1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুড়ছে গাজা, মরছে নারী-শিশু

১৪ জুলাই ২০১৪

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭২-এ দাঁড়িয়েছে৷ নিহতের মধ্যে ৩০ ভাগই নারী ও শিশু৷ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাতদিনের এই সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা৷

Frau mit Kind vor Rauch im Gaza-Streifen
ছবি: Getty Images

ইসরায়েলের বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাজার ২০৪টি স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে৷ রোববার রাতভর এই অভিযান চলেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ গত দুই বছরের মধ্যে দু'পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে এটাকে৷ অন্যদিকে, ফিলিস্তিনের হামাস গোষ্ঠী ইসরায়েলে ২০টি রকেট হামলা চালালেও এতে কেউ হতাহত হয়নি৷

হামাস নেতা ইজ্জত আল-রেসিক স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ভয়ংকর যুদ্ধ শুরু করেছেন এবং তারই উচিত এটা শেষ করা৷''

ইসরায়েল জানিয়েছে, গাজার একটি ড্রোন তারা ভূপাতিত করেছে৷ রোববার ভোরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় তিন বছর বয়েসি একটি মেয়েশিশু মারা গেছে৷ এরও কয়েক ঘণ্টা আগে গাজার পুলিশ প্রধানের বাসভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷ নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানিয়েছেন তাঁরা৷

এরই মধ্যে গাজায় কমান্ডো অভিযানও শুরু করেছে ইসরায়েল৷ হামাস যোদ্ধাদের সঙ্গে রোববার সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলের নৌ কমান্ডোরা৷ গাজায় ইসরায়েলের ছয় দিনব্যাপী বিমান হামলার মধ্যে এটিই সেখানে প্রথম স্থল হামলা বলে মনে করা হচ্ছে৷

আরব লিগের বৈঠক

এই সংকট নিরসনে সোমবার রাতে কায়রোতে বৈঠকে বসার কথা আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপের কারণে সহিংসতা বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছেন এই নেতারা৷

পালাচ্ছে মানুষ

জাতিসংঘ জানিয়েছে, দু'পক্ষের সংঘর্ষ শুরুর পর অন্তত ৭০ হাজার মানুষ গাজা ছেড়ে অন্যত্র চলে গেছে৷ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১,২৩০ জন৷ গাজাভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গাজার ৮৬৯টি বাড়ি ইসরায়েলের হামলায় বিধ্বস্ত হয়েছে৷

ঘটনার শুরু তিন ইসরায়েলি কিশোরকে অপহরণ ও নিহতের ঘটনার জের ধরে৷ ঐ তিন কিশোরকে অপহরণ ও নিহতের জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল৷ পরে সন্দেহভাজনদের ধরতে গাজায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি পুলিশ৷ হামাস যোদ্ধা সন্দেহে গাজার শতাধিক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়৷ পরে এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে৷ গাজা থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে সেখানে বিমান হামলা শুরু করে ইসরায়েল৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ