1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরানো তোশক দিয়ে শিল্পকর্ম

১৩ আগস্ট ২০২০

মানুষের ফেলে দেয়া পুরানো তোশক কেটে লোভনীয় সব খাবারের ইনস্টলেশন বানান প্যারিসের লর-কা৷ আর্ট গ্যালারির চেয়ে রাস্তায় নিজের শিল্পকর্ম দিয়ে মানুষকে আকৃষ্ট করতেই পছন্দ করেন তিনি৷

Matratze Kaufen Symbolbild
ছবি: Colourbox

৩৩ বছর বয়সি ফরাসি স্ট্রিট আর্টিস্ট লর-কা'র স্টুডিও প্যারিসের এক শহরতলিতে অবস্থিত৷ ‘ইট মি' সিরিজের ইনস্টলেশনগুলো মানুষের ফেলে দেয়া তোশক দিয়ে তৈরি৷ তিনি বলেন, ‘‘সব জায়গায় পুরানো তোশক পড়ে থাকতে দেখা যায়৷ এটা আমার কাছে একধরণের আবেশে পরিণত হয়েছে৷ তাই আমি এগুলো দিয়ে কিছু একটা করতে চেয়েছি৷''

প্যারিসের সরবন ইউনিভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশোনা করেছেন লর-কা৷ সেই সময় তিনি আবর্জনার প্রতি আকৃষ্ট হন৷ ভোগবাদ ও সবকিছু ফেলে দেয়ার যে সমাজ গড়ে উঠেছে, সেটাই তার কাজের থিম৷ লর-কা বলেন, ‘‘এসব ইনস্টলেশন মানুষকে আকৃষ্ট করে, কারণ দেখতে লোভনীয় মনে হয়৷ তাই হঠাৎ করে পুরানো তোশকও দেখার বিষয় হয়ে ওঠে, যা আগে মানুষ খেয়াল করতো না৷ এই বিষয়টিই আমার ভালো লাগে: মানুষ তা-ই দেখে, যা আগে দেখতে চাইত না৷''

প্যারিসের সব জায়গায় তার শিল্পকর্ম দেখা যায়৷ আর্ট গ্যালারির কথা তিনি ভাবেননি৷ তিনি বলেন, ‘‘আমি একাই সব করতে পারি৷ শুধু একটা টুলবক্স নিয়ে নিজ হাতে বড় বড় সব ইনস্টলেশন করতে পারি৷ রাস্তায় এটা করা যায় বলে আমার ভালো লাগে৷ ঘরের মধ্যে করাটা আমার কাছে ঠিক মনে হয় না৷ কারণ সেখানে মানুষের প্রতিক্রিয়া এখানকার মতো হয় না৷ প্রয়োজনীয় উপকরণ খুঁজে পাওয়া যায় বলে আমি শহরের কম ভাড়ায় থাকা মানুষদের এলাকায় আসি৷ এখানকার বাসিন্দাদের আর্ট দেখার সুযোগ হয় না৷''

আবর্জনা দিয়ে শিল্প গড়েন যিনি

04:04

This browser does not support the video element.


নতুন এক আইডিয়া দিয়ে মানুষকে আকৃষ্ট করার আশা করছেন লর-কা৷ বিজ্ঞাপনের এক পোস্টার দিয়ে একটি ইনস্টলেশন বানানোর জন্য তিনি এমন কিছু খুঁজছেন, যার জন্য একসময় পোস্টারটি বানানো হয়েছিল৷ শহরের পুবের এক জায়গায় সেসব জিনিসের দেখা পেলেন তিনি৷

মাঝেমধ্যে নিজের কাজ দেখে নিজেই অবাক হন লর-কা৷ মানুষজনও নানারকম প্রতিক্রিয়া দেখায়৷

লর-কা'র ইনস্টলেশনগুলো যেহেতু সরকারি জায়গায় থাকে, তাই এগুলো পাবলিক প্রোপার্টি হিসেবে বিবেচিত হতে পারে, এবং যে-কোনো সময় সরিয়ে ফেলার সম্ভাবনা থাকে৷ তিনি বলেন, ‘‘একটা ইনস্টলেশন কতদিন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে সেটা নয়; বরং আমার আগ্রহ হচ্ছে, আমি সেটা বানানো শেষ করতে পারছি কিনা, মানুষ কী বলছে, সেসব জানা৷''
তবে ছবি তুলে সেগুলো চিরদিনের জন্য ধরে রাখেন লর-কা৷

কাটিয়া লিয়ার্শ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ