1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিনকে ঘিরে জার্মানিতে অস্বস্তি

২ মার্চ ২০২২

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে জার্মানির চরম দক্ষিণপন্থি ও বামপন্থি দলের মধ্যে কোন্দল দেখা দিয়েছে৷ ‘রাশিয়া প্রীতি' ঝেড়ে ফেলার জন্য সাবেক চ্যান্সেলর শ্র্যোডারের উপরেও চাপ বাড়ছে৷

Russland TV Ansprache Putin Militäroperation Ukraine
ছবি: Kremlin/AFP

ইউক্রেনের উপর রুশ হামলা পশ্চিমা বিশ্বের রাজনীতি জগতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে৷ ভ্লাদিমির পুটিনের প্রকৃত মতলব সম্পর্কে পূর্বাভাস সত্য প্রমাণিত হওয়ায় জার্মানিসহ ইউরোপের অনেক দেশ নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে জ্বালানি নীতি সম্পর্কে একেবারে নতুন করে ভাবনাচিন্তা করতে বাধ্য হচ্ছে৷ গত রবিবার জার্মান সংসদের নিম্ন কক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর জন্য বাড়তি অর্থায়ন ও জ্বালানি নীতির ক্ষেত্রে বড়সড় রদবদলের ঘোষণা করেন৷ সরকারের শরিক সামাজিক গণতন্ত্রী এসপিডি, উদারপন্থি এফডিপি ও পরিবেশবাদী সবুজ দল যে সেই নীতির পক্ষে জোরালো সমর্থন জানাবে তা বলাই বাহুল্য৷ প্রধান বিরোধী দল হিসেবে সাবেক চ্যান্সেলের ইউনিয়ন শিবিরও দেশের কঠিন সময়ে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের রাশিয়া নীতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে৷

কিন্তু জাতীয় স্তরে ঐক্যের এই সুরে তাল মেলাতে প্রস্তুত নয় জার্মানির চরম দক্ষিণপন্থি এএফডি দল ও বামপন্থি দল ‘ডি লিংকে৷ রাজনৈতিক আদর্শের দুই মেরুতে অবস্থান সত্ত্বেও ‘অন্ধ রাশিয়া-প্রীতি'-র প্রশ্নে এই দুই দলের মধ্যেই অদ্ভুত মিল রয়েছে৷ কোনো প্ররোচনা ছাড়াই  ইউক্রেনের উপর রাশিয়ার হামলা অবশ্য দুই দলের একাংশে অস্বস্তি সৃষ্টি করছে৷

সাবেক পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির উত্তরসূরি ‘ডি লিংকে' দলের মধ্যে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোন্দল দেখা যাচ্ছে৷ সারা ভাগেনক্নেশট-সহ দলের সাত জন সংসদ সদস্য এক যৌথ বিবৃতিতে ইউক্রেনে জার্মানির অস্ত্র সরবরাহ ও রাশিয়ার উপর জার্মানির নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন৷ দলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র গ্রেগর গিসি এক খোলা চিঠিতে তাঁদের ‘গোঁড়া' ও ‘আবেগহীন' অবস্থানের কড়া সমালোচনা করেছেন৷ আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের প্রতি অবজ্ঞারও অভিযোগ করেছেন তিনি৷ ভাগেনক্নেশট অবশ্য গিসির অভিযোগ উড়িয়ে তার পালটা সমালোচনা করেছেন৷ তিনি সামরিক সংঘাত মেটাতে কূটনৈতিক স্তরে আরও উদ্যোগের পক্ষে সওয়াল করেছেন৷

জার্মানির চরম দক্ষিণপন্থি এএফডি দলের মধ্যেও পুটিনের কাণ্ড নিয়ে অস্বস্তি কম নয়৷ দলের একাধিক সদস্যের সঙ্গে ক্রেমলিনের বর্তমান শাসক মহলের ঘনিষ্ঠতার অনেক দৃষ্টান্ত রয়েছে৷ কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর দলের একাংশ ভোল বদলে প্রকাশ্যে এমন পদক্ষেপের নিন্দা জানানোর পক্ষে সওয়াল করছেন৷ জার্মান সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল হিসেবে দলের অন্যতম নেতা ইওয়াখিম ভুন্ডরাক বলেন, বর্তমানে একমাত্র নিষেধাজ্ঞার মাধ্যমেই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা সম্ভব, যদিও তার পরিণতি এখনো স্পষ্ট নয়৷

বাম ও ডানপন্থি দুই দলের পাশাপাশি ‘রাশিয়া প্রীতি' ঝেড়ে ফেলার জন্য চাপের মুখে রয়েছেন জার্মানির সাবেক চ্যান্সেলর গেয়ারহার্ড শ্র্যোডার৷ পুটিনের ঘনিষ্ঠ বলে পরিচিত এসপিডি দলের এই প্রাক্তন নেতা রাশিয়ার একাধিক বড় কোম্পানির পরিচালকমণ্ডলীর সদস্য৷ তার দফতরের প্রধানসহ চারজন কর্মী শ্র্যোডারের মুখে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দার কোনো লক্ষণ না দেখে পদত্যাগ করেছেন৷ এসপিডি দলের একাংশ তাকে বহিষ্কারের দাবি জানালেও দলের সাধারণ সম্পাদক কেভিন ক্যুনার্ট সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ