1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড সৃষ্টি

১৬ জুলাই ২০১২

সেই প্রাচীন কাল থেকেই মানুষ বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড গড়ে চলেছে৷ তবে বিজ্ঞানীরা বলছেন, বর্তমান সময়ে রেকর্ড সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে৷ এছাড়া রেকর্ডের ফলে সামাজিক স্বীকৃতির ক্ষেত্রেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন৷

ছবি: AP

ঊনবিংশ শতাব্দীতে বৈজ্ঞানিক কল্পকাহিনির নায়কেরা ভাবতেন ৮০ দিনে বিশ্ব ঘুরে রেকর্ড সৃষ্টির কথা৷ বিশেষ করে ফরাসি লেখক জুল ভার্নের লেখা একইনামের বইটি মানুষকে এমন স্বপ্ন দেখতে শেখায় আরো বেশি করে৷ তবে এখন মানুষের রেকর্ড আর ৮০ দিনের মতো দীর্ঘ সময়ের নয়, বরং ধীরে ধীরে তা আরো সংকুচিত হয়ে আসছে৷ গতি এবং দূরত্ব জয় করতে যোগ করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি৷ গরম বাতাস দিয়ে চালিত বেলুনে করে পৃথিবী পরিক্রমাও হয়ে গেছে প্রায় দশ বছর আগে৷

এরপর ২০০২ সালের ২রা জুলাই মাত্র ১৩ দিনে বিশ্ব ভ্রমণের রেকর্ড গড়েন স্টিভ ফসেট৷ এছাড়া একইসাথে তাঁর রেকর্ড ছিল বেলুনে করে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গতিতে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার৷ প্রথম রেকর্ডের তিন বছর পরই ফসেট আবার রেকর্ড সৃষ্টি করেন স্থির-ডানাওয়ালা বিমান নিয়ে কোথাও না থেমে এবং পুনর্বার জ্বালানি না ভরে এক উড়ালেই সারা বিশ্ব ঘোরার৷ কিন্তু ফসেটের ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন ছিল না৷ তিনি ২০০৭ সালে যখন আরেকটি রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা করেন তখন লাস ভেগাসের মরুভূমিতে তাঁর বিমান বিধ্বস্ত হয়ে তিনি মারা যান৷

নিজের বেলুনের সঙ্গে স্টিভ ফসেটছবি: AP

মানুষের আচরণগত বৈশিষ্ট্য নিয়ে গবেষকরা বলছেন, ফসেটের ভ্রমণগুলো মানুষের রেকর্ড সৃষ্টির বাসনারই একেকটি উদাহরণ৷ বরফের উপর দিয়ে চাকাবিহীন গাড়ি চালনা থেকে শুরু করে দপ্তরের প্রধানের পদটি গ্রহণ পর্যন্ত সর্বক্ষেত্রেই শীর্ষ স্থানটি দখল করার ক্রমবর্ধমান বাসনা চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা৷ আর মানুষের উচ্চাকাঙ্খা আরো বাড়িয়ে দিচ্ছে টেলিভিশন এবং ইন্টারনেট৷

জার্মানির রাজধানী বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী পেটার ভালশবুর্গার তাই মানুষের মাঝে আরো উপরে, আরো দ্রুত এবং আরো দূরে যাওয়ার এই আকাঙ্খার কথা জেনে আশ্চর্য হননি৷ তিনি বলেন, ‘‘আমরা সবাই অস্তিত্বের লড়াইয়ে বিজয়ীদের বংশধর৷ আর রেকর্ড গড়ার বাসনাটা বিশেষ করে পুরুষদের একটি জিনগত বৈশিষ্ট্য৷'' অন্যদিকে, নারীদের জিনগত ঝোঁক বেশি বাচ্চাদের লালন-পালন, সামাজিক দায়িত্ব পালন এবং টেকসই কর্মকাণ্ডের দিকে৷

ভালশবুর্গার বলেন, মানুষ তার চরম দক্ষতা ও নৈপুণ্য কাজে লাগিয়ে যখন কোন কাজে সাফল্য পায়, তখন চরম আনন্দ উপভোগ করতে পারে৷ আর এটি এমন একটি অনুভূতি যা মানুষ বারবার পেতে চায়৷ সেই প্রবণতা থেকেই মানুষ রেকর্ড গড়ার তাগিদ অনুভব করে৷ ফসেটের মধ্যেও সেই প্রবণতারই বহিপ্রকাশ ঘটেছে৷ তিনি সাঁতার থেকে গাড়ি দৌড়, সমুদ্র যাত্রা থেকে উড়ে বেড়ানোর মতো সকল ক্ষেত্রেই রেকর্ড গড়ার চেষ্টা করেছেন৷

তবে বর্তমান সময়ে রেকর্ড সৃষ্টি শুধু সেরা নৈপুণ্য দেখানোই নয়, বরং সেজন্য দরকার যথেষ্ট প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা৷ এখনকার দিনে সাধারণ মানুষের বিশেষ কোন অর্জন টেলিভিশন চ্যানেলগুলোর দৃষ্টি আকর্ষণ করে এবং একইসাথে সুনাম এবং সৌভাগ্য উভয়ই জোটে৷ ভালশবুর্গার বলেন, ‘‘মানুষের অনেক বড় একটি আকাঙ্খা হলো স্বীকৃতি৷'' গবেষক পেটার ভিপেরমানের মতে, রেকর্ড গড়ার প্রচেষ্টা এখন বৃদ্ধি পাচ্ছে৷ আর এর পেছনে রয়েছে স্বীকৃতির আকাঙ্খা৷ মানুষের ঝোঁক ও প্রবণতা সম্পর্কে গবেষক ভিপেরমান বলেন, ‘‘কাজের ধরণ যতো ছোট কিংবা বড়োই হোক না কেন, এখন সবার দৃষ্টি হলো নিজের কাজের গুরুত্ব এবং ব়্যাঙ্কিং এর ধারায় শুধু ঊর্ধ্বে ওঠা৷''

তবে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ইয়েন্স আসেনডর্ফ মনে করেন না যে, শুধু আনন্দ পাওয়ার জন্য রেকর্ড সৃষ্টির আকাঙ্খা বাড়ছে৷ তিনি বলেন, ‘‘অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আসর সেই প্রাচীন গ্রিসেও ছিল৷ মানুষ যখনই সমর্থ হয়েছে, তখনই খেলাধুলা করেছে৷ তবে তখনকার সাথে বর্তমান সময়ের পার্থক্য হলো এই যে, এখন আধুনিক গণমাধ্যমের বদৌলতে যে কোন রেকর্ডের খবর খুব দ্রুত অধিক সংখ্যক শ্রোতা ও দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে৷ আর এর ফলে রেকর্ড সৃষ্টিকারীদের জন্য সামাজিক পুরস্কার অনেকগুণ বেড়ে গেছে৷''

তাঁর মতে, ‘‘রেকর্ড সৃষ্টির পেছনে যে চালিকাশক্তি কাজ করে তার কোন পরিবর্তন হয়নি, বরং রেকর্ড সৃষ্টির ফলে প্রতিক্রিয়ায় পরিবর্তন ঘটেছে৷'' এছাড়া সামাজিক স্বীকৃতির সম্ভাব্যতা বৃদ্ধির ফলে রেকর্ড গড়ার ধাপগুলো আরো নিচু হয়ে এসেছে৷

তবে এখন বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন, এমন একদিন কি আসবে যখন মানুষ তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে এবং রেকর্ড গড়ার আর কোন অবকাশ থাকবে না৷ গবেষকদের অধিকাংশই অবশ্য মনে করছেন যে, এমন কোন আশঙ্কা নেই৷ কারণ রেকর্ড সৃষ্টি একটি গতিশীল প্রক্রিয়া এবং মানুষের সামনে সবসময় কিছু হুমকি থাকবে এবং নতুন বিধান ও কারিগরি সম্ভাব্যতার সুযোগ থাকবে৷

এএইচ / এসি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ