1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

পুটিন-জয়শঙ্কর বৈঠক, মোদীকে রাশিয়ায় আমন্ত্রণ

২৮ ডিসেম্বর ২০২৩

রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। মোদীকে আমন্ত্রণ পুটিনের।

মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সাংবাদিক বৈঠক।
পুটিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করছেন জয়শঙ্কর ও লাভরভ। ছবি: Alexander Shcherbak/Tass/IMAGO

বুধবার ক্রেমলিনে পুটিন-জয়শঙ্কর বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ইউক্রেন প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে।

জয়শঙ্করকে পুটিনবলেছেন, ''আমাদের বন্ধু মোদী রাশিয়ায় এলে আমরা খুবই খুশি হব।'' পুটিন বলেছেন, ''আমি জানি মোদী শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট মেটাতে চান। এখন বিষয়টির গভীরে যেতে হবে। আমিও আরো তথ্য শেয়ার করতে চাই।''

জয়শঙ্কর পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন। তিনি পুটিন ছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে বৈঠক করেছেন।

পুটিনের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর বলেছেন, আগামী বছর পুটিন ও মোদীর শীর্ষবৈঠক হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

ভারতের প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ার আমন্ত্রণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন। ছবি: Sputnik/Mikhail Klimentyev/Kremlin via REUTERS

আর্থিক সহযোগিতা নিয়ে

পুটিন বলেছেন, ''দুই দেশের মধ্য়ে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। বিশেষ করে তেল ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে বিনিময় বেড়েছে।''

জয়শঙ্কর  গত মঙ্গলবার  রাশিয়ার উপ প্রধানমন্ত্রী মান্তুরভের সঙ্গেও বৈঠক করেছেন। সেখানে মূলত আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিও সই হয়েছে। যার মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রবল চাপ সত্ত্বেও ভারত এখনো পর্যন্ত জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। তারা ভোটদানে বিরত থেকেছে।

রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও প্রচুর বেড়েছে। এনিয়েও পশ্চিমা চাপ উপেক্ষা করেছে ভারত।

জয়শঙ্কর বলেছেন, ''দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করতে হবে।''

জিএইচ/এসজি (এপি, পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ