1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মনিটরিং কমিটি

১৭ অক্টোবর ২০১১

বাংলাদেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অর্থমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে৷ আর বিনিয়োগকারীদের উৎসাহিত করতে নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সমবেত হয় সোমবারছবি: DW

ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রোববার থেকে শুরু হওয়া আমরণ অনশন আজ সকালে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়৷ এরপর দুপুরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-এসইসি এক সংবাদ সম্মেলনে জানায়, বাজার স্থিতিশীল করতে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এসইসি'র চেয়ারম্যান এম খায়রুল হোসেন জানান, জাতীয় রাজস্ববোর্ড জানিয়েছে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ হবে আয়কর মুক্ত৷ মিউচুয়াল ফান্ডের ওপর আয়কর কমান হয়েছে৷ আর ব্রোকারেজ কমিশন শতকরা ১০ পয়সা থেকে কমিয়ে ৫ পয়সা করা হয়েছে৷

পুঁজিবাজার নিয়ে মানুষের ক্ষোভ নতুন নয় বাংলাদেশেছবি: DW

তিনি জানান, পুঁজিবাজারকে গতিশীল করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটি বাজার মনিটর ছাড়াও যেকোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে৷ এসইসি'র চেয়ারম্যান মনে করেন, এসব সিদ্ধান্তের ফলে পুঁজিবাজার স্থিতিশীল হবে ও গতিশীলতা ফিরে আসবে৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, পুঁজিবাজার কেলেঙ্কারির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধ কোন ব্যবস্থা না নেয়ায় এই বাজার ধ্বংসের মুখে উপনীত হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ