1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুভ নববর্ষ

১ জানুয়ারি ২০১৩

বছর কেন, শতাব্দী কি সহস্রাব্দ বদলালেও রাজনীতি, অর্থনীতি, কম্পিউটার, কিছুই আটকে পড়ে না৷ তবুও নববর্ষ আনে এক আশা-উদ্দীপনার জোয়ার৷ সেটাই হয়ত প্রকৃতির নিয়ম, কেউ কেউ বলবেন মনুষ্যপ্রকৃতির৷

ছবি: Getty Images

নববর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় যাত্রাপালা শেষ হলো৷ যাত্রার নাম ‘ফিস্কাল ক্লিফ' বা আর্থিক খাড়াই৷ সেই খাড়াই থেকে দেশ যাতে ধড়াম করে পপাত ধরণীতলে না হয়, সেজন্য মার্কিন সেনেটে রিপাবলিকান-ডেমোক্র্যাটরা তাদের অনন্ত কাজিয়া অন্তত কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দেশের গাড্ডায় পড়াটা রুখেছে৷

নববর্ষে উপমহাদেশের দুই মহা বৈরী ভারত ও পাকিস্তান তাদের আণবিক কলকারখানার ফর্দ্দ বিনিময় করেছে৷ উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন দুই কোরিয়ার দিকে শ্বেত পারাবত উড়িয়েছেন এবং বেচাল দেখলে তাকে হাউই দিয়ে ভূপাতিত করার ভয় দেখাননি৷ হংকং'এ হাজার হাজার মানুষ তাদের অপ্রিয় নেতা লিয়ুং চুন-ইং'এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং আরো বেশি গণতন্ত্র দাবি করেছে৷

নববর্ষের আনন্দে মেতেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার...ছবি: Getty Images

অস্ট্রেলিয়ার বন্ডি সৌকতে নিউ ইয়ার্স পার্টি মাটি করেছে হাঙর আতঙ্ক৷ ফিলিপিনের নিউ ইয়ার পার্টিগুলিতে যথারীতি বহু মানুষ বাজি ফেটে এবং এলোমেলো গুলিচালনায় আহত হয়েছে৷ ওদিকে কর্তৃপক্ষ সিগারেট এবং সুরার উপর ‘সিন ট্যাক্স বা ‘পাপ কর' বসানোয় নেশাখোরদের মুখ ভার৷

তবে নববর্ষকে স্বাগত জানানোর ব্যাপারে অস্ট্রেলিয়ার সিডনি হার্বর, বার্লিনের পার্টি মাইল, লন্ডন আই অথবা নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের জুড়ি নেই৷ খানিকটা রেষারেষিও যে নেই, এমন নয়৷ বার্লিন বলে, নিউ ইয়র্কের ওটা তো একটা সংগঠিত অনুষ্ঠান, আসল পার্টি করি আমরা৷ এবার যেমন ব্রান্ডেনবুর্গ তোরণে দশ লক্ষ মানুষ একসঙ্গে গাংনাম স্টাইল নেচে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'এ ঢোকার চেষ্টা করেছে৷ ওদিকে ঠিক মধ্যরাত্রে গোটা এগারো মিনিট ধরে আতশবাজি পোড়ে, ছ'হাজার হাউই ওঠে বার্লিনের আকাশে, ফেটে ফুলঝুরি হয়ে ছড়িয়ে পড়ে৷

ভারতে এবার নবনর্ষ পালন হচ্ছে কোনোরকম জাকজমক ছাড়াই...ছবি: Getty Images

সিডনি'তে এবার ফেটেছে সাত টন ওজনের আতশবাজি, তার মধ্যে পটকাই ছিল এক লাখ৷ তবে দুনিয়ার সর্বত্রই যে মানুষ বাজি পোড়াতে আর ফুর্তি করতেই ব্যস্ত ছিল, এমন নয়৷ জাপানে নববর্ষ হলো শিন্টো মন্দিরে গিয়ে প্রার্থনা করার সময়৷ আর ভারতের রাজধানীতে এবার গণধর্ষণের শিকার হয়ে যে ২৩ বছরের তরুণী প্রাণ হারিয়েছে, তাঁর স্মৃতি ও দুঃসহ শোক মানুষকে স্তব্ধ করে দিয়েছে: জিমখানা ক্লাব এবং অশোকা হেটেলের মতো প্রতিষ্ঠান তাদের নববর্ষের উৎসব বাতিল করেছে৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ