৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। অর্থডক্স ক্রিসমাস উপলক্ষে এই ঘোষণা।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তিনি জানিয়েছেন, অর্থডক্স ক্রিসমাসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়পর্বে রাশিয়ার সেনা কোনোরকম আক্রমণ চালাবে না। গোলাগুলি বন্ধ থাকবে।
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধে একাজ করেছেন পুটিন। বস্তুত, পুটিন নিজেও জানিয়েছেন, কিরিল বলার পরেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
বাঙ্কারে প্রশিক্ষণ নেয়া সেই শিশুরা যেভাবে বুদাপেস্ট মাতালো
এক সময় রুশ সৈন্যদের বোমার আঘাতে অনিবার্য মৃত্যুর শঙ্কায় থেকেও সার্কাসে নিজেদের দক্ষতা বাড়ানো চেষ্টা করেছে ইউক্রেনের শিশুরা৷ তাদের দেখে বুদাপেস্ট বিস্মিত, মুগ্ধ! ছবিঘরে বিস্তারিত....
ছবি: MARTON MONUS/REUTERS
তাদের স্বপ্নের উৎস
ইউক্রেনে সার্কাস খুব জনপ্রিয়৷ দেশটির অসংখ্য শিশু সার্কাসে অংশ নেয়ায় অভ্যস্ত৷ ২০১০ সাল থেকে শিশুদের জন্য সেখানে একটা আন্তর্জাতিক উৎসব আয়োজন করা হচ্ছিল৷ ব্রাইট কান্ট্রি (ইউক্রেন) নামের এক বেসরকারি সংস্থার সেই আয়োজনে প্রতি বছর ইউক্রেন এবং ইউক্রেনের বাইরের এক হাজারেরও বেশি শিশু অংশ নিতো৷ ওপরের ছবিতে বুদাপেস্টে ইউক্রেনীয় শিশুদের অনুশীলন৷
ছবি: MARTON MONUS/REUTERS
ওরা অকুতোভয়
ইউক্রেনে যখন যুদ্ধ চলছে, সার্কাস ভালোবাসে এমন অনেক শিশু তখনও স্বপ্ন দেখেছে৷ স্বপ্ন দেখেছে- একদিন যুদ্ধ থামবে, আবার তারা নানা ধরনের কলাকৌশল দেখিয়ে মুগ্ধ করবে দর্শকদের৷ সেই স্বপ্ন নিয়ে খারকিভ, কিয়েভ, দ্নিপ্রো, ওডেসা, দনেৎস্ক শহরের বম্ব শেল্টারে অনুশীলন চালিয়ে গেছে তারা৷ ওপরের ছবিতে বুদাপেস্টের উৎসবে ইউক্রেনের ইয়াসক্রাভা অ্যারেনা দ্নিপ্রো ইন্টারন্যাশনাল চিল্ড্রেন’স ফেস্টিভেলের সার্কাস শিল্পীরা৷
ছবি: MARTON MONUS/REUTERS
বুদাপেস্টে স্বপ্নপূরণ
যুদ্ধের বিভিন্ন পর্যায়ে শিশুরা বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়৷ এখন কারো ঠিকানা তাই জার্মানি বা হাঙ্গেরি, কারো বা সুইজারল্যান্ড, মেক্সিকো কিংবা ইটালি৷ এসব দেশে আশ্রয় নেয়া ছয় থেকে ১৭ বছর বয়সি শিশুরা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ক্যাপিটেল সার্কাসে আয়োজিত এক উৎসবে অংশ নিলো গেল সপ্তাহান্তে৷ ইউক্রেনীয় যুবা সার্কাস উৎসব নামের আয়োজনটিতে অংশগ্রহণকারীরা ৩০ ধরনের পারফর্ম্যান্স দেখায়৷ দেখে দর্শকরা মুগ্ধ!
ছবি: MARTON MONUS/REUTERS
মারিয়াদের বর্তমান এবং ভবিষ্যৎ
১৩ বছর বয়সি মারিয়া ক্রাভচেঙ্কো অনেকদিন ইউক্রেনের দ্নিপ্রো শহরে বোমার আঘাত থেকে বাঁচার জন্য তৈরি বাঙ্কারে থেকেছে৷ সেই অবস্থায়ও সার্কাস ছাড়েনি৷ অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে প্রচণ্ড শীতেও চালিয়ে গেছে অনুশীলন৷ বুদাপেস্টে দীর্ঘদিনের অনুশীলনের ফসল দেখাতে পেরে মারিয়া ভীষণ আনন্দিত৷ তার মতো অনেক শিশুরই এখন একটাই স্বপ্ন- একদিন যুদ্ধ থামবে, নিজের দেশে আনন্দে মাতার সুযোগও আসবে একদিন!
ছবি: MARTON MONUS/REUTERS
স্বপ্নবাস্তবতা
বুদাপেস্টে ইউক্রেনীয় শিশুদের সার্কাস-প্রতিভা দেখে সবাই মুগ্ধ৷ আলো-আঁধারিতে নানা ধরনের কলা-কৌশলে তাদের অবিশ্বাস্য দক্ষতা দেখে অনেকেরই মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছেন!
ছবি: MARTON MONUS/REUTERS
5 ছবি1 | 5
রাশিয়ার সময় শুক্রবার বেলা ১২টা থেকে শনিবার রাত রাত ১২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে রাশিয়া জানিয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর সার্বিকভাবে এই প্রথম কোনোপক্ষ যুদ্ধবরিতি ঘোষণা করল।
মানছেন না জেলেনস্কি
পুটিনের আহ্বানে সারা দেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, এ-ও এক ধরনের কৌশল। যুদ্ধবিরতির নাম করে রাশিয়ার সেনাকে ইউক্রেনের আরো বেশ কিছু জায়গায় ঢুকিয়ে দিতে চাইছেন পুটিন। বস্তুত, ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে এখনো রাশিয়ার সেনা আছে। বিশেষত পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বিপুল পরিমাণ রাশিয়ার সেনা এলাকা দখল করে রেখেছে। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার এই প্রস্তাব তখনই গ্রহণ করা যবে যখন রাশিয়ার সেনা ইউক্রেন ছেড়ে চলে যাবে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন বছরের শিশুরা
02:57
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
আন্তর্জাতিক মহলও রাশিয়ার এই ঘোষণা এককথায় মেনে নিচ্ছে না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা করতে হলে রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা ফিরিয়ে নিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ানও এই সিদ্ধান্তের পর রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন। তিনিও সার্বিকভাবে যুদ্ধবিরতির পরামর্শ দেন। তবে পুটিন এবিষয়ে কোনো মন্তব্য করেননি। ক্রেমলিন স্পষ্টই জানিয়েছে, শুধুমাত্র অর্থডক্স ক্রিসমাস পালনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।