1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পুঁজির পাচার স্বীকার করে ব্যবস্থা না নিলে সংকট কাটবে না’

২ ডিসেম্বর ২০২২

এখন বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় বিদেশে টাকা পাচার এবং রিজার্ভ কমে যাওয়া৷ কেন রিজার্ভ এত কমে যাচ্ছে? পাচার করা টাকাই বা কেন ফেরানো যাচ্ছে না? কিভাবে এই টাকা ফেরানো সম্ভব? অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবেই বা কীভাবে?

অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম
অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলামছবি: DW

এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম৷

ডয়চে ভেলে : সাম্প্রতিক ঘটনাগুলোতে কী ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে? 

ড. মইনুল ইসলাম : এটা বলা ঠিক হবে না৷ তবে কিছুটা আস্থাহীনতা তো তৈরি হয়েছে৷ বিশেষ করে খেলাপি ঋণ নিয়ে সরকার একটা লুকোচুরি খেলছে৷ সত্যি ঘটনাটা বলছে না৷ আমার মতে, খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে৷ কিন্তু ক্লাসিফায়েড লোনের যে হিসাব বাংলাদেশ ব্যাংক দিচ্ছে সেখানে বলা হচ্ছে এক লাখ ৩৪ হাজার কোটি টাকা৷ এখানে লুকিয়ে ফেলার একটা প্রবণতা আছে৷ বিচারাধীন মামলাগুলো বছরের পর পর ঝুলে রয়েছে৷ খেলাপি ঋণগুলো বারবার পুনঃতফসিল করা হচ্ছে৷ আর মন্দঋণ যেগুলো আছে সেগুলোও ক্লাসিফায়েড লোনের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না৷ এগুলো যোগ করলে সেটা এক লাখ ৩৪ হাজার কোটি টাকা নয়, চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে৷ এই যে খেলাপি ঋণকে লুকিয়ে ফেলার যে মানসিকতা আমাদের অর্থমন্ত্রীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোভাবেই সঠিক নয়৷ বরং খেলাপি ঋণকে ‘লাই’ দেওয়া হচ্ছে৷ তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে উল্টো উৎসাহিত করতে দুই শতাংশ জমা দিয়ে ১০ বছরের জন্য রেগুলার করার যে ব্যবস্থা এটা ঠিক পন্থা নয়৷ এগুলো করাতে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে৷ তবে যে গুজব রটানো হচ্ছে ব্যাংকে আমানতের ঘাটতি, এটাও ঠিক নয়৷

‘বাংলাদেশ ব্যাংক পুরোপুরি অর্থমন্ত্রীর নির্দেশনায় চলছে’

This browser does not support the audio element.

অর্থনৈতিক মন্দারোধে ব্যাংকিং খাত যে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা দেখিয়ে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন ব্যাংকার৷ কিন্তু বাংলাদেশে চিত্রটা পুরো উল্টো? এর কারণ কী?

বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ট্রান্সপারেন্সির অভাব আমরা দেখতে পাচ্ছি৷ ৬৪টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে৷ যেটার কোন দরকার ছিল না৷ প্রধানমন্ত্রী নিজের ইচ্ছায়, পছন্দের লোকজনকে, ব্যবসায়ী গ্রুপগুলোকে এই লাইসেন্স দিয়েছেন৷ একই সঙ্গে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ এসআলম গ্রুপের কাছে পুঞ্জিভূত হয়ে গেছে৷ সরকার সে ব্যাপারে কিছুই করছে না৷ অতি সম্প্রতি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোনের বিষয়গুলো নিয়ে যে নানারকম কথা বাজারে শোনা যাচ্ছে, পত্রিকায় প্রকাশ হয়েছে, এগুলো মানুষের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করতে বাধ্য৷ দেশের ব্যাংকিং খাতে সরকার ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করছে না৷ এগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে৷ এই যে পিকে হালদারের কেস বা বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুকে শাস্তি দেওয়া হচ্ছে না৷ ব্যাংকিং খাতে সরকারের ভূমিকা স্বচ্ছ বলা যাবে না৷

যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পরিশোধ করেন সেই সাধারণ মানুষকে ঋণ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়৷ কিন্তু বড় শিল্পগোষ্ঠীগুলো, যারা ঋণ পরিশোধ করে না, তাদের কীভাবে এত টাকা দেওয়া হয়?

তারা তো ব্যাংকের মালিক, প্রভাবশালী ব্যবসায়ী এবং শিল্পপতি৷ আমরা দেখব, কয়েক হাজার মানুষের কাছে ব্যাংকের ঋণ পুঞ্জিভূত হয়ে আছে৷ ব্যাংকে আমানতের কোন ঘাটতি হবে না, এই কারণে যে এক কোটি ৩০ লাখ মানুষ বিদেশে কাজ করছেন৷ তারা যে অর্থ পাচ্ছেন সেটা ব্যাংকিং চ্যানেলেই হোক আর হুন্ডির মাধ্যমেই হোক সেই টাকা শেষ পর্যন্ত আমানত হিসেবে ব্যাংকে জমা পড়বে৷ ফলে এ পর্যন্ত আমানতের কোন ঘাটতি হয়নি, হবেও না৷ বরং তারল্য উদ্বৃত্ত রয়েছে৷ কিন্তু সাধারণ মানুষ ঋণ নিতে  নানা ধরনের হয়রানির শিকার হয় এবং তাদের অনেক ফরমালিটিজ তাদের মেনটেন করতে হয়৷ সাধারণ মানুষের জন্য ব্যাংকের ঋণ নেওয়া অলমোস্ট ইমপসিবল হয়ে যাচ্ছে দিন দিন৷ কিন্তু ব্যাংকের মালিক, বড় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে ঋণ বের করে নিচ্ছেন এবং এর বড় অংশ দেশের বাইরে পাচার করে দিচ্ছেন৷

কোন ব্যাংক কাউকে বড় অংকের ঋণ দিলে সেটা তো বাংলাদেশ ব্যাংক সঙ্গে সঙ্গে জানতে পারে৷ তখন কেন তারা তদারক করে না৷ লুটপাটের এই দায় কী বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে?

বাংলাদেশ ব্যাংককে যে স্বায়ত্বশাসন দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি৷ বাংলাদেশ ব্যাংক পুরোপুরি অর্থমন্ত্রীর নির্দেশনায় চলছে৷ বর্তমান গর্ভনর অর্থমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত লোক৷ বাংলাদেশ ব্যাংক খুব বেশি সাহসী ভূমিকা পালন করতে পারছে না৷ অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশ ব্যাংকেও দুর্নীতি গেড়ে বসেছে৷ বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ লুৎফুজ্জামান সরকার বা ফরাসউদ্দিনের সময় আমরা বাংলাদেশ ব্যাংককে যে সাহসী ভূমিকা নিতে দেখতাম এখন আর সেটা দেখছি না৷

সম্প্রতি পাবনায় মাত্র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় ১২ জন কৃষককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে৷ আবার উল্টো বড় ঋণ খেলাপিদের ঋণ পরিশোধে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে৷ এই দ্বৈতনীতি কেন?

এই দ্বৈতনীতি ব্যাংকিংয়ের প্রধান সমস্যা৷ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপ৷ এই গ্রুপের সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা৷ তিনি যখন সরকারি এবং বেসরকারি খাতের নীতি নির্ধারণী ভূমিকায় চলে গেছেন বা মোস্তাফা কামাল যখন অর্থমন্ত্রী তখন বিষয়টা আপনাকে বুঝতে হবে এই সরকার বড় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে৷ তাদের সঙ্গে সরকারি দলের লেনদেনের ভূমিকা এত শক্তিশালী হয়ে গেছে, যে কারণে এই সরকারের কাছে স্বচ্ছতা বা নিয়মানুবর্তিতা আশা করা ঠিক হবে না৷

ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার হয়েছে বিপুল পরিমাণ টাকা এমন আলোচনাও আছে৷ এই টাকা কীভাবে উদ্ধার হতে পারে?

এই টাকা উদ্ধারের কোন রাজনৈতিক সদিচ্ছা এই সরকার দেখায়নি৷ বর্তমান অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর খেলাপি ঋণ বা এই টাকা উদ্ধারে কোন ভূমিকা পালন করছেন না৷ বরং অর্থমন্ত্রী সাত শতাংশ কর দিয়ে পাচার করা টাকা দেশে আনার যে কথা বাজেটে বলেছেন, সেটা তিনি জাতির সঙ্গে মশকরা করেছেন৷ আমরা দেখছি গত চার মাসে একটি টাকাও এভাবে দেশে আনতে কেউ আবেদন করেননি৷ বছরের শেষেও দেখা যাবে ফলাফল শূন্য৷ আমি বলব, বর্তমান সরকারের ভূমিকা টাকা পাচারের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক৷ তারা কঠোরভাবে এটা দমন করছে না৷ পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি গত সেপ্টেম্বরে বলেছে, প্রতি বছর শুধু হুন্ডির মাধ্যমে ৭৫ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হচ্ছে৷ তার মানে হুন্ডি কত শক্তিশালী হয়েছে৷ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক বছরে ২২ বিলিয়ন ডলার কমে গেছে৷ সেই ৪৮ বিলিয়ন ডলার থেকে আইএমএফের হিসাব করে দেখা যাচ্ছে ২৬ বিলিয়ন ডলার হয়ে গেছে৷ এক বছরে ২২ বিলিয়ন ডলারের পতন একটা অত্যন্ত বিপদজ্জনক একটা ধারা৷ এটাকে থামানোর কোন প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না৷ এটা থামাতে হলে বিদেশে পুঁজি পাচার বন্ধ করতে হবে৷ 

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে গড়ে প্রায় ৭৩ হাজার কোটি টাকা৷ এই টাকা চলে যাওয়ায় অর্থনীতিতে কী নেতিবাচক প্রভাব পড়েছে?

তারা ৭৩ হাজার কোটি টাকার কথা বলেছিল পুঁজি পাচার৷ আর সিআইডি বলছে, শুধু হুন্ডি প্রক্রিয়ায় পাচার হচ্ছে ৭৫ হাজার কোটি টাকা৷ তার সঙ্গে আমদানির ওভার ইনভয়েসিং, রপ্তানির আন্ডার ইনভয়েসিং বা রপ্তানির টাকা দেশে ফেরত না এনে বাইরে বাড়ি ঘর কেনা বা বেগমপাড়া বানানো, এগুলো বিবেচনা করলে দেশ থেকে প্রতি বছর ১৫-১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে৷ আমি মনে করি, আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করছে পুঁজি পাচার৷ সেটা সরকার যতক্ষণ স্বীকার না করছে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করছে ততক্ষণ অর্থনীতির সংকট কাটবে না৷

আগের ঘটনাগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না নেওয়ার কারণেই কী ব্যাংক থেকে টাকা লুটপাট বেড়েই চলছে? এ থেকে পরিত্রাণের পথ কী?

বর্তমান অর্থমন্ত্রী বা সালমান এফ রহমানেরা যতক্ষণ এই দায়িত্বে থাকবেন ততক্ষণ এই সংকট থেকে পরিত্রানের পথ খুঁজে পাওয়া যাবে না৷ কারণ তারাই এই সংকটের জন্য দায়ী৷ খেলাপি ঋণ গ্রহীতাদের প্রশ্রয় দেওয়া, তাদের উৎসাহিত করা এগুলো বর্তমান অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সরকারের মধ্যে গেড়ে বসে আছে৷ সালমান রহমান তো তার বেক্সিমকো গ্রুপের ঋণ ২ শতাংশ দিয়ে ১০ বছরের জন্য পূনঃতফসিল করে নিয়েছেন৷ ফলে এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত না সরকার নিষ্কৃতি পাবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরবে বলে আমি মনে করি না৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ