জেলেনস্কি ও পুটিনের সঙ্গে আবার ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেন তেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো নিয়ে।
বিজ্ঞাপন
ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরানোর জন্য জেলেনস্কি ও পুটিনের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী মোদী। বিশেষ করে সুমি থেকে ছাত্রছাত্রীদের নিরাপদে বের করে ভারতে নিয়ে আসার জন্য তিনি ইউক্রেন ও রাশিয়ার কাছ থেকে সহযোগিতা চেয়েছেন বলে সরকারি সূত্র জানাচ্ছে। সুমিতে প্রায় সাতশ ভারতীয় ছাত্রছাত্রী খুবই উদ্বেগের সঙ্গে ও খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রেখে চলেছে। রাশিয়া এখন যে চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, তার মধ্যে সুমিও আছে।
সরকারি সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী প্রথমে ফোন করেন জেলেনস্কিকে। তাদের মধ্যে ৩৫ মিনিট ধরে কথা হয়। ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরানোর ক্ষেত্রে জেলেনস্কি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন মোদী। সুমির ক্ষেত্রেও একই ধরনের সাহায্য প্রত্যাশা করছেন বলে তিনি জেলেনস্কিকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যে আলোচনা চালাচ্ছে, তার প্রশংসা করতেই হবে। সবসময়ই সরাসরি আলোচনা কাম্য।
রাশিয়া-ইউক্রেন লড়াইয়ের সাতদিন
সপ্তম দিনে লড়াই আরো তীব্র হয়েছে। ইউক্রেনের একটি শহর রাশিয়া দখল করেছে বলে সরকারিভাবে জানিয়েছে।
ছবি: Emilio Morenatti/dpa/AP/picture alliance
খেরসন রাশিয়ার কব্জায়
খেরসনের রাস্তায় রাশিয়ার সেনা ট্রাক। বুধবার রাতে রাশিয়া জানিয়েছে, অঞ্চলটি তারা দখল করে নিয়েছে।
ছবি: REUTERS
ইউক্রেনের বক্তব্য
খেরসনের মেয়র জানিয়েছেন এলাকা এখনও তাদের দখলে। লড়াই চলছে। পেন্টাগনও একই কথা বলেছে। খেরসনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাশিয়ার ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি।
ছবি: REUTERS
কিয়েভের চিত্র
কিয়েভের খুব কাছে লাগাতার বোমা এবং রকেট ছুঁড়ছে রাশিয়া। ইউক্রেনের সেনাও পাল্টা জবাব দিচ্ছে।
ছবি: Alexander Ermochenko/REUTERS
ভাঙা ব্রিজে ইউক্রেনের সেনা
কিয়েভের খুব কাছে বোমার আঘাতে ভেঙে গেছে এই সেতুটি। ভাঙা সেতু পার করে শহরে ঢোকার চেষ্টা করছেন ইউক্রেনের সেনা। সেতু মেরামত করার চেষ্টাও চলছে।
ছবি: Emilio Morenatti/AP/picture alliance
বিস্ফোরণের ছবি
কিয়েভের খুব কাছে ইউক্রেনের শহর বরোদিয়াঙ্কা। সেখানে রাশিয়ার সেনার সঙ্গে ইউক্রেনের সেনার তীব্র সংঘর্ষ হয়েছে। জ্বলছে রাশিয়ার ট্যাঙ্ক।
ছবি: Alisa Yakubovych/EPA-EFE
বাড়িতে আগুন
কিয়েভের খুব কাছে একটি বাড়িতে রকেট এসে লেগেছিল। দাউ দাউ করে জ্বলছে বাড়িটি।
ছবি: Alisa Yakubovych/EPA-EFE
কিয়েভ রেল স্টেশন
রাজধানীর রেল স্টেশনের বাইরে সশস্ত্র পাহারায় দেশের সেনা বাহিনী। স্টেশন কার্যত ঘিরে রেখেছে তারা।
ছবি: Oleg Petrasyuk/EPA-EFE
স্টেশনে ভিড়
কিয়েভ রেল স্টেশনে সবচেয়ে ভিড়। সকলে ট্রেনে চড়েই পালানোর চেষ্টা করছে। কারণ, ট্রেনই হলো কিয়েভ থেকে বাইরে যাওয়ার সবচেয়ে নিরাপদ রাস্তা।
ছবি: Lafargue Raphael/abaca/picture alliance
মেয়েদের অগ্রাধিকার
স্টেশনে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাদেরই ট্রেনে চড়তে দেওয়া হচ্ছে। এক বাবা মেয়েকে বিদায় জানাচ্ছেন। ইউক্রেনের সেনা সমস্ত পুরুষকে লড়াইয়ে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছে।
ছবি: Dimitar Dilkoff/AFP
খারকিভের ছবি
খারকিভের অবস্থা ভয়াবহ। সেখানে তীব্র লড়াই চলছে। শহরজুড়ে বোমা ফেলছে রাশিয়া। চলছে রকেট হানা। খারকিভ সিটি সেন্টার এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছবি: Sergey Bobok/AFP
ভাঙা ঘর
কিয়েভের খুব কাছে গোরেঙ্কা শহরের ছবি। বোমার আঘাতে ভেঙে গেছে বাড়ি। তারই মধ্যে জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন এই নারী।
ছবি: Vadim Ghirda/AP/picture alliance
১০ লাখ শরণার্থী
জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ১০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যদেশে শরণার্থীর জীবন যাপন করছেন তারা। আরো কিছুদিন লড়াই চললে সংখ্যাটি ৪০ লাখে পৌঁছাবে বলে আশঙ্কা।
ছবি: Arafatul Islam/DW
12 ছবি1 | 12
দুই নেতাই ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারে কথা বলেছেন।
এরপর পুটিনকে ফোন করেন মোদী। দুই নেতার মধ্যে ৫০ মিনিট ধরে কথা হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এযাবৎ যে আলোচনা হয়েছে তা মোদীকে জানান পুটিন। প্রধানমন্ত্রী অনুরোধ করেন, পুটিন যেন জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেন।
পুটিন যে একতরফা যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন তাকে মোদী স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে সুমি সহ অন্য শহরগুলি থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হবে। মোদী বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি সুমিতে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে চান। পুটিন তার জন্য প্রয়োজনীয় সাহায্য করবেন বলে জানিয়েছেন।