1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামারোমানিয়া

পুরনো কাঠে নতুন জীবন দেয় সিরিয়াস উড

২৯ নভেম্বর ২০২৪

পুরনো কাঠকে নতুন জীবন দান - মিহাই চকুর এবং তার প্রতিষ্ঠান সিরিয়াস উডের এটাই লক্ষ্য৷ পুরনো ওক বীম দিয়ে আসবাবপত্র তৈরি করেন তিনি৷

সিরিয়াস উড এর প্রতিষ্ঠাতা মিহাই চাকুর
ব্যবহৃত কাঠকে নতুন জীবন দিতে চান সিরিয়াস উড এর প্রতিষ্ঠাতা মিহাই চাকুরছবি: Alexandra Bidian/DW

সেগুলো আবার সংগ্রহ করা হয় রোমানিয়ার বিভিন্ন গ্রাম থেকে৷ পুরনো গুদাম এবং ঘর-বাড়ি প্রায়ই ভেঙে ফেলা হয়৷ চকুর সেসব গুরুত্বপূর্ণ কাঠ সংগ্রহ করেন যা হয়ত ফেলে দেয়া হতো বা জ্বালানি হিসেবে পোড়ানো হতো৷  

এক নতুন সূচনা, এবং এক বড় ঝুঁকি৷ প্রথম বছরগুলোতে মিহাই চকুর এবং তার বন্ধুরা তাদের সব আয় দিয়ে যন্ত্রপাতি এবং সরঞ্জাম কিনেছেন৷ এখন তারা তাদের কাজ দিয়ে জীবন চালাতে পারছেন৷

চকুর তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভিন্ন কিছু করতে চেয়েছেন৷ তিনি বোঝাতে চেয়েছেন যে পুরনো জিনিসেরও গুরুত্ব আছে এবং সেগুলো ফেলে দিয়ে নতুন কিছু কেনাই একমাত্র সমাধান নয়৷ পুরনো ওক বীম ব্যবহার করে আসবাবপত্র তৈরি করেন তিনি৷ সিরিয়াস উডের মিহাই চকুর বলেন, ‘‘আমাদের কাজের কারণে কোনো গাছ মরে না৷ এবং আমরা যা করছি, মানে পুনর্ব্যবহার, তা অন্যরাও করতে পারেন৷ যা রক্ষা করা যায় তা রক্ষা করা আর কী৷ আমরা ভোগবাদের সময়ে বসবাস করছি৷ সবকিছুই ভোগ, কেনায় মনোযোগী৷ আর সামান্য কয়েকজন পুর্নব্যবহার এবং পুরনোকে নতুন জীবন দেয়ায় আগ্রহী৷''

রোমানিয়ার কেন্দ্রের ট্রানসিলভেনিয়ার ছোট্ট শহর চিসনাদিয়ায় তার ওয়ার্কশপ৷ সিরিয়াস উডের মিহাই চকুর বলেন, ‘‘এখানে কিছু কাঠ রয়েছে৷ ওকের এই টুকরোগুলো প্রায় ৮০ বছরের পুরনো৷ আমি এগুলো ব্যবহার করে একটি শেল্ফ তৈরি করতে চাই৷''

ব্যবহৃত কাঠ থেকে আসবাব

03:52

This browser does not support the video element.

এরকম পুরনো কাঠ পেতে তিনি এবং তার ব্যবসায়িক অংশীদার সিলভিউ মলডোভান রোমানিয়া চষে বেড়ান৷ তারা পুরনো গুদামঘর এবং বাড়ি খুলে আনেন৷ প্রথম ভ্রমণে দুই সপ্তাহে তারা পুরো তিনটি বাড়ি খুলতে পেরেছিলেন৷ আগের প্রজন্মের কাজের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রয়েছে চকুরের৷ তিনি বলেন, ‘‘এই কাঠের জন্য অনেক কাজ করেছেন কারিগররা৷ কাঠ বাছাই থেকে পরিবহণ সবই হাতের কাজ ছিল৷ আমরা এটা বুঝে সেগুলোর প্রাপ্য গুরুত্ব দিতে পুনরায় ব্যবহার করছি৷''  

তার গ্রামের অনেক মানুষ অবশ্য এই ধারনাকে বিশেষ গুরুত্ব দেননি৷ কিন্তু চকুর মানেন যে পুরনো কাছের মান নতুন কাঠের চেয়ে ভালো৷ তিনি এবং তার স্কুল বন্ধু সিলভিউ মলডোভান ২০১৫ সালে সিরিয়াস উড শুরু করেন৷ প্রথমে তারা অনলাইনে এবং একটি স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন৷ চকুর আসলে একজন প্রশিক্ষিত শেফ যিনি স্পেন এবং জার্মানিতে কাজ করেছেন৷ কিন্তু তারপর পরিবারের দায়িত্ব এবং ঘরের প্রতি টান তাকে রোমানিয়াতে ফিরিয়ে নিয়েছে৷

মিহাই চকুর বলেন, ‘‘ব্যাপারটা বোঝায় পরিনত হয়েছিল৷ আমি আর মজা পাচ্ছিলাম না এবং পরিবর্তনের কথা ভাবছিলাম৷ যখন আপনি আর সুখি নন তখন ভালোভাবে কাজ চালিয়ে যাওয়া কঠিন৷ নিজের উপরে চাপ পড়ে৷ শুরুতে তাই এটা এক বড় পরিবর্তন ছিল৷ আমি আমার কমফোর্ট জোন থেকে পুরোপুরি বের হয়ে গিয়েছিলাম৷ কিন্তু আমি আমার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছি এবং আপনি যেভাবে চান সেভাবেই জীবনযাপন উচিত৷''

সিবিউর এস্ট্রা ওপেন এয়ার মিউজিয়ামের একটি কারুশিল্পের বাজার৷ সারা সপ্তাহ কাজ করার পরও চকুর এখানে তার ধারনা এবং প্রতিষ্ঠানের প্রচারের জন্য এসেছেন৷ মিহাই চকুর বলেন, ‘‘প্রকৃতিতে আমাদের ঘিরে যা আছে সেদিকে সবার মনোযোগী এবং মননশীল থাকা উচিত৷''

প্রায় দশবছর ধরে কাজ করছে সিরিয়াস উড৷ অনেক সংশয়বাদীর বিরুদ্ধে সংগ্রাম করে টিকতে হয়েছে প্রতিষ্ঠানটিকে৷ এখন অবশ্য তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে৷ 

প্রতিবেদন: আলেক্সজান্ড্রা বিডিয়ান/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ