একদিকে সন্ত্রাস দমন জোট, অন্যদিকে বিক্ষুব্ধদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি৷ সৌদি ব্লগার রাইফ বাদাউয়ি সরকারের রোষের শিকার হয়ে কারাবন্দি৷ তাঁর স্ত্রী এনসাফ হায়দার স্ট্রাসবুর্গে তাঁর স্বামীর হয়ে সাখারভ পুরস্কার গ্রহণ করলেন৷
বিজ্ঞাপন
বুধবার দুপুরে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে সাখারভ পুরস্কার গ্রহণ করেন এনসাফ হায়দার৷
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সামনে এনসাফ হায়দার তাঁর স্বামীর পরিস্থিতি তুলে ধরেন৷
প্রশ্ন হলো, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব কি বাদাউয়িকে শেষ পর্যন্ত মুক্তি দেবে? বুধবার স্বামীর হয়ে পুরস্কার গ্রহণ করার আগে এনসাফ হায়দার একটি সাক্ষাৎকারে এ বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন৷
সৌদি আরবে মানবাধিকার, নারী অধিকার ও মত প্রকাশের অধিকারের অভাব নিয়ে বিতর্কের শেষ নেই৷ সম্প্রতি এক সংস্কারের মাধ্যমে নারীদের ভোটাধিকার ও প্রশাসনে নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে৷
সামান্য এই অগ্রগতি অবশ্য অন্যান্য ক্ষেত্রে সৌদি আরবের বিতর্কিত ভূমিকা আড়াল করতে পারছে না৷ ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম দেশগুলির একটি জোট গঠন করেও সমালোচনার মুখে পড়েছে সে দেশ৷ এমনকি সেই ‘জোট'-এর কয়েকটি দেশের সরকারও বিস্ময় প্রকাশ করছে৷
এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশ যাতে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ না করে, সেই মর্মে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল৷
দ্য বব্স ২০১৫-র পুরস্কার বিতরণী
শেষ হলো বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ২০১৫-র পুরস্কার বিতরণী৷ ছবিঘরে দেখুন তারই কিছু উল্লেখযোগ্য মুহূর্ত৷
ছবি: DW/M. Magunia
বব্স ২০১৫
এবারে ছিল দ্য বব্স-এর ১১তম আয়োজন৷ গ্লোবাল মিডিয়া ফোরাম-এর দ্বিতীয় দিনের বিকেলে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার৷
বাদাউয়ির জন্য ‘ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড’
এবারের নতুন সংযোজন ছিল ‘ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড’৷ পুরস্কার জিতেছেন সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়ি৷ তাঁর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড এবং ১ হাজার দোররার শাস্তি ঘোষণা করেছে সৌদি আদালত৷ বাদাউয়ি এখন কারাবন্দি৷
ছবি: DW/M. Magunia
গ্রুপ ছবি
এবার ছবি তোলার পালা৷ বাঁ থেকে ডানে: প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বিভাগের বিজয়ী ‘রেনকো ইলেক্ট্রোনিকো’-র সদস্য রুবেন, ডিডাব্লিউ-র মহাপরিচালক পিটার লিমবুর্গ, সামাজিক পরিবর্তন পুরস্কার জয়ী বাংলাদেশের মুক্তমনা ব্লগের রাফিদা আহমেদ বন্যা, সাইট অনলাইনের সম্পাদক ইয়োখেন ভাগনার, আর্টস অ্যান্ড মিডিয়া বিভাগে জয়ী ‘জয়তুন, দ্য লিটেল রিফিউজ’-র প্রতিনিধি ও তিন বিচারক রেনাটা আভিলা, নেইলা নাখাভাটি এবং শহিদুল আলম৷
ছবি: DW/M. Müller
সেল্ফি
অনুষ্ঠান শেষে সেল্ফি তুলছেন দুই জুরি সদস্য রেনাটা আভিলা (গুয়াতেমালা) এবং নেইলা নাখাভাটি (স্পেন/সিরিয়া)৷
ছবি: DW/M. Magunia
মুক্তমনার হয়ে পুরস্কার নিলেন বন্যা
বাংলাদেশে বাকস্বাধীনতা নিশ্চিত করা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে মেধাবৃত্তিক লড়াই করে যাচ্ছে মুক্তমনা ব্লগ৷ ডয়চে ভেলের ‘দ্য বব্স’-এর জুরি অ্যাওয়ার্ড পেয়েছে তারা৷ জুরি সদস্য বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মুক্তমনার ব্লগার ও ঢাকায় খুন হওয়া ব্লগার ড. অভিজিৎ রায়-এর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা৷
ছবি: DW/M. Müller
বিজয়ীর বক্তব্য
পুরস্কার গ্রহণের পর সংক্ষেপে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সব বিজয়ী বা বিজয়ীদের প্রতিনিধি৷ এখানে পুরস্কার জয়ের আনন্দের কথা জানাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্যাটেগরির বিজয়ী প্রকল্প ‘রেনকো ইলেক্ট্রোনিকো’-র অন্যতম সদস্য রুবেন ওমর ভ্যালেন্সিয়া পেরেজ৷