1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষদের দলে নিয়মিত খেলবেন নারী

১০ আগস্ট ২০২০

ইতিহাসে নাম লিখিয়েছেন নেদারল্যান্ডসের নারী ফুটবলার এলে ফোকেমা৷ এখন থেকে নিয়মিত পুরুষ দলে খেলতে পারবেন তিনি৷

ছবি: Orange Pictures/Henk Jan Dijks

এতদিনও ছেলেদের সঙ্গেই খেলেছেন এলে ফোকেমা৷ তবে এবার পেয়েছেন প্রথম নারী হিসেবে পুরুষদের অপেশাদার সিনিয়র দলে খেলার সুযোগ৷ নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল ফেডারেশন কেএনভিবি পুরুষদের চতুর্থ বিভাগের দল ভিভি ফোয়ারুটে খেলার অনুমতি দিয়েছে তাকে৷

এতদিন মেয়েরা শুধু পুরুষ্দের অনূর্ধ-১৯ দল পর্যন্ত খেলার অনুমতি পেতেন৷ সেখান থেকে হয় নারীদের সিনিয়র দল অথবা পুরুষদের কোনো ‘বি ক্যাটাগরি’র দলে খেলতে হতো তাদের৷

সেই নিয়ম অনুযায়ী সদ্য ১৯-এ পা দেয়া ফোকেমার আর পুরুষদের সিনিয়র দলে খেলার সুযোগ পাওয়ার কথা নয়৷ নতুন নিয়ম গড়ে তাকে যে শুধু প্রথম নারী হিসেবে পুরুষদের সিনিয়র দলে খেলার অনুমতি দেয়া হয়েছে তা-ই নয়, সামর্থ্য প্রমাণিত হলে এই ক্লাবেই থেকে যেতে পারবেন তিনি৷

এমন সুযোগ পেয়ে ফোকোমা খুব খুশি, ‘‘এই দলের হয়ে খেলে যাওয়ার সুযোগ পাওয়াটা চমৎকার ব্যাপার৷ পাঁচ বছর বয়স হওয়ার পর থেকেই আমি ছেলেদের সঙ্গে খেলছি৷ আগামী বছর থেকে আর ছেলেদের সঙ্গে খেলতে না পারলে খুব হতাশ হতাম৷’’

ছেলেদের সিনিয়র দলে খেলার সুযোগ গত কয়েক বছর ধরেই চেয়ে আসছিলেন নেদারল্যান্ডসের মেয়েরা৷ এলেনা ফোকেমাকে দিয়ে সেই পথে পরীক্ষামূলক যাত্রা শুরু করলো কেএনভিবি৷ ফেডারেশনের কর্মকর্তা আর্ট লাঙেলার জানিয়েছেন, ছেলেদের দলে মেয়েরা নিয়মিত ভালো খেললে ফোকেমার মাধ্যমে স্থায়ী একটা পরিবর্তন আসতেই পারে৷

এসিবি/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ