1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো দিনের জঞ্জাল ও জীর্ণতা মুছে নববর্ষ বরণ

১৫ এপ্রিল ২০১১

জঞ্জাল ও জীর্ণতা মুছে নতুন দিনের আহ্বানে নববর্ষ বরণ করে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অভিযোগ, একদল লোক এখনও বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত৷

পুরনো বছরের সব জঞ্জাল ও জীর্ণতা মুছে ফেলে নতুন দিনের আহ্বানে নতুন বছরকে বরণ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দেশের মঙ্গল কামনা করে তিনি বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসুক৷ মন্ত্রিসভার সদস্য, দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন৷

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, নতুন বছর আমাদের জীবনে সুফল বয়ে আনবে৷ জনগণ শান্তি ও নিরাপত্তার মধ্যে বাঁচতে পারবে৷ রাজধানীসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানান তিনি৷

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিরোধীদল ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, সারাদেশের মানুষ যখন নববর্ষের উৎসবে উজ্জীবিত, তখন একদল লোক বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত৷ তারা এখন নানা হুমকি দিচ্ছে৷ তবে বর্তমান সরকার এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সচেষ্ট৷ বৃহস্পতিবার সকালে বর্ষবরণ উপলক্ষ্যে বাহাদুর শাহ পার্ক থেকে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার শুরুর সময় তিনি এ সব কথা বলেন৷

বাংলাদেশের মানুষ হৃদয় উৎসারিত আনন্দ হিল্লোলে বাংলা নববর্ষ - ১৪১৮ বরণ করেছে বললেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া৷ এক বিবৃতিতে তিনি একথা বলেন৷ বাংলা নববর্ষে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বেগম জিয়া বলেন, সুদীর্ঘকাল ধরে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ৷ অনন্তকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা কখনোই সফল হতে পারেনি৷ বাংলা নববর্ষ উপলক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বুধবার রাতে গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বেগম জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ