়া হয়৷

প্রায় এক বছর ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছেছবি: DW

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“পরিপত্রটি আপাতত: প্রত্যাহার করা হয়েছে৷ সংশোধিত আকারে পরিপত্রটি পরবর্তীতে আবারো জারি করা হবে৷”

বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর সকাল সাড়ে ১১ টায়৷ দেশের দুই পুঁজিবাজারের কর্মকর্তারা এসইসির নির্দেশনা পাওয়ার পর লেনদেন শুরুর ঘোষণা দেন৷ কিন্তু পুরো দিনই পুঁজিবাজার ছিল অস্থির৷ সূচকের সামান্য ঊর্ধ্বগতির পরই আবার পতন৷ এই ঘটনাই চলেছে সারা দিন৷ বিকেল ৪টায় ঢাকা স্টকএক্সচেঞ্জের লেনদেন শেষ হয় সূচকের ১৬৮ পয়েন্ট পতনের মধ্য দিয়ে৷ আর সেই কারণে সকাল থেকেই মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিনিয়োগকারীরা৷

পরিস্থিতি স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বুধবার সকালে সংবাদ সম্মেলন করে জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকুরিজীবীরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেননা এমন কোন সিদ্ধান্ত হয়নি৷এর আগে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷

অচলাবস্থার কারণে মানুষের ক্ষোভ কাটছে নাছবি: DW

তবে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সকালের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়নি সরকারের জারি করা পরিপত্রে৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদারের সই করা পরিপত্রে বলা হয়েছে ১৯৭৯ সালের সরকারি কর্মাচারীদের আচরণবিধি অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মাচারীদের কেউ কোন ব্যবসায় জড়িত হতে পারবেননা৷ তাই ওই বিধি অনুযায়ী সরকারি কর্মচারীদের ফটকা কারবারে জড়িত না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে৷ সরকার লক্ষ্য করছে ইদানিং এক শ্রেনির সরকারি কর্মচারী ও কর্মকর্তা ফটকা বিনিয়োগে জড়িয়ে পড়ছে৷ যা সরকারি কর্মচারী সংক্রান্ত আচরণবিধির লঙ্ঘন৷ পরিপত্রটি আজই জারি করা হয়েছে৷

এসইসির চেয়ারম্যান জানান, মন্ত্রিসভার বৈঠকে শেয়ার বাজারে গতি ফিরিয়ে আনতে আয়কর আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে৷ তবে এসইসির চেয়ারম্যানের এই কথায় ভরসা পাননি বিনিয়োগকারীরা৷ তাই তারা বিক্ষোভ অব্যাহত রাখেন৷ তারা সরকারি চাকুরিজীবীদের শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারে সরকারের সুনির্দষ্ট ঘোষণার আগে লেনদেন বন্ধ রাখার দাবি জানান৷

শেয়ার বাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে জানান, কোন সিদ্ধান্ত কখন নিতে হবে তা সরকারকে বুঝতে হবে৷ শেয়ার বাজারের এই নাজুক পরিস্থিতিতে শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত নেয়া যাবেনা৷

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রামেও বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ