1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো পিয়ানোর ছবি তোলা তাঁর শখ

১ ফেব্রুয়ারি ২০১৯

ফ্রান্সের আলোকচিত্রী রোমান থিয়েরির শখ পুরনো ও পরিত্যক্ত পিয়ানোর ছবি তোলা৷ তিনি অবশ্য নিজেও একজন পিয়ানোবাদক৷

ছবি: DW

ইন্টারনেটের সাহায্যে ইউরোপের পরিত্যক্ত বিভিন্ন অভিজাত ভবনের খোঁজ পান থিয়েরি৷ এরপর সেখানে গিয়ে পিয়ানো খোঁজেন ও তার ছবি তোলেন৷ এ সব ছবি নিয়ে সম্প্রতি একটি বইও প্রকাশ করেছেন তিনি৷

থিয়েরি বলেন, ‘‘পিয়ানো আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ৷ তাই পিয়ানোর ছবি তোলা আমার কাছে গুরুত্বপূর্ণ৷ এমন পিয়ানো দেখলে সেগুলো বাজানোর মাধ্যমে আমি কিছুটা সম্মান জানানোর চেষ্টা করি৷ আমি এগুলো রক্ষা করতে চাই, কিন্তু কাজটা একটু জটিল৷’’

নিরাপত্তার খাতিরে কোথায় ছবি তোলেন, তা প্রকাশ করতে চান না তিনি৷

যে পিয়ানোবাদকের শখ ছবি তোলা

04:05

This browser does not support the video element.

নিজের তোলা ছবি নিয়ে সম্প্রতি ‘রিকোয়েম পোর পিয়ানো’ নামে একটি বই প্রকাশ করেছেন থিয়েরি৷ এর মাধ্যমে ফটোগ্রাফি ও সংগীতের প্রতি তাঁর ভালোবাসাও প্রকাশ পেয়েছে৷ তিনি বলেন, ‘‘পিয়ানোকে সবসময় সামনে রাখা হয়, কারণ এর মাধ্যমে আভিজাত্য ভাবটা ফুটে ওঠে৷ একসময় এই ভবনেরও মধ্যমনি হয়ে ছিল এই পিয়ানো৷ এবং এখনও সেটা আছে৷ কিন্তু আমার মনে হয়, ধ্বংসস্তূপে পরিণত হলেও দারুণ সব স্থাপত্যে সমৃদ্ধ এই ভবনে এখনও তার সোনালি সময়ের কিছু বিষয় অবশিষ্ট আছে৷ আর সেটিই আমার কাছে গুরুত্বপূর্ণ৷’’

থিয়েরি প্রায় দশ বছর ধরে পরিত্যক্ত পিয়ানোর ছবি তুলছেন৷ স্পেন, জার্মানি, চেক প্রজাতন্ত্র, ইউক্রেনসহ ইউরোপের বিভিন্ন দেশে ছবি তোলার মতো ভবন খুঁজে পান তিনি৷

সাধারণত ইন্টারনেটের মাধ্যমে এমন ভবনের খোঁজ পান থিয়েরি৷

ছবি তুলতে থিয়েরি এ বছর অস্ট্রিয়া আর পোর্তুগাল যেতে চান৷ এভাবে অতীতের কিছু বিষয় পুরোপুরি মুছে যাবার আগে সেগুলো ধরে রাখতে চান তিনি৷

ক্রিস্টিয়ান ভাইবেসান/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ