ভারতের পুরী এবং ভুবনেশ্বর থেকে কিছু দূরে সমুদ্রের তলায় ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল-সহ ঢাকায়।
বিজ্ঞাপন
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ভূমিকম্প হয় বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই খবর প্রথম প্রকাশ করেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের ধক্ষিণাঞ্চলে।
ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে স্কুল, বহু শিশুর মৃত্যু
সোমবার ইন্দোনেশিয়ার জাভা ভূমিকম্পে তছনছ হয়ে গেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। একটি সরকারি স্কুল ভেঙে পড়ে প্রচুর বাচ্চা মারা গেছে।
ছবি: ANTARA/REUTERS
ভেঙে পড়লো স্কুল
ভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, মৃতদের মধ্যে স্কুলের প্রচুর বাচ্চা আছে। বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তাদের ইসলামিক স্কুলে বাড়তি ক্লাস করার জন্য পাঠানো হয়। ভূমিকম্পে স্কুল বাড়ি ভেঙে পড়ে।
ছবি: ANTARA/REUTERS
প্রচুর বাড়ি ভেঙেছে
কিয়ানজুর শহরে এক লাখ ৭৫ হাজার মানুষের বাস। এই শহর হলো পাহাড়ি এলাকায়। সেখানে প্রচুর মসজিদ ও ইসলামিক বোর্ডিং স্কুলও আছে। ভূমিকম্পের ফলে প্রচুর বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবি: Rangga Firmansyah/AP/picture alliance
ধ্বংসস্তূপের তলায়
এখনো ধ্বংসস্তূপের তলায় অন্ততপক্ষে ২৫ জন আটকে আছেন বলে কর্তৃপক্ষ মনে করছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
ছবি: ANTARA/REUTERS
আশ্রয়শিবিরে মানুষ
ভূমিকম্পে দুই হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। কিয়ানজুর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছবি: AJENG DINAR ULFIANA/REUTERS
বিদ্যুৎ নেই
বিদ্যুৎ না থাকায় উদ্ধারকাজে খুবই অসুবিধা হচ্ছে। সোমবার একটি হাসপাতালে বিদ্যুৎ ছিল না।
ছবি: Rangga Firmansyah/AP/picture alliance
ভয়ের পরিবেশ
ইন্দোনেশিয়ায় মানুষ রীতিমতো ভয় পেয়েছেন। জাকার্তা-সহ অনেক জায়গাতেই ভূমিকম্পের পর মানুষ রাস্তায় নেমে আসেন। তারা রীতিমতো আতঙ্কিত।
ছবি: AJENG DINAR ULFIANA/REUTERS
6 ছবি1 | 6
এনএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পুরী থেকে ৪২১ কিলোমিটার দূরে, ভুবনেশ্বর থেকে তার দূরত্ব ৪৩৪ কিলোমিটার। ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী জলসীমান্তের কাছে কম্পন হয়। ভূমিকম্পের উৎসস্থল থেকে ঢাকার দূরত্ব ৫২৯ কিলোমিটার। কক্সবাজার ৩৪১ কিলোমিটার। টেকনাফ এবং বরিশাল থেকে যথাক্রমে ৩১৯ এবং ৩৪৯ কিলোমিটার।
বিডিনিউজ২৪ডটকম জানিয়েছে, অ্যামেরিকার ভূতাত্ত্বিকজরিপ দপ্তর ইউএসজিএসের তথ্য অনুসারে বাংলাদেশে কম্পন অনুভূত হয় সকাল ৯টা ২ মিনিটে। তবে এনসিএস জানিয়েছে, প্রথম কম্পন ধরা পড়ে ৮টা ৩২ মিনিটে।
ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাসের কোনো খবর পাওয়া যায়নি। সমুদ্রের ধারের অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি। সুনামি সতর্কতা জারি হয়নি।
এসজি/জিএইচ (পিটিআই, বিডিনিউজ২৪ডটকম)
গত মাসের ছবিঘরটি দেখুন...
ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে স্কুল, বহু শিশুর মৃত্যু
সোমবার ইন্দোনেশিয়ার জাভা ভূমিকম্পে তছনছ হয়ে গেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। একটি সরকারি স্কুল ভেঙে পড়ে প্রচুর বাচ্চা মারা গেছে।
ছবি: ANTARA/REUTERS
ভেঙে পড়লো স্কুল
ভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, মৃতদের মধ্যে স্কুলের প্রচুর বাচ্চা আছে। বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গিয়েছিল। তাদের ইসলামিক স্কুলে বাড়তি ক্লাস করার জন্য পাঠানো হয়। ভূমিকম্পে স্কুল বাড়ি ভেঙে পড়ে।
ছবি: ANTARA/REUTERS
প্রচুর বাড়ি ভেঙেছে
কিয়ানজুর শহরে এক লাখ ৭৫ হাজার মানুষের বাস। এই শহর হলো পাহাড়ি এলাকায়। সেখানে প্রচুর মসজিদ ও ইসলামিক বোর্ডিং স্কুলও আছে। ভূমিকম্পের ফলে প্রচুর বাড়ি ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবি: Rangga Firmansyah/AP/picture alliance
ধ্বংসস্তূপের তলায়
এখনো ধ্বংসস্তূপের তলায় অন্ততপক্ষে ২৫ জন আটকে আছেন বলে কর্তৃপক্ষ মনে করছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
ছবি: ANTARA/REUTERS
আশ্রয়শিবিরে মানুষ
ভূমিকম্পে দুই হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। কিয়ানজুর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ছবি: AJENG DINAR ULFIANA/REUTERS
বিদ্যুৎ নেই
বিদ্যুৎ না থাকায় উদ্ধারকাজে খুবই অসুবিধা হচ্ছে। সোমবার একটি হাসপাতালে বিদ্যুৎ ছিল না।
ছবি: Rangga Firmansyah/AP/picture alliance
ভয়ের পরিবেশ
ইন্দোনেশিয়ায় মানুষ রীতিমতো ভয় পেয়েছেন। জাকার্তা-সহ অনেক জায়গাতেই ভূমিকম্পের পর মানুষ রাস্তায় নেমে আসেন। তারা রীতিমতো আতঙ্কিত।