পুনর্ব্যবহারযোগ্য উপকরণকে আকর্ষণীয় করে তুলছে এক ডাচ কোম্পানি
১৭ ডিসেম্বর ২০২০
রিসাইক্লিং শুধু আদর্শগত কারণে চাপিয়ে দিলে চলবে না, পুনর্ব্যবহৃত বস্তুগুলি টেকসই ও আকর্ষণীয়ও হতে হবে৷ বিশেষ করে নেদারল্যান্ডসে নির্মাণের ক্ষেত্রে বেশ কয়েকটি দৃষ্টান্ত চোখে পড়ার মতো৷
বিজ্ঞাপন
গোটা বিশ্বে আপসাইক্লিং প্রক্রিয়ার অসংখ্য চমকপ্রদ উদাহরণ রয়েছে৷ কিন্তু নির্মাণের ক্ষেত্রে রিসাইক্লিং কেন এখনো প্রচলিত হয়ে ওঠে নি? এমন উপকরণ বাজারে এসে গেছে, দামও বেশি নয়৷ তাতেও কেন কাজ হচ্ছে না? নেস্ট কোম্পানির ইনোভেশন ম্যানেজার এনরিকো মার্কেসি এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘‘মূলত সিদ্ধান্তের কারণেই এমনটা ঘটছে৷ আমরা দেখতে পাচ্ছি, যে নানা রকম অনিশ্চয়তার কারণে মানুষ এ বিষয়ে বিভ্রান্তিতে ভোগে৷ বিশেষ করে আইন ও পরিকল্পনার অনেক বিষয় তাদের জানা নেই৷ তাছাড়া নতুন কোনো প্রবণতা প্রায়ই অনিশ্চয়তা সৃষ্টি করে৷ ফলে মানুষ দমে যায়৷ আমাদের কাছে সেটাই সবচেয়ে বড় বাধা৷’’
অন্যান্য দেশ এ ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে৷ যেমন নেদারল্যান্ডসে জঞ্জাল দিয়ে ইট তৈরি হচ্ছে৷ আমস্টারডাম শহরের দক্ষিণে এক ইট ভাটায় সেগুলি তৈরি হয়েছে৷ আদিম যুগের মতো হাতে করেই এই ইট তৈরি করা হয়েছে৷ ‘স্টোনরিসাইক্লিং’ নামের এক স্টার্টআপ কোম্পানি সেগুলিকে সম্বল করেই কাজ করছে৷ মূলত ভাঙা বাড়িঘর ও কলকারখানার বর্জ্য পুনর্ব্যবহার করেই এই ইট তৈরি করা হয়৷ এই উদ্যোগের সহ প্রতিষ্ঠাতা ভার্ড মাসা বলেন, ‘‘এই ইটের মধ্যে মজার কাহিনিও লুকিয়ে রয়েছে৷ আমার হাতের বস্তুটি আগে টয়লেট সিট, বেসিন অথবা রান্নাঘরের সেরামিক টাইল ছিল৷’’
বৈচিত্র্যময় ও দায়িত্বশীল পৃথিবী চিনবেন যেখানে
লোনলি প্ল্যানেটের ২০২১ সালের উল্লেখযোগ্য ভ্রমণের তালিকায় উঠে এসেছে বিভিন্ন সচেতন উদ্যোগের, শহরের কথা৷ বাছাই ১০ দেখুন এই ছবিঘরে...
ছবি: Rocky Mountaineer
ইতিহাসের সাথে বাস্তব মিশিয়ে
সিরিয়ায় যুদ্ধের কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে জার্মানির বার্লিনে আসেন হেশাম মোয়াদামানি৷ এখন পড়াশোনার পাশাপাশি ‘রিফিউজি ভয়েসেস ট্যুর’ নামের একটি ট্যুর পরিচালন করেন তিনি, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জার্মানিতে অভিবাসনের ইতিহাসকে মেলাতে শেখান তিনি৷ এই ট্যুরটি লোনলি প্ল্যানেটের তালিকায় স্থান পেয়েছে ‘পরিবর্তিত বিশ্বে পরিবর্তিত ধরনের ভ্রমণ’ বিভাগে৷
ছবি: Refugee Voices Tours
গৃহহীনদের চোখে
যুক্তরাজ্যের ‘ইনভিজিবল সিটিজ’ বা অদৃশ্য শহর নামের এই প্রকল্প পর্যটকদের গৃহহীনদের দৃষ্টিভঙ্গিতে কোনো শহরকে দেখায়৷ এই কাজের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গৃহহীনদের আগে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এরপর এই কাজ থেকে উপার্জনও করতে পারেন গৃহহীনরা৷
ছবি: Imago/Westend61/W. Dieterich
ফ্যারো দ্বীপের গল্প
ডেনমার্কের অংশের এই দ্বীপ পর্যটকদের কাছে আকর্ষণীয় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়৷ এখানের সমষ্টিগত জীবনও ধীরে ধীরে মানুষের আগ্রহ বাড়াচ্ছে৷ যেমন প্রতি বছর এপ্রিল মাসে এই দ্বীপ পর্যটনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে৷ সেই সময়, স্থানীয়রা একশজন স্বেচ্ছাসেবীদের নিযুক্ত করেন দ্বীপের নানাবিধ রাস্তা-সারাই ও অন্যান্য মেরামতির কাজে৷
ছবি: Micha Korb/picture alliance
ইথিওপিয়ার টেসফা ট্যুরস
ইথিওপিয়ার টেসফা ট্যুরস এই তালিকায় স্থান কেড়ে নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভ্রমণের চেতনাকে ছড়িয়ে দেবার কারণে৷ এখানে স্থানীয়রাই বাইরে থেকে আসা পর্যটকদের এই অঞ্চল ঘুরিয়ে দেখান৷ ফলে, প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করার সাথে এখানের জীবনযাপন ও লোক-ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারেন পর্যটকরা৷
ছবি: Karsten Wrobel/imageBROKER/picture alliance
কলম্বিয়ার মেডেয়িন
বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরগুলির তালিকা থেকে লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকা - দুটিতেই জায়গা করে নিয়েছে কলম্বিয়ার শহর মেডেয়িন৷ অত্যাধুনিক পরিবেশবান্ধব গণপরিবহন কেড়েছে বিশ্বের বহু পর্যটকদের নজর৷ বর্তমানে, দারিদ্র্য ও অপরাধের অতীতকে পেছনে ফেলে নাচ-গান-পর্যটনের আদর্শ মেলবন্ধনের নজির এই শহর৷
ইটালিয়ান কবি ও দার্শনিক দান্তে আলিঘিয়েরির নামে নাম রাখা হয়েছে ইটালির রাভেনা থেকে ফ্লোরেন্সের একটি ট্রেক-পথের৷ ‘লে ভিয়ে দি দান্তে’ নামের এই ট্রেক-পথে হাঁটতে হাঁটতে এই বিখ্যাত কবিকে আরও ভালোভাবে চিনতে পারবেন ট্রেকাররা৷ সাথে, পরিবেশবান্ধব হোটেলে রাত্রিযাপনও এই ৩৯৫ কিলোমিটার দীর্ঘ ট্রেকের অংশ৷
ছবি: Thomas Grimm
অ্যান্টিগুয়া ও বারবুডা দ্বীপ
২০১৭ সালে হারিকেন আরমা তছনছ করে দেয় ক্যারিবীয় এই দুটি দ্বীপকে৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ন্ত জলসীমা আস্তে আস্তে গ্রাস করছে এই দ্বীপদ্বয়কে৷ তাই, পরিবেশবান্ধব পর্যটনই এই দ্বীপের মূল স্লোগান৷ প্লাস্টিক ও পলিস্টিরিনের যে কোনো পণ্য এই দ্বীপে নিষিদ্ধ৷
অত্যাধুনিক ও বিলাসবহুল হলেও পরিবেশবান্ধবতা থেকে একচুল নড়েনি ক্যানাডার রকি পর্বতমালার ট্রেন ‘রকি মাউন্টেনিয়ার’৷ এই ট্রেনের কার্বন নিঃসরণ মাত্রা অত্যন্ত কম৷ আর বিলাসিতার অঙ্গ হিসাবে রয়েছে লিফট, দৃষ্টিনন্দন আসবাব, বড় জানালা ও রেস্টুরেন্টও৷
ছবি: Ken Paul/All Canada Photos/picture alliance
বৈচিত্র্যের কারণে তালিকায় যারা
জর্ডানের আম্মান শহর বিখ্যাত তার লেভান্টাইন ও বেদুইন ধারার কারণে৷ পাশাপাশি, এই শহর বহু দশক ধরে বজায় রেখেছে তার সংগীত, কলা ও নানাধর্মী চিন্তার অভ্যাস৷ একাধিক ইতিহাসের মিলনস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম নিদর্শন এই শহর ২০২১ সালের লোনলি প্ল্যানেটের দর্শনীয় স্থানের তালিকায়৷
ছবি: Mohammad Abu Ghosh/Xinhua News Agency/picture alliance
‘হুইল দ্য ওয়ার্ল্ড’
পর্যটনে বৈচিত্র্য ও সাম্য আনার অভিনব চেষ্টার ফলে তালিকায় এসেছে ক্যালিফোর্নিয়ার সংস্থা ‘হুইল দ্য ওয়ার্ল্ড’৷ তিরিশটিরও বেশি হুইলচেয়ার-বান্ধব ভ্রমণ-ট্যুর রয়েছে তাদের পরিষেবায়, যা থেকে বাদ পড়েনি মাচ্চুপিচ্চু বা স্কাইডাইভিং বা মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতাও৷
ছবি: Wheel the World
10 ছবি1 | 10
পাথরের পুনর্ব্যবহারের প্রবণতাও এক বছর ধরে বেড়ে চলেছে৷ রঙিন ইটগুলির দাম বেশি হলেও অনেক বিক্রি হচ্ছে৷ ভার্ড মাসা বলেন, ‘‘এই রংকে আমরা ‘সল্ট অ্যান্ড পেপার' বলি৷ এই রং নুগা এবং অন্যটি সালামি৷ সবসময়ে ডিজাইন ও টেকসই বিষয়ের মধ্যে মেলবন্ধন ঘটানো হয়৷ মানুষ সুন্দর কিছু কিনতে চায়৷ কোনো কিছু একই সঙ্গে সুন্দর ও টেকসই হলে তো কথাই নেই৷ টেকসই হলেও কেউ তো কুৎসিত দেখতে বাড়িতে থাকতে চাইবে না!''
ইউরোপের অনেক নতুন অথবা সংস্কার করা বাসভবনে এই রঙিন পাথর শোভা পাচ্ছে৷ নেদারল্যান্ডস নির্মাণের ক্ষেত্রে রিসাইক্লিং প্রবণতার অন্যতম পথিকৃত৷ ২০৫০ সালের মধ্যে দেশটি সব জঞ্জাল পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ হাসিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ভার্ড মাসা মনে করেন, ‘‘সার্কুলার ইকোনমিতে রূপান্তরের প্রক্রিয়া তরান্বিত করার একটি মাত্র সমাধানসূত্র রয়েছে৷ এ ক্ষেত্রে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে, শুধু করের ক্ষেত্রে ছাড় দিলে চলবে না৷ সেটা প্রথম পদক্ষেপ হতে পারে৷ মানুষ কোনো টেকসই উপকরণ ব্যবহার না করলে জরিমানা করতে হবে৷''
নেস্ট কোম্পানির ইনোভেশন ম্যানেজার হিসেবে এনরিকো মার্কেসি মনে করেন, ‘‘এটাই সেরা সময়৷ বিষয়টি যথেষ্ট অর্থবহ, মানুষ এর মর্ম বুঝবে৷ এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় না৷ তবে পরিবর্তনের জন্য সময় লাগবে৷ গত দেড়শো বছর ধরে আমাদের নির্মাণ শিল্প গড়ে উঠেছে এবং আজকের অবস্থায় পৌঁছেছে৷ বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় শাখা হয়ে উঠেছে৷ অতএব রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়৷
রাতারাতি না হলেও যত দ্রুত সম্ভব এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে৷ হাতে বেশি সময় নেই৷
মেলি জেন/এসবি
অ্যামস্টারডম কেন পর্যটকদের পছন্দ
নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডম৷ বুক চিরে বয়ে যাওয়া খাল, সাইকেলের আধিক্য, রেনেসাঁ যুগের শিল্প যেমন পর্যটকদের টানে, তেমনি যৌনতার জাদুঘর, ঐতিহাসিক পতিতাপল্লী ও অবাধ গাঁজা শহরটিকে আলাদা করে চেনায়৷
ছবি: picture-alliance/dpa/ANP/K. Van Weel
খালের শহর
১০০ কিলোমিটার বিস্তৃত খাল প্রবাহিত হচ্ছে গোটা অ্যামস্টারডম শহরের বুক চিরে৷ ১৭ শতকে এই খাল কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে৷ সেসময় অ্যামস্টারডম ছিল বিশ্বের অন্যতম ধনী শহর আর ব্যস্ততম বন্দর নগরী৷ বর্তমানে এই খালগুলোই সেখানকার মানুষের নিত্য যাতায়তের মাধ্যম আর পর্যটকদের ভ্রমণ আকর্ষণ৷
ছবি: picture-alliance/dpa/W. Grubitzsch
দ্বিচক্রযান
নৌকাভ্রমণ ভালো না লাগলে স্থলে বাইসাইকেল হতে পারে সবচেয়ে ভাল পছন্দ৷ ৮ লাখের বেশি সাইকেলের শহর অ্যামস্টারডমে মানুষের চেয়ে এই দ্বিচক্রযানের সংখ্যাই বেশি৷ সেখানকার বাসিন্দারাই শুধু নন শহরটিতে যারা ঘুরতে যান সাইকেলে চেপে অ্যামস্টারডম ঘুরে দেখার সুযোগ হাতছাড়া করেন না তাদের অনেকেও৷
ছবি: picture-alliance/dpa/ANP/R. De Waal
শিল্প সম্ভার
শিল্পপ্রেমীদের কাছেও আকর্ষণীয় শহর অ্যামস্টারডম৷ রেমব্রান্ট, হালস, ফেরমিয়ারের মতো জগদ্বিখ্যাত শিল্পীদের শিল্পসম্ভার নিয়ে আছে রাইক্স মুজিউম বা মিউজিয়াম৷ রেমব্রান্টের ‘দ্য নাইট ওয়াচ’ চিত্রকর্মটি দেখতে হলেও আপনাকে এখানে আসতে হবে৷
ছবি: picture-alliance/RIA Novosti/A. Kudenko
সূর্যমুখীর ধাঁধা
নেদারল্যান্ডসের কথা বললে শিল্প প্রেমীদের কাছে অবশ্য সবার আগে ভিনসেন্ট ফান গখকে মনে পড়বে৷ তাঁর ৭০০ পেইন্টিং আর ড্রয়িং নিয়ে আছে ফান গখ জাদুঘর৷ ২০১৫ সালে জাদুঘরটির চারপাশে তৈরি করা হয়েছে সূর্যমুখীর মেইজ বা গোলকধাঁধা৷ কেন সূর্যমুখী, সেটি ঠিকই জানেন ফান গখ প্রেমীরা৷
ছবি: picture-alliance/dpa/R.de Waal
সেই মেয়েটি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ২ বছর একটি বাড়িতে বন্দী থেকে মৃত্যু হয় মেয়েটির৷ সেই সময়কার কথা সে লিখে রেখেছিল হৃদয়স্পর্শী বর্ণনায় ডায়রির পাতায়৷ যা পরে অনুবাদ হয়েছে ৬০টি ভাষায়৷ আনা ফ্রাংক নামের সেই মেয়েটি লুকিয়ে ছিলো এই বাড়িরই এক চিলেকোঠায়৷ যা এখন একটি জাদুঘর৷
ছবি: picture-alliance/dpa/J. Vrijdag
ডাচ উৎসব
ইতিহাস, শিল্প আর চোখ জুড়ানো স্থাপত্য, সব মিলিয়ে অ্যামস্টারডম রঙীন সব মুহূর্ত কাটানোর জন্য অসাধারণ এক শহর৷ আর কোনো উৎসবের সময় যদি সেখানে গিয়ে হাজির হন, তাহলে তো কথাই নেই৷ যেমন ৫ মে নেদারল্যান্ডসের স্বাধীনতা দিবসের দিনে৷ গোটা শহর, তার খাল, পথ ঘাট সবই যেন প্রাণপ্রাচুর্যে ভরে ওঠে৷
ছবি: picture-alliance/dpa/R. Utrecht
লাল বাতির নগরী
নগরীর ভেতের বিশ্বের অন্যতম বৃহৎ যৌন পল্লীটি অ্যামস্টারডমের ঐতিহাসিক খ্যাতিকে কিছুটা প্রশ্নের মুখে ফেলতে পারে৷ তবে এটি এখন অনেক সমাজ গবেষকের কাছেও প্রিয় গন্তব্য৷ কেননা সেখানে আছে যৌনতার ইতিহাস আর সংস্কৃতি নিয়ে বিশ্বের সবচেয়ে পুরাতন যৌন জাদুঘর ভেনুসটেম্পেল৷ আছে পতিতাবৃত্তি নিয়ে বিশ্বের প্রথম জাদুঘরও৷
ছবি: picture-alliance/dpa/R. Utrecht
গাঁজায় বুদ
অ্যামস্টারডমের বৈচিত্র্যময় সংস্কৃতি আর উদারতার কিছু দিক অনেকের ভাল নাও লাগতে পারে৷ অ্যামস্টারডম বিখ্যাত গাঁজা খাওয়ার অনুমোদন দেয়ার কারণেও৷ গাঁজা সেবনে কোনো বাধা নেই এই শহরে৷ তাতে পর্যটকরা চান বা না চান বিশেষ এই দ্রব্যটির ধোঁয়ার ঘ্রাণ নাকে আসতেই পারে৷ আবার অনেকে এই টানেও শহরটিতে বারবার ছুটে আসে৷
ছবি: picture-alliance/dpa/S. Stache
আধুনিক স্থাপত্য
অ্যামস্টারডমের বাড়ি ঘরের নকশায় বরাবরই ঐতিহ্যের ছোঁয়া থাকে৷ কিন্তু তাই বলে আধুনিক স্থাপত্য বিমুখও তারা নয়৷ রেনেসাঁ যুগের বিপরীত ধর্মী এমন চোখ ধাধানো নকশার ভবনও তাই দেখা মিলবে শহরের পথে পথে৷