পুরুষদের প্রসাধনী কেনার ধুম পড়েছে বাজারে৷ বিশেষ করে ত্বক এবং চুলের যত্নে আরও আগ্রহী হয়ে উঠছেন তারা৷
বিজ্ঞাপন
জার্মানির কসমেটিক্স অ্যান্ড ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি এর এক অনলাইন জরিপে দেখা গেছে, শতকরা ৬০ জনেরও বেশি পুরুষের কাছে ত্বক এবং চুলের সৌন্দর্য চর্চা খুবই গুরুত্বপূর্ণ৷ এবং ৫৫ শতাংশ মনে করেন সুন্দর পরিস্কার নখ মানুষের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক৷ অনলাইন সমীক্ষাটিতে অংশ নেয় মোট এক হাজার পুরুষ ৷
ফ্র্যাঙ্কফুর্টের বডি কেয়ার অ্যান্ড ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে, তাদের প্রসাধনীর জন্য পুরুষদের কসমেটিক্স বিভাগটি একটি গুরুত্বপূর্ণ অংশ৷
একটি প্রসাধন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টার বির্গিট হুবার বলেন, "আমরা দেখছি পুরুষেরা ইদানিং প্রসাধনী সম্পর্কে আরও বেশি উত্সাহী হয়ে উঠেছে৷ এমনকি কোনো কোনো পুরুষ সেলিব্রেটি লাল গালিচায় তাদের নেলপালিশ লাগানো হাতও দেখিয়ে থাকে ন৷''
পুরুষদের সৌন্দর্যচর্চা আলাদা, মেয়েদের ত্বকের চেয়ে পুরুষদের ত্বক শতকরা ২০ ভাগ পুরু এবং অনেক বেশি তৈলাক্ত৷ পুরুষদের শরীরে চুল অনেক বেশি এবং ঘন৷ পুরুষদের চুল সাধারণত তাড়াতাড়ি তেলতেলে ও খুশকিপূর্ণ হয়ে যায়৷
এনএস/কেএম(ডিপিএ)
প্লাস্টিক প্যাকেজিং ছাড়া প্রসাধনী কিনুন, পরিবেশ রক্ষা করুন
জীবনে ছাড় দেওয়ার মনোভাব আর মানিয়ে নেওয়ার ইচ্ছাটুকু থাকলে কিন্তু প্লাস্টিক প্যাকেজিং ছাড়াও জীবন চলতে পারে৷ ছবিঘর থেকে বার্লিনের সেরকমই একটি দোকান দেখে নিতে পারেন৷
ছবি: DW/Tamsin Walker
একটু অন্যরকম প্রসাধনসামগ্রী
বার্লিনে দু’টি দোকান রয়েছে যেখানে বিভিন্ন প্রসাধনী পাওয়া যায় প্যাকেজিং ছাড়া৷ যেগুলো ত্বক নরম ও সুন্দর রাখে এবং সেসসবের রেসিপি ইন্টানেটেও পাওয়া যায়৷
ছবি: DW/Tamsin Walker
নিজেই পরীক্ষা করে দেখুন
কিছু প্রসাধনী খাওয়া যেতে পারে তবে তার অর্থ এই নয় যে খেতে খুব সুস্বাদু হবে বা সেসবে পুষ্টিগুণ থাকবে৷ বিশেষকরে লোশন বা ক্রিমের ক্ষেত্রে৷
ছবি: DW/Tamsin Walker
খাওয়া না গেলেও কার্যকরী
তরল সাবান যে খুব ভালো বা সুগন্ধি তা নয় তবে বড় কথা পরিস্কার হয়৷ তাছাড়া পরিষ্কারের পাশাপাশি কোনও প্লাস্টিক-প্যাকযুক্ত পণ্যও কিনতে হলো না৷ অর্থাৎ এর মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় কিছুটা সহযোগিতা করা হলো৷
ছবি: DW/Tamsin Walker
সহজ এবং কার্যকর
প্রসাধনী বা টুথপেষ্ট কিন্তু ঘরেও তৈরি করতে পারেন৷ তবে ঝামেলা মনে হলে দাঁত মাজার ট্যাবলেট কিনতে পারেন৷ এবং সেগুলো নিজের ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যেতে পারেন৷
ছবি: DW/Tamsin Walker
সাবান
সাবানের জন্য কোনো ব্যাগ বা প্যাকেটের প্রয়োজন হয়না৷ তাছাড়া ক্ষতিকারক প্যাকেজিং ছাড়া সাবানের মতো শক্ত অবস্থায় শ্যাম্পু এবং কন্ডিশনারও পাওয়া যায়৷
ছবি: DW/Tamsin Walker
ব্যাগ
ফল, সবজি ইত্যাদি বহন করার জন্য সুপারমার্কেটগুলো যেসব প্লাস্টিক ব্যাগ দেয়, তার প্রায় সবই কিন্তু শেষ পর্যন্ত আবর্জনায় ফেলে দেওয়া হয়৷ অথচ আমরা জানি আগের দিনে কিন্তু নানা দাদারা বাজার করার জন্য বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতেন৷
ছবি: DW/Tamsin Walker
স্বাস্থ্যকর টয়লেট পেপার
টয়লেট পেপারের বিকল্প আসলে খুঁজে পাওয়া বেশ কঠিন৷ তবে এখানে পাওয়া যাচ্ছে বাঁশের তৈরি টয়লেট পেপার৷ আর এগুলো খোলা অবস্থায় থাকে এবং পরিবেশবান্ধব৷