1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুত্র সন্তানের অধিকারী হলেন এল্টন জন

২৮ ডিসেম্বর ২০১০

বিশ্বখ্যাত ব্রিটিশ গায়ক স্যার এল্টন জন এবং তাঁর জীবনসঙ্গী ডেভিড ফারনিশ বাবা-মা হয়েছেন৷ বড়দিনে এই শিশুরর জন্ম৷ নাম জাকারি জ্যাকসন লেভন ফার্নিশ জন৷

Elton John, David Furnish
জীবনসঙ্গী ডেভিড ফারনিশ’এর সঙ্গে স্যার এল্টন জনছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যে মায়ের গর্ভে এই শিশুর জন্ম, তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে৷ তিনি শুধু শিশুর জন্ম দিয়েই খালাস৷ চলতি কথায় তিনি হলেন সারোগেট মাদার৷ পুত্রসন্তান পাওয়ায় ভীষণ খুশি ৬২ বছর বয়স্ক এল্টন জন ও তাঁর পার্টনার ৪৮ বছর বয়স্ক ক্যানাডিয়ান চলচ্চিত্রকার ফার্নিশ৷ এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘‘এই বিশেষ মুহূর্তে আমরা খুশি আর আনন্দে আপ্লুত৷ জ্যাকারি সুস্থ আছে, ভাল আছে৷ বাবামা হিসেবে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত৷''

উল্লেখ্য এল্টন জন ও ফার্নিশ ২০০৫ সালে ইংল্যান্ডে বিয়ে করেন৷ সমকামী বিবাহের ক্ষেত্রে এই বিয়ে ছিল এক বড় ঘটনা৷ স্টার গায়ক এল্টন জন একবার ১৪ মাসের একটি ছেলেকে দত্তক নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন৷ শিশুটি ছিল ইউক্রেনের একটি এতিমখানার৷ আইন বাধা হয়ে ওঠে৷ এরপরই তাঁর সমকামী জীবনসঙ্গীকে বিয়ে করেন তিনি৷

খুবই গোপন রাখা হয়েছিল শিশুটির জন্মের কথা৷ গত সোমবারে প্রথমবারের মত জাকারির জ্যাকসনের জন্মের কথা প্রকাশিত হয় ইউএস ম্যাগাজিন ডট কমে৷ এবং এই খবরটি বার্তা সংস্থার কাছে নিশ্চিত করে লজ এঞ্জেলেসে এল্টন জনের ঘনিষ্ঠ মহলের একজন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ