1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরনো পোশাক দিয়ে নতুন পোশাক বানান ল্যারি জে

১৪ জুলাই ২০২৩

ঘানা প্রতিমাসে গড়ে প্রায় ছয় হাজার টন পুরনো ও ব্যবহৃত পোশাক আমদানি করে৷ স্থানীয় ভাষায় একে বলা হয় ‘অব্রোনি ওয়ায়ু'- যার অর্থ ‘মৃত শ্বেতাঙ্গ মানুষের কাপড়'৷ ফ্যাশন ডিজাইনার ল্যারি জে এসব কাপড় দিয়ে নতুন কাপড় তৈরি করেন৷

ঘানার সবচেয়ে বড় সেকেন্ড-হ্যান্ড কাপড়ের বাজার কাটামান্টুর একজন নিয়মিত ক্রেতা ফ্যাশন ডিজাইনার ল্যারি জে
ঘানার সবচেয়ে বড় সেকেন্ড-হ্যান্ড কাপড়ের বাজার কাটামান্টুর একজন নিয়মিত ক্রেতা ফ্যাশন ডিজাইনার ল্যারি জেছবি: DW

ঘানার সবচেয়ে বড় সেকেন্ড-হ্যান্ড কাপড়ের বাজার কাটামান্টুর একজন নিয়মিত ক্রেতা ফ্যাশন ডিজাইনার ল্যারি জে৷ ঐ বাজারে প্রায় ৩০ হাজার ব্যবসায়ী কাজ করেন৷ সেখান থেকে কাপড় কিনে ল্যারি সেগুলো দিয়ে আধুনিক ক্রেতাদের জন্য ফ্যাশনেবল কাপড় তৈরি করেন৷

ল্যারি জাফারু মোহাম্মদ জানান, ‘‘সেকেন্ড হ্যান্ড কাপড় ব্যবহার করার প্রথম কারণ, আমাদের ব্র্যান্ড ল্যারি জে, আমরা পরিবেশের কথা অনেক ভাবি৷ সে কারণে পুরনো কাপড় যেন যেখানে-সেখানে পড়ে না থাকে, পানিতে মিশতে না পারে, সেই চেষ্টা করি৷ তাই স্থানীয় মার্কেট থেকে পুরনো কাপড় কিনে আমরা বাসায় নিয়ে আসি, তারপর সবাই মিলে বাছাই করি৷ এরপর সেগুলো কারিগরদের কাছে নিয়ে যাই৷ বেশিরভাগ কারিগর বুর্কিনা ফাসো বা মালি বা সেনেগাল থেকে এসেছেন৷ তারা এসব কাপড়ে তাদের টাই-ডাই দক্ষতা কাজে লাগান৷ এভাবে ল্যারি জে ব্র্যান্ডের কাপড় তৈরি হয়৷''

পরিসংখ্যান বলছে, ২০২১ সালে প্রায় ২১১ মিলিয়ন ডলারের পুরনো কাপড় আমদানি করেছিল ঘানা৷ এর বেশিরভাগই এসেছিল যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে৷ এসব কাপড়ের মধ্যে যেগুলোর মান খুব নিম্ন, সেগুলো ফেলে দেয়া হয়- যা আবর্জনার স্তূপে বর্জ্যের পরিমাণ বাড়ায় ও জলাশয়ে গিয়ে পড়ে৷

তিনি বলেন, ‘‘ব্র্যান্ডের একজন ডিজাইনার হিসেবে আমার অনুপ্রেরণার জায়গা হলো, আমি আমার পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা হলেও অবদান রাখতে পারছি৷ এছাড়া অনেককে চাকরি দিতে পারছি৷ ব্র্যান্ডটি মূলত শিল্প, বিভিন্ন আফ্রিকান সংস্কৃতি ও প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত৷ এই সবকিছু আমাদের ডিজাইনের নান্দনিকতার সাথে যুক্ত হয়৷ স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা পশ্চিমা কাপড়ের সঙ্গে আমাদের নকশা মিলিয়ে আমরা কাপড় তৈরি করি৷ এটাই ঘানার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে আমাদের অবদানের গল্প৷''

পরিবেশে বর্জ্যের পরিমাণ কমাতে পুরনো, ব্যবহৃত কাপড়ের আপ-সাইক্লিং করা উচিত বলে মনে করেন ল্যারি জে৷

মিরাবেল আলাসানি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ