1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইসরায়েল

পুটিনের সঙ্গে তিন ঘণ্টা কথা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

৭ মার্চ ২০২২

মস্কো গিয়ে তিন ঘণ্টা ধরে পুটিনের সঙ্গে কথা বললেন নাফতালি বেনেট। তারপর জার্মানি এসে শলৎসের সঙ্গে বৈঠক।

পুটিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বেনেট। ফাইল ছবি। ছবি: Sputnik/Evgeny Biyatov/Kremlin/REUTERS

রাশিয়া-ইউক্রেনের সংঘাত বন্ধ করার জন্য উদ্যোগী হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি শনিবার মস্কোতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা ধরে কথা বলেন। তারপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও তার ফোনে কথা হয়। মস্কো থেকে বার্লিনে আসেন বেনেট। জার্মানির চ্যান্সেলার শলৎসের সঙ্গে তিনি দেড় ঘণ্টা  ধরে আলোচনা করেন।

বৈঠকের খুঁটিনাটি

মস্কোয় পুটিন-বেনেট বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন নিয়েই দুই নেতার কথা হয়েছে। মস্কোয় বেনেট রুশ ভাষা জানা তার মন্ত্রিসভার সদস্য এলকিনকেও সঙ্গে করে নিয়ে গেছিলেন। এলকিনের জন্ম ইউক্রেনে।

আর শলৎসের সঙ্গে আলোচনার পর জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, দুই নেতাই চান ইউক্রেনে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হোক।

জেলেনস্কি বলেছেন, তিনি এই আলোচনা চালিয়ে যেতে চান।

কেন বেনেটের এই উদ্যোগ?

রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক আছে ইসরায়েলের। তাছাড়া রাশিয়া সিরিয়া যুদ্ধের সঙ্গেও জড়িত। সিরিয়া হলো ইসরায়েলের প্রতিবেশী দেশ।

দ্য টাইমস অফ ইসরায়েলের সম্পাদক ডেভিড হরোভিটজ জানিয়েছেন, ''বেনেটের এই সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইসরায়েল চায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে।''

অ্যামেরিকায় ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেন বলেছেন, ''বেনেটের উদ্যোগ সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ। পুটিন আজ একটা ভিন্ন অবস্থানে আছেন। সম্ভবত তিনি এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজছেন। বেনেট তাঁকে সম্ভবত সিঁড়িটা সরবরাহ করছেন।''

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ