বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি তুলে দেয়া হয়েছিল কয়েক বছর আগে৷ কিন্তু সম্প্রতি সেই শর্ত ফিরিয়ে আনা হয়েছে বলে লিখেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ছবি: Faisal Ahmed/DW
বিজ্ঞাপন
গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়৷
বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ৷
পত্রিকাটির প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে৷’’
প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, ‘‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত৷’’ তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়৷ তখন এই বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি বলে লিখেছে দ্য ডেইলি স্টার৷
২০২১ সালের ২২ মে জেরুসালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, ‘‘ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ৷’’
এরপর ২৩ মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘‘বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি৷ ওনার কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল' থেকে ‘একসেপ্ট ইসরায়েল' অংশটি বাদ গেছে৷ এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে৷’’
তিনি বলেছিলেন, ‘‘নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত (except Israel)’ না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে৷ বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না৷’’
শক্তিশালী পাসপোর্ট: কোন দেশের কেমন অবস্থান?
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ ২০২৫ সালের সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
ছবি: picture alliance/Bildagentur-online/Tetra
যেভাবে সূচকটি তৈরি
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিট (আইএটিএ) এর এই তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷
ছবি: imago/Paul von Stroheim
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
এ বছরের সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
ছবি: imago/AFLO
সার্কে শক্তিশালী মালদ্বীপ
সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৬তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম) ও পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম৷ নেপাল ১০১তম৷ ভারতের অবস্থান ৮৫তম। র্যাংকিং-এ মালদ্বীপের অবস্থান ৫৩৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
বাংলাদেশের উন্নতি
শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ১৪৮টি দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয়।
হেনলির তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: picture-alliance/Huber
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Maharjan
6 ছবি1 | 6
সেই ঘটনার পর থেকে বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত' যুক্ত করার জন্য বিভিন্ন পর্যায় থেকে দাবি তোলা হয়েছে বলে লিখেছে দ্য ডেইলি স্টার৷ শনিবার ঢাকায় ‘মার্চ ফর গাজা' থেকে যেসব দাবি তোলা হয়েছে, তার মধ্যেও এই দাবি ছিল৷
এদিকে, রোববার গাজা উপত্যকায় একটি হাসপাতালে ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা৷ এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ হাসপাতালটিতে হামাসের ‘কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার' ছিল বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী৷ একইদিনে গাজায় আরেক বিমান হামলায় সাত ব্যক্তি নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় ভাই ছিলেন৷ নিহতরা ত্রাণ বিতরণ করছিলেন বলে জানিয়েছে সেই হামলার প্রতক্ষ্যদর্শীরা৷
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃত ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত৷
হামাসের সেই হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা, অভিযান ও যুদ্ধে এখন অবধি ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ গাজায় শান্তি ফেরাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সমাবেশ দেখা যাচ্ছে৷
এআই/এসিবি (দ্য ডেইলি স্টার, এপি)
শক্তিশালী পাসপোর্ট: কোন দেশের কেমন অবস্থান?
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ ২০২৫ সালের সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
ছবি: picture alliance/Bildagentur-online/Tetra
যেভাবে সূচকটি তৈরি
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিট (আইএটিএ) এর এই তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷
ছবি: imago/Paul von Stroheim
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
এ বছরের সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
ছবি: imago/AFLO
সার্কে শক্তিশালী মালদ্বীপ
সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৬তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম) ও পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম৷ নেপাল ১০১তম৷ ভারতের অবস্থান ৮৫তম। র্যাংকিং-এ মালদ্বীপের অবস্থান ৫৩৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
বাংলাদেশের উন্নতি
শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ১৪৮টি দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয়।