1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল

২ মার্চ ২০১৮

রাশিয়াকে এবার সমঝে চলতে হবে৷ কারণ তাদের হাতে নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল৷ জাতির উদ্দেশে ভাষণে এমনটাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

Russland Präsident Wladimir Putin
ছবি: picture-alliance/dpa/TASS/M. Klimentyev

রাশিয়ার হাতেই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র৷ পৃথিবীর কোনো দেশ এখনো যা তৈরি করে উঠতে পারেনি৷ জাতির উদ্দেশে ভাষণে এমনই জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ তিনি জানিয়েছেন, রাশিয়া একটি নতুন মিসাইল তৈরি করেছে৷ পারমাণবিক যে মিসাইলকে কোনো মিসাইল ট্র্যাকার দেখতে পাবে না৷ সমুদ্রের গভীরেও ওই মিসাইল ব্যবহার করা সম্ভব৷ পুটিন বলেছেন, বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে অন্যতম রাশিয়া৷ কিন্তু বহু সময়েই রাশিয়ার ক্ষমতাকে খাটো করা হয়৷ তাঁর আশা, এরপর সকলেই রাশিয়াকে সমঝে চলবে৷

স্বাভাবিক ভাবেই পুটিনের এই ঘোষণার পর সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে৷ অ্যামেরিকা বিবৃতি দিয়ে জানিয়েছে যে, রাশিয়ার এই পদক্ষেপ বিশ্বের শক্তিসাম্য নীতির বিরোধী৷ বস্তুত, রাশিয়ার এমন মিসাইল তৈরি করা অনুচিত হয়েছে বলে প্রকাশ্যে সমালোচনা করেছে অ্যামেরিকা৷ বিশেষজ্ঞেরাও বলছেন, ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়া যে ধরনের বিবৃতি দিত, পুটিনের বক্তব্যেও তার অনুরণন রয়েছে৷

রাজনৈতিক পরিদর্শক সুসেন স্পান ডয়চে ভেলেকে জানিয়েছেন, ঠান্ডা যুদ্ধের সময় অ্যামেরিকা এবং পশ্চিম দুনিয়ার সঙ্গে রাশিয়ার লড়াই স্পষ্ট ছিল৷ সে সময়েও রাশিয়া বার বার শক্তিপ্রদর্শন করে নিজেদের ক্ষমতা প্রকাশ করতো৷ বৃহস্পতিবার পুটিনের বক্তব্যেও সেই আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে৷ পুটিন বলেছেন, এবার রাশিয়াকে সমঝে চলতে হবে বিশ্বের সমস্ত দেশকে৷ তবে পাশাপাশি পুটিন জানিয়েছেন, যুদ্ধের জন্য ওই মিসাইল রাশিয়া তৈরি করেনি৷ নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই মিসাইলটি তৈরি হয়েছে৷ কিন্তু রাজনৈতিক পরিদর্শকদের মতে, রাশিয়ার বক্তব্যে আগ্রাসন স্পষ্ট৷

শুধু তাই নয়, অ্যামেরিকা জানিয়েছে, পুটিন যখন মিসাইলের কথা বলছিলেন, তখন একটি গ্রাফিক চালানো হয়েছিল৷ যেখানে দেখানো হয়েছে, মিসাইলটি অ্যামেরিকার উপর প্রয়োগ করা হচ্ছে৷ মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, এমন দৃশ্য কখনোই কাম্য নয়৷

আগামী মার্চ মাসে রাশিয়ায় নির্বাচন৷ বিশেষজ্ঞদের ধারণা, এবারো বিপুল ভোটে ক্ষমতায় ফিরবেন পুটিন৷ তার আগে জনগণকে উত্তেজিত করতেই এতটা আগ্রাসী বক্তব্য পেশ করলেন তিনি৷ এবং রাশিয়ার শক্তির পরিচয় দিলেন৷

এসজি/ডিজি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ