1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুবিবাহের প্রবণতা বাড়াচ্ছে যে অ্যাপ

৭ অক্টোবর ২০১৭

ইন্দোনেশিয়ায় পুরুষদের বহুবিবাহে সহায়তা করছে একটি অ্যাপ৷ অ্যাক্টিভিস্টরা অবশ্য এমন অ্যাপের বিরোধিতা করে বলছেন, এটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বাস করা দেশটিতে লিঙ্গবৈষম্য বাড়াচ্ছে৷

ছবি: picture-alliance/maxppp/M. Menou

ইন্দোনেশিয়ায় পুরুষদের বহুবিবাহে সহায়তা করছে একটি অ্যাপ৷ অ্যাক্টিভিস্টরা অবশ্য এমন অ্যাপের বিরোধিতা করে বলছেন, এটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বাস করা দেশটিতে লিঙ্গবৈষম্য বাড়াচ্ছে৷

ইন্দোনেশিয়ায় একজন পুরুষ চাইলে চারটি বিয়েও করতে পারেন, যদিও নারীর ক্ষেত্রে এই অধিকার শুধুমাত্র একটি বিয়ের মধ্যে সীমাবদ্ধ৷ এমন চর্চার বিরোধীরা তাই আগে থেকেই সক্রিয়৷ আর নতুন এক অ্যাপ বাজারে আসায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে৷

এমন নয় যে, বহুবিবাহ নতুন কিছু৷ বরং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাজার হাজার বছর ধরেই এই চর্চা চলে আসছে৷ তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক দেশে বহুবিবাহ নিষিদ্ধ হয়েছে৷ শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশসহ এশিয়ার মুসলিমপ্রধান কয়েকটি দেশে এই চর্চা এখনো রয়ে গেছে৷ ইন্দোনেশিয়া সেসব দেশের একটি, যেখানে একজন পুরুষের একাধিক বিয়ের সুযোগ রয়েছে৷

'My grandfather had four wives, I have two'

05:48

This browser does not support the video element.

বহুবিবাহের ক্ষেত্রে মুসলিমপ্রধান দেশগুলোতে মূলত ধর্মের কথা বলা হয়৷ কেননা, ইসলাম ধর্ম অনুযায়ী, একজন ব্যক্তি চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন, যদি তার সব স্ত্রী-কে সমানভাবে ভরনপোষণের ক্ষমতা থাকে৷

ইন্দোনেশিয়ার ২৫০ মিলিয়ন মানুষের মধ্যে আশি শতাংশের বেশি মুসলমান৷ দেশটিতে বহুবিবাহের হার কতটা, তা সঠিকভাবে জানার উপায় নেই, কারণ, অনেক বিয়েই নিবন্ধন করা হয় না৷ যদিও দেশটিতে মধ্যপ্রাচ্যের মতো বহুবিবাহের হার নেই, তাসত্ত্বেও সংখ্যাটি নেহাত কম নয় বলে মনে করেন পর্যবেক্ষকরা৷

মুঠোফোন অ্যাপ নির্মাতা লিন্ডু প্রনায়মা সম্প্রতি একটি অ্যাপ বাজারে ছেড়েছেন, যা বহুবিবাহে আগ্রহী পুরুষদের সম্ভাব্য স্ত্রী খুঁজতে সহায়তা করে৷ ‘আয়ুপলিগামি'নামের অ্যাপটি ইতোমধ্যে দশ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে৷ ‘আয়ুপলিগামি' কথাটির অর্থ ‘চলুন বহুবিবাহ করি৷'

পুরুষদের বহুবিবাহে সহায়তা করছে এই অ্যাপছবি: ayopoligami.com

‘‘বর্তমানে অনেক পুরুষ বহুবিবাহে আগ্রহী, কিন্তু গতানুগতিক ডেটিং সাইটগুলোতে তাদের জন্য প্রয়োজনীয় অপশনগুলো নেই৷ এসব সাইটে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করার অপশন রাখা হয়নি,'' নিজের অ্যাপের গুরুত্ব বোঝাতে বলেন প্রনায়মা৷ তাঁর অ্যাপটি গত এপ্রিলে বাজারে ছাড়া হয়৷ ইন্দোনেশিয়ায় অনেকে এটিকে ডেটিং অ্যাপ টিন্ডারের সঙ্গে তুলনা করেছেন৷

তবে অ্যাক্টিভিস্টদের সমালোচনার কারণে সম্প্রতি অ্যাপটির নতুন এক সংস্করণ বাজারে ছেড়েছেন প্রনায়মা৷ এতে বহুবিবাহে আগ্রহী পুরুষদের আসল পরিচয় জানতে তাদের পরিচয়পত্র সংগ্রহের পাশাপাশি বর্তমানবৈবাহিক অবস্থা সম্পর্কে আরো স্বচ্ছ তথ্য প্রকাশের সুযোগ রাখা হয়েছে৷ তাছাড়া, বহুবিবাহের জন্য প্রথম স্ত্রী'র লিখিত অনুমতিপত্রও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে৷

শ্রীনিবাস মজুমদারু / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ