1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিন-এর্দোয়ান: মাঠে শত্রু, মঞ্চে বন্ধু

২৮ আগস্ট ২০১৯

সিরিয়ার ইডলিব রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে লড়ছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী৷ আকাশ থেকে তাদের সহায়তা করছে রাশিয়া৷ এদিকে, বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে তুরস্ক৷

ছবি: picture-alliance/AP/Presidential Press Service

ইডলিবের পরিস্থিতি শান্ত করতে গত সেপ্টেম্বরে একটি চুক্তি করেছিল রাশিয়া ও তুরস্ক৷ এর প্রায় চার মাস পর আল-কায়েদার সাবেক এক সদস্যের নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী ইডলিবে প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ায়৷ এছাড়া আরও কয়েকটি জিহাদি গোষ্ঠী ইডলিবে সক্রিয় রয়েছে৷

এই অবস্থায় ইডলিবের নিয়ন্ত্রণ ফিরে পেতে এপ্রিলের শেষ থেকে অভিযান শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী৷ এতে সহায়তা করছে রাশিয়া৷ এই অভিযানে এখন পর্যন্ত ৯২০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷ এছাড়া প্রায় চার লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

ইডলিবে অভিযান চালানোয় সিরিয়ার সরকারের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার নামে সাধারণ নাগরিক হত্যা গ্রহণযোগ্য নয়৷'' রাশিয়া সফরে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন এর্দোয়ান৷

মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠকের সময় এর্দোয়ান বলেন, ইডলিবে তুর্কি সৈন্যরা ‘বিপদে আছেন'৷

এদিকে, পুটিন জানিয়েছেন, ইডলিবের পরিস্থিতি ‘স্বাভাবিক' করতে ‘যৌথ উদ্যোগ' নিতে তিনি ও এর্দোয়ান সম্মত হয়েছেন৷ এ সম্পর্কে কেউ আর বিস্তারিত জানাননি৷

ইডলিবে রাশিয়া ও তুরস্কের স্বার্থ সাংঘর্ষিক হলেও তুর্কি প্রেসিডেন্টের মস্কো সফরে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করেছেন পুটিন ও এর্দোয়ান৷ তাই তাঁরা একে অপরকে ‘প্রিয় বন্ধু' বলে সম্বোধন করেছেন৷ এছাডা পুটিন রাস্তার পাশের এক দোকান থেকে আইসক্রিম কিনে এর্দোয়ানকে খাইয়েছেন৷

এই সফরে রাশিয়ার এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন এর্দোয়ান৷ এর আগে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ নামে একটি মিসাইল সিস্টেম কিনেছে ন্যাটো সদস্য তুরস্ক৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি, এএফপি, ইন্টারফ্যাক্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ