1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধরাশিয়া

পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭ মার্চ ২০২৩

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হাগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হাগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত।
ছবি: Ramil Sitdikov/SNA/IMAGO

তবে তাকে কিভাবে রাশিয়া থেকে এনে বিচারের মুখোমুখি করা হবে, সেটাই বড় চ্যালেঞ্জ।

পুটিন ছাড়াও রাশিয়ার শিশু অধিকার সংক্রান্ত প্রেসিডেনশিয়াল কমিশনার মারিয়া এলভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

পুটিনের পাশাপাশি মারিয়ার বিরুদ্ধেও ইউক্রেনের দখল করা এলাকা থেকে বেআইনিভাবে জনগণকে (শিশুসহ) রাশিয়ায় বলপূর্বক স্থানান্তরের মতো যুদ্ধাপরাধ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

শুক্রবারে দেয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বিবৃতিতে বলা হয়েছে, ''এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে মিস্টার পুটিন উপরে উল্লিখিত অপরাধগুলোর জন্য ব্যক্তিগতভাবে অপরাধের দায় বহন করেন, (১) অন্যদের সঙ্গে যৌথভাবে এবং/অথবা অন্যদের মাধ্যমে কাজ করার জন্য ... এবং (২) বেসামরিক এবং সামরিক অধীনস্থদের সঠিকভাবে পরিচালনায় ব্যর্থতার জন্য বা তাদের কাজের অনুমতি দেয়ার জন্য, এবং উচ্চতর দায়িত্ব পালন করা ব্যক্তি, যারা তার (পুটিনের)কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অধীনে ছিলেন, তাদের কর্মকাণ্ডের জন্য।''

এডিকে/এফএস (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ