পুনর্ব্যবহারযোগ্য পিরিয়ড পণ্যে ‘চিরস্থায়ী রাসায়নিক'
২ আগস্ট ২০২৫
ইন্ডিয়ানার নটর ডেম বিশ্ববিদ্যালয়ের গবেষক দল উত্তর অ্যামেরিকা, দক্ষিণ অ্যামেরিকা এবং ইউরোপ থেকে সংগ্রহ করা ৫৯টি পুনর্ব্যবহারযোগ্য মাসিকের পণ্য পরীক্ষা করেছেন৷ এর মধ্যে ছিল পিরিয়ড আন্ডারওয়্যার, মেনস্ট্রুয়াল কাপ এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাড৷ পরীক্ষায় দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ পণ্যে এই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়েছে৷
‘চিরস্থায়ী রাসায়নিক' কী?
পিএফএএস বা পারফ্লুরোঅ্যালকাইল এবং পলিফ্লুরোঅ্যালকাইল নামের রাসায়নিক পদার্থটি ‘চিরস্থায়ী রাসায়নিক' নামে পরিচিত৷ এমন নামের কারণ হলো, এটি প্রকৃতিতে কখনো বিয়োজিত হয় না এবং পরিবেশে চিরকাল টিকে থাকে৷ জার্মান বিষবিজ্ঞানী মারিকে কোলসা-গেহরিং বলেছেন, ‘‘পিএফএএস প্রজনন ক্ষমতা, শুক্রাণুর গুণগতমান, এমনকি গর্ভের সন্তানের বিকাশেও বিরূপ প্রভাব ফেলতে পারে৷''
রাসায়নিকটি দুইভাবে শরীরে ঢুকতে পারে৷ গবেষকেরা বলছেন, এটি সরসারি ত্বকের মাধ্যমে শরীরে ঢুকতে পারে এবং পরোক্ষভাবে পরিবেশে মিশে পানি ও খাদ্যচক্রের মাধ্যমে মানবশরীরে ঢুকতে পারে৷
গবেষকদের সতর্ককতা
গবেষক দল তাদের পরীক্ষায় দেখতে পেয়েছেন, কিছু পণ্যে পিএফএএস-এর মাত্রা কম৷ যা প্যাকেজিং থেকে আসা অবশিষ্টাংশ বলে ধাারণা করা হচ্ছে৷ কিন্তু কিছু পণ্যে এর মাত্রা এতটাই বেশি যে, তারা বুঝতে পেরেছেন উৎপাদন প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে পিএফএএস ব্যবহার করা হয়েছে৷ গবেষক গ্রাহাম পিসলি বলেছেন, ‘‘আমরা কিছু পণ্যে পিএফএএস পেয়েছি, সবগুলোতে নয়৷'' তিনি আরো বলেন, ১-৫০ শতাংশ পিএফএএস ত্বকের মাধ্যমে শোষিত হতে পারে৷
‘পরিবেশবান্ধব' হিসেবে প্রচার পাওয়া এসব পণ্যে পিএফএএস-এর উপস্থিতি, পণ্যগুলোর মানকে প্রশ্নবিদ্ধ করেছে৷ কোন ব্র্যান্ডের পণ্যে এই ভয়ঙ্কর রাসায়নিক পাওয়া গেছে, তা অবশ্য প্রকাশ করেননি গবেষকেরা৷ কারণ, আইনি জটিলতা এড়াতে চেয়েছেন তারা৷
ক্রেতার দায়িত্ব
গবেষক জানিয়েছেন, উৎপাদনকারীদের জন্য তাদের পণ্য থেকে পিএফএএস বাদ দেওয়া আরো সাশ্রয়ী হবে, কারণ এই উপাদানগুলো ব্যয়বহুল৷ পিসলি মনে করেন, ক্রেতাদের চাপেই কোম্পানিগুলো পিএফএএস মুক্ত পণ্য তৈরিতে বাধ্য হবে৷ ক্রেতাদের প্রশ্ন করা উচিত, পণ্যে পিএফএএস আছে কি না৷ চাহিদা থাকলে কোম্পানিগুলো পরীক্ষা করবে এবং পিএফএএস মুক্ত পণ্যের কথা জানাবে৷
পিএফএএস এর কারণে ক্যানসার, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, টিকার কার্যকারিতা কমে যাওয়া, থাইরয়েড সমস্যা এবং উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে৷
ক্লারা ব্লাইকার/এসএসজি