1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশকে ফুল দেওয়ার ভিডিও ভাইরাল

১০ এপ্রিল ২০১৮

পুলিশ তো ফুল নেয়নি, বরং রাতে বেধড়ক পিটিয়েছে আন্দোলনকারীদের৷ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’৷

ছবি: Nelson Almeida/AFP/Getty Images

নানা কর্মসূচি পালনের পর ৮ এপ্রিল পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা৷ বেলা আড়াইটার দিকে পাবলিক লাইব্রেরির সামনে তারা সমবেত হয়৷ ঘণ্টাখানেক পর তারা মিছিল করে শাহবাগ মোড়ে অবস্থান নেয়৷ এ সময় পুলিশ তাদেরকে নানাভাবে সেখান থেকে সরিয়ে দিতে চাইলেও আন্দোলনকারীরা অনড় থাকেন৷

এরই মাঝে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে যায়৷ পুলিশ অবশ্য তাদের কাছ থেকে ফুল গ্রহণ করেনি৷ বিনিময়ে ওইদিন রাতেই তাদেরকে কাঁদুনে গ্যাস ও বেধড়ক পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়৷

পুলিশকে ফুল দেওয়ার সেই ভিডিওটি ফেইসবুকে ‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য)’ নামের একটি পেইজে আপ করা হয়েছে৷ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এটি শেয়ার হয়েছে ৪ হাজার ৬৬০ বার৷ আর রিঅ্যাকশন ইমো পড়েছে ২০ হাজারের বেশি৷

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন৷

ভিডিওটি ইউটিউবেও আপলোড করা হয়েছে৷ 

এইচআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ