তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। পুজোর আগেই ভারতের বাজারে মিলবে পদ্মার ইলিশ।
বিজ্ঞাপন
বুধবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মোট ৭৯ টি সংস্থাকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থা সর্বোচ্চ ৫০ ম্যাট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে। বলা হয়েছে, যে কোনো সময় বাংলাদেশ এই অনুমতি তুলে নিতে পারে। সংস্থাগুলিকেও তখন রপ্তানি বন্ধ করে দিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি উইংয়ের প্রধান মো. আব্দুর রহিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশি ও বন্ধুপ্রতিম দেশ। তারা আমাদের বাণিজ্যের বড় অংশীদার। তাই, এবারও আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা স্বরূপ সেদেশে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।’’
ঢাকার ইলিশ এসে দাম কমালো কলকাতার ইলিশের
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে কলকাতার বাজারে এখন ইলিশই ইলিশ। দামও কমেছে অনেকটা।
ছবি: Subrata Goswami/DW
ইলিশের তুলনা নেই
ইলিশ স্বাদে যেমন অনন্য তেমনই এর ব্যতিক্রমী জীবন চক্রের সঙ্গে তুলনা হয় না অন্য কোনও মাছের। লবনাক্ত জলের মাছ, শুধুমাত্র ডিম পাড়তে স্রোতের বিপরীতে এসে মিষ্টি জলে পৌঁছায়। ফলে স্বাদে তা অনন্য। বাঙালির রসনাতৃপ্তির জন্য ইলিশের কোনো বিকল্প নেই।
ছবি: Subrata Goswami/DW
শেখ হাসিনার সৌজন্যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে এখন কলকাতার বাজারে ঢালাও বাংলাদেশের ইলিশ। চওড়া পেট। এদিকের ইলিশের তুলনায় তেল কিছুটা বেশি। এই ইলিশের তুলনা মেলা ভার।
ছবি: Subrata Goswami/DW
এক থেকে দেড় কেজি ওজন
বাংলাদেশ থেকে যে ইলিশ এসেছে, তা এক থেকে দেড় কেজি ওজনের। খাদ্যরসিকদের মতে, দেড় থেকে দুই কেজির ইলিশের স্বাদের কোনো তুলনা নেই। সঙ্গে যদি ডিম থাকে তাহলে তো ভুবমমোহন।
ছবি: Subrata Goswami/DW
দাম কত?
মানিকতলা বাজারের মাছ বিক্রেতা স্বপন মাঝি জানালেন, এখন তারা শুধুই বাংলাদেশের ইলিশ বিক্রি করছেন। এক কেজি ওজনের বাংলাদেশের ইলিশ এখন এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে, ক’দিন আগে এটাই ১৮০০ টাকায় বিকিয়েছে। ওজন বাড়লে দামও বাড়বে।
ছবি: Subrata Goswami/DW
কলকাতার ইলিশের দাম কমেছে
বাংলাদেশের ইলিশ আসার আগে কলকাতায় ইলিশ বিক্রি হচ্ছিল দেড় হাজার টাকা কেজি দরে। বাংলাদেশের ইলিশে বাজার ছেয়ে যাওয়ায় কলকাতার ইলিশের দাম কমেছে। এখন ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাতশ থেকে আটশ টাকায়। এক কেজি হলে এক হাজার থেকে বারোশ।
ছবি: Subrata Goswami/DW
কোলাঘাটের ইলিশ
পদ্মার ইলিশ যেমন বিখ্যাত, তেমনই নামডাক রয়েছে কোলাঘাটের ইলিশের। রূপনারায়ণের স্রোতে একসময় জাল ফেললেই উঠে আসত ঝাঁকে ঝাঁকে রূপোলি শস্য। কিন্তু সেই দিন আর নেই।
ছবি: Subrata Goswami/DW
কমে গেছে
অর্জুনপুর বাজারের মাছ বিক্রেতা তাপস রাজবংশী বললেন, “সত্যি কথা বলতে, কোলাঘাটের মাছ ২০১৬ সালের পরে এইদিকের বাজারে দেখা যায়নি। রূপনারায়ণ নদীর গভীরতা এখন কমে গেছে। ইলিশ তো গভীর জলের মাছ, তাই আর ওখানে আসে না।”
ছবি: Subrata Goswami/DW
নাব্যতা ও দূষণ
কোলাঘাটের এক মৎসজীবীর সঙ্গে কথা বলে জানা গেল, শুধুমাত্র রূপনারায়ণের নাব্যতাই নয়, দূষণও এর একটা বড় কারণ। সামনেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসরকারি সিমেন্ট কারখানার দূষিত জলও রূপনারায়ণে এসে মেশে। মিষ্টি জলের আশায় বঙ্গোপসাগর থেকে আসা মাছেরা তাই মুখ ফিরিয়ে নিচ্ছে।
ছবি: Subrata Goswami/DW
মাথায় হাত
ইলিশের ওপরেই নির্ভরশীল কোলাঘাটের একটা বড় অংশের মৎসজীবী। তারা জানাচ্ছেন, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই তিনটে মাসের দিকে তাকিয়ে থাকতেন তারা। একেকদিনে একটি নৌকায় এক থেকে দেড় কুইন্টাল পর্যন্ত মাছ ধরেছেন একসময়। আজ চাহিদা থাকলেও মাছ নেই।
ছবি: Subrata Goswami/DW
ছোট জালে ছোট ইলিশ
রয়েছে অভিযোগও। সমুদ্রে ছোট ফাঁসযুক্ত জাল ব্যবহার করে ইলিশের পোনা ধরে নেওয়া হচ্ছে। গেঁওখালিতেই হুগলি-রূপনারায়ণ-দামোদর সঙ্গম। এখানে হুগলি থেকে ইলিশ-ঝাঁক রূপনারায়ণে ঢোকে। তার আগেই অধিকাংশ মাছ ধরে নেওয়ায় কোলাঘাট পর্যন্ত ইলিশ প্রায় আসছেই না।
ছবি: Subrata Goswami/DW
ডায়মন্ড হারবারের ইলিশ
ছবিটা কিছুটা অন্যরকম ডায়মন্ড হারবারে। গত দেড় দিনে প্রায় ১২০ টন ইলিশ এসেছে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে। এই মরসুমে তো বটেই, গত কয়েক বছরে এত ইলিশ এক সঙ্গে আসেনি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। শুধু পরিমাণেই নয়, গায়েগতরেও বড়সড় ইলিশ ধরা পড়েছে জালে।
ছবি: Subrata Goswami/DW
কারণ কী?
ডায়মন্ড হারবারে এত ইলিশ ধরা পড়ার কারণ কী? মৎস্যজীবীরা জানাচ্ছেন, ঝোড়ো হাওয়ায় বাংলাদেশের দিকে নয়, সামুদ্রিক স্রোত ভারতের দিকে বয়ে গিয়েছে। আর সে কারণেই ডায়মন্ড হারবারে এই বার এত ইলিশের আমদানি। মৎস্যজীবীদের আশা আগামী কয়েকদিন আরও ইলিশ উঠবে।
ছবি: Subrata Goswami/DW
পুজোর মরশুমে
পুজোর উপহার হিসেবে বাংলাদেশ সরকার ২৪৫০ টনের কাছাকাছি ইলিশমাছ পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। এর পরই ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন অ্যাডভেকেট মোহাম্মদ মাহমুদুল হাসান। তার অভিযোগ ভারতে ইলিশ রপ্তানি করায় ঢাকায় দাম বেড়েছে। কিন্তু কলকাতার বাজারে ইলিশের দাম কমেছে। পুজোর মরশুমে পশ্চিমঙ্গের বাঙালির পাতে ইলিশ থাকছে।
ছবি: Subrata Goswami/DW
ঢাকার ইলিশই পছন্দ
কলকাতা শহরের এক বিখ্যাত বাঙালি খাবারের রেস্তোঁরার মালিক নৃপেন্দ্র চন্দ্র ভৌমিক জানান, তারা বাংলাদেশের ইলিশই ব্যবহার করেন। কারণ, বাংলাদেশের ইলিশের স্বাদ অন্য কোনও জায়গার ইলিশের স্বাদের সঙ্গে মেলে না। তাদের রেস্তোঁরায় অভ্যাগতদের একটা বড় অংশই কলকাতায় কাজে বা বেড়াতে আসা বাংলাদেশি।
ছবি: Subrata Goswami/DW
দাম বেশি হলেও বাংলাদেশের ইলিশ চাই
একই চিত্র আরেক বিখ্যাত বাঙালি রেস্তোঁরাতেও। তাদের বক্তব্য, বাংলাদেশের ইলিশের দাম যদি পাঁচ হাজার টাকা কেজি হয়ে যায়, তাহলেও সেই মাছই কিনতে হবে।
ছবি: Subrata Goswami/DW
15 ছবি1 | 15
২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ভারতে ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। এবারও প্রায় কাছাকাছি সময়েই ইলিশ রপ্তানি করছে ঢাকা।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত রপ্তানির এই অনুমতি বহাল থাকবে। তবে যে কোনো সময় প্রয়োজনে তা বাতিল করা হতে পারে৷ সেক্ষেত্রে যে সংস্থাগুলিকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, তাদের তা মানতে হবে। একটি সংস্থা কোনোভাবেই ৫০ মেট্রিক টনের বেশি ইলিশ সরবরাহ করতে পারবে না।
বাংলাদেশের বক্তব্য, এর ফলে দেশের বাজারে ইলিশের জোগানে টান পড়বে না। অন্যদিকে, ভারতের বাজারে ইলিশের চাহিদা বাড়ছে। বিশেষ করে কলকাতার বাজারে ঢাকার ইলিশ ঢোকার খবর খুশির জোয়ার নিয়ে এসেছে। কলকাতার বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে ভারতীয় মুদ্রায় তার দাম পড়বে ১২০০-১৪০০। পাতিপুকুর পাইকারি বাজারের এক বিক্রেতা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘বাংলাদেশের ইলিশ ঢুকলে পশ্চিমবঙ্গের ইলিশের দাম একদিকে যেমন কমবে, তেমনই পদ্মার ইলিশের চাহিদা রাতারাতি বেড়ে যাবে।’’ বিক্রেতাদের অনুমান, বাংলাদেশেরইলিশ ১৮০০-২২০০ রুপিতে খোলা বাজারে বিক্রি হবে।