1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরোনো শহরকে নতুনভাবে চেনা

মেগিন লে/এসবি৪ মার্চ ২০১৬

শখ যখন পেশায় পরিণত হয়, তখন কার না ভালো লাগে? ব্রিটেনের এক তরুণ লন্ডন-প্যারিসের মতো শহরের অভিনব ছবি তুলে অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন৷ ছবি বিক্রিও শুরু হয়েছে৷

DW Shift Rich McCor
ছবি: Rich McCor

শহরকে নতুন করে চেনায় সিজার কাট

02:21

This browser does not support the video element.

এমনভাবে বোধহয় কেউ কখনো লন্ডন শহরের বিখ্যাত জায়গাগুলি দেখেনি৷ প্যারিস শহরেরও এমন সব ছবি তুলেছেন রিচ ম্যাককর৷ বয়স ২৮৷ ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখেরও বেশি৷ ‘পেপারবয়ো' নামেও পরিচিত এই ফটোগ্রাফার বলেন, ‘‘ইনস্টাগ্রামের সদস্য হবার পর বুঝলাম, আমি বাকিদের মতোই লন্ডনের একই ছবি তুলি – সেই লন্ডন আই, বিগ বেন, বাকিংহাম প্রাসাদ ইত্যাদি, তাতে কী লাভ? আমি অন্য ছবি তুলতে চেয়েছিলাম৷ তখন বিগ বেন-কে হাতঘড়িতে পরিণত করার আইডিয়া এলো৷''

রিচ ম্যাককর কর্মসূত্রে লন্ডনে এসেছিলেন৷ ফটোগ্রাফি শুধু তাঁর হবি ছিল৷ সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি নিত্য-নতুন ফ্যান পেয়ে চলেছেন৷ ফলে হবিকেই তিনি পেশা করতে চান৷ শহরে ঘোরাফেরার সময়ে তিনি এমন সব গল্প শুনতে পান, যা তাঁকে প্রেরণা যোগায়৷ রিচ বলেন, ‘‘অনেক লোকেশনকে ঘিরে এমন সব ঘটনা, মজার গল্প ও তথ্য রয়েছে৷ অনেকগুলি ছবির সঙ্গে আবার সেই জায়গার সঙ্গে কোনো সম্পর্কই নেই৷ দেখতে বেশ মজার, যেমন প্যারিসের আর্ক অফ ট্রায়াম্ফের উপর লেগোম্যান৷ এর মাধ্যমে ছবিগুলিকে আমি আলাদা মাত্রা দিতে চাই৷ লন্ডনে ছবি তোলার সময় শহর সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছিলাম৷ ছবির মধ্যে সে সব ঢোকাতে চেয়েছিলাম৷''

রিচ-এর কোনো স্টুডিও নেই৷ যেখানেই চলমান অফিস বসানোর সুযোগ রয়েছে, তিনি সেখানেই কাজ করেন৷ তাঁর ‘সিজার কাট' ছবি দেখতে সহজ মনে হলেও তার বৈশিষ্ট্যই হলো খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালোবাসা৷

রিচ ম্যাককর তাঁর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, কারণ ‘সিজার কাট'-এর কারণে সেগুলি দৃষ্টি আকর্ষণ করে৷ খুবই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়৷ কিছু কোম্পানি নিজেদের বিজ্ঞাপনে ব্যবহারের জন্য ছবি কিনতে শুরু করেছে৷ একে সাফল্যের পথে প্রথম ধাপ বলা চলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ