1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজার নিয়ে নিজের ভুল স্বীকার করলেন অর্থমন্ত্রী

২২ জানুয়ারি ২০১১

পুঁজিবাজারে ধসের পিছনে নিজের এবং নিয়ন্ত্রক সংস্থা এসইসির ভুলের কথা স্বীকার করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ আর বিশেষজ্ঞরা বলেছেন কাঠামোগত সংস্কারের কথা৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভছবি: DW

অর্থমন্ত্রী বলেন এসব ভুল ছিল মুলতঃ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে৷ আর সেজন্য সার্কিট ব্রেকার কাজে আসেনি৷ কাজে আসেনি লোন মার্জিনের সিদ্ধান্ত৷ ভুলগুলো বিশ্লেষণ করে এখন পুঁজিবাজারের কারসাজির সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে৷ তিনি জানান, ১৯৯৬ সালে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের তখন চিহ্নিত করা হলেও সাক্ষীর অভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছেনা৷ তিনি বলেন তাদের যখন চিহ্নিত করা হয় তিনি তখনও অর্থমন্ত্রী ছিলেন৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: DW/Kumar Dey

অন্যদিকে সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি'র মনিটরিং ব্যবস্থা তেমন কার্যকর নয়৷ তাদের নিজস্ব কোন সফট্ওয়ার নেই৷ তারা বিভিন্ন সময় পুঁজিবাজারের অস্থিরতার জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়নি৷ তিনি বলেন, ডিএসই'র পরিচালকদের ব্রোকারেজ হাউস রয়েছে যে কারণে অনেক সিদ্ধান্ত কার্যকর করা যায়না৷ তিনি এজন্য পুঁজিবাজারের কাঠামোগত সংস্কারের কথা বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ