ইতিহাসে নাম লিখিয়েছেন নেদারল্যান্ডসের নারী ফুটবলার এলে ফোকেমা৷ এখন থেকে নিয়মিত পুরুষ দলে খেলতে পারবেন তিনি৷
বিজ্ঞাপন
এতদিনও ছেলেদের সঙ্গেই খেলেছেন এলে ফোকেমা৷ তবে এবার পেয়েছেন প্রথম নারী হিসেবে পুরুষদের অপেশাদার সিনিয়র দলে খেলার সুযোগ৷ নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল ফেডারেশন কেএনভিবি পুরুষদের চতুর্থ বিভাগের দল ভিভি ফোয়ারুটে খেলার অনুমতি দিয়েছে তাকে৷
এতদিন মেয়েরা শুধু পুরুষ্দের অনূর্ধ-১৯ দল পর্যন্ত খেলার অনুমতি পেতেন৷ সেখান থেকে হয় নারীদের সিনিয়র দল অথবা পুরুষদের কোনো ‘বি ক্যাটাগরি’র দলে খেলতে হতো তাদের৷
সেই নিয়ম অনুযায়ী সদ্য ১৯-এ পা দেয়া ফোকেমার আর পুরুষদের সিনিয়র দলে খেলার সুযোগ পাওয়ার কথা নয়৷ নতুন নিয়ম গড়ে তাকে যে শুধু প্রথম নারী হিসেবে পুরুষদের সিনিয়র দলে খেলার অনুমতি দেয়া হয়েছে তা-ই নয়, সামর্থ্য প্রমাণিত হলে এই ক্লাবেই থেকে যেতে পারবেন তিনি৷
এমন সুযোগ পেয়ে ফোকোমা খুব খুশি, ‘‘এই দলের হয়ে খেলে যাওয়ার সুযোগ পাওয়াটা চমৎকার ব্যাপার৷ পাঁচ বছর বয়স হওয়ার পর থেকেই আমি ছেলেদের সঙ্গে খেলছি৷ আগামী বছর থেকে আর ছেলেদের সঙ্গে খেলতে না পারলে খুব হতাশ হতাম৷’’
ছেলেদের সিনিয়র দলে খেলার সুযোগ গত কয়েক বছর ধরেই চেয়ে আসছিলেন নেদারল্যান্ডসের মেয়েরা৷ এলেনা ফোকেমাকে দিয়ে সেই পথে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো কেএনভিবি৷ ফেডারেশনের কর্মকর্তা আর্ট লাঙেলার জানিয়েছেন, ছেলেদের দলে মেয়েরা নিয়মিত ভালো খেললে ফোকেমার মাধ্যমে স্থায়ী একটা পরিবর্তন আসতেই পারে৷
এসিবি/কেএম (ডিপিএ)
জার্মান ফুটবলে যৌন সহিংসতা
জার্মানিতে ফুটবল খেলা দেখতে গিয়ে নারীরা বাজে মন্তব্য, যৌন হয়রানি এমনকি ধর্ষণের শিকার হচ্ছেন৷ নারী ফুটবল ভক্তদের একটি নেটওয়ার্ক জানিয়েছে এমন সব ঘটনার কথা৷
ছবি: picture-alliance/dpa/U. Anspach
বাজে অভিজ্ঞতা
লেনা বহু বছর ধরে মাঠে গিয়ে খেলা দেখেন৷ চলতি মাসে খেলা দেখতে গিয়ে যৌন হয়রানির শিকার হন তিনি৷ তার সাথে সাথে বন্ধু-বান্ধবী ছাড়া কেউ কোন প্রতিবাদ করেনি৷ বরং তার দিকে আঙ্গুল উচিয়ে হাসাহাসি করছিলো অনেকে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লেখার পর লেনার অভিজ্ঞতা সত্যি কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন৷
ছবি: picture-alliance/dpa/P. Seeger
জরিপ নেই
কত নারী ফুটবল খেলা দেখতে গিয়ে এ ধরণের যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হয়েছেন তার নথিভুক্ত কোন সংখ্যা নেই৷ তবে লেনা জানিয়েছেন, তার বান্ধবীদের প্রত্যেকেরই এমন বাজে অভিজ্ঞতা আছে৷
ছবি: picture-alliance/dpa/Herbertz/MaBoSport
পুলিশের নথিতে যৌন হয়রানির ঘটনা নেই
জার্মান পুলিশ অফিস ফর স্পোর্টস অপারেশনস জেডআইএস এর ক্রিমিনাল রেকর্ডে কেবল ভাংচুর, মারামারি এ ধরনের ঘটনার উল্লেখ আছে, কিন্তু যৌন সহিংসতার কোন ঘটনার উল্লেখ নেই৷
ছবি: picture-alliance/dpa/U. Anspach
যৌন সহিংসতার বিরুদ্ধে নেটওয়ার্ক
যৌন সহিংসতার বিরুদ্ধে একটি নেটওয়ার্কে অনেকেই ফুটবল খেলা দেখতে গিয়ে যৌন সহিংসতার ঘটনার কথা জানিয়েছেন৷ কেবল ফুটবল ভক্তরাই নন, নারী কর্মীরাও জানিয়েছেন তাদের সঙ্গেও ঘটেছে যৌন হয়রানির ঘটনা৷ নেটওয়ার্কের সদস্য গ্রাবেনহোর্স্ট জানালেন, ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটেছে ফুটবল স্টেডিয়ামে৷
ছবি: Imago Images/Beautiful Sports
সরকারি পরিসংখ্যান
জার্মান সরকারের পরিসংখ্যান অনুযায়ী, প্রতি তিনজন নারীর একজন তার জীবনে যৌন হয়রানির শিকার হন৷
ছবি: Getty Images/AFP/A. Hassenstein
২০১৮ সালে ধর্ষণের ঘটনা
২০১৮ সালের এপ্রিলে মিউনিখ থেকে ট্রেনে ফিরছিলো ম্যোনশেনগ্লাদবাখ ক্লাবের অন্তত ৭৫০ ভক্ত৷ ট্রেনে যৌন হয়রানির ঘটনা শুনে মাঝপথেই পুলিশ সেই ট্রেনের টয়লেট থেকে ১৯ বছরের এক নারীকে উদ্ধার করেছিল, যিনি জানিয়েছেন ধর্ষণ করা হয়েছিল তাকে৷ দোষী ব্যক্তিকে আদালত তিন বছর ৮ মাসের কারাদণ্ড দিলেও আপিলে মুক্তি পায় সে, কারণে মেয়েটি যেহেতু তার সঙ্গে অন্তরঙ্গ হতে অনিচ্ছুক ছিলো না৷
ছবি: picture-alliance/dpa
নিরাপত্তাহীনতা
ওই ঘটনার পর যৌন সহিংসতার শিকার অনেক নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তাদের অনেকেরই ধারণা পুলিশের কাছে গেলেও কোন বিচার হবে না৷
ছবি: Imago/Zuma
খোলাখুলি কথা বলা
যৌন সহিংসতার বিরুদ্ধে যে নেটওয়ার্কটি কাজ করছে তারা একটি গাইডলাইন তৈরি করেছে এ ধরনের সমস্যায় পড়লে নারীরা কি করবে সে বিষয়ে৷ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাৎক্ষণিক সাহায্য চাইতে পারে৷ তবে এ বিষয়ে নারীদের খোলাখুলি কথা বলার পরামর্শ দিয়েছে তারা৷
ছবি: AFP/I. Fassbender
পদক্ষেপ
জার্মানির বেশ কয়েকটি এরই মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়া শুরু করেছে৷ চালু করা হয়েছে নারীদের সাহায্যের জন্য হেল্পলাইন, আলাদা বসার জায়গা৷
ছবি: Imago Images/R. Peters
সবাইকে কথা বলতে হবে
যৌন সহিংসতার শিকার নারীরা যখন অনলাইনে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন. অনেক বাজে মন্তব্য করা হয়৷ তাই নারী অধিকার কর্মীরা বলছেন কেবল ভুক্তভোগীরাই নন, সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে৷