1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশি জেরার মুখে বেলারুশের নোবেলজয়ী সাহিত্যিক

২৫ আগস্ট ২০২০

বেলারুশের তদন্তকারীরা নোবেলজয়ী সাহিত্যিক স্ভেতলানা আলেক্সিয়েভিচকে এক বিরোধী দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছেন৷ প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে চলমান বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক বিরোধী নেতাকে৷

ছবি: picture-alliance/NurPhoto/B. Zawrzel

৯ আগস্টের ‘বিতর্কিত’ নির্বাচনের পর প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরোধীরা কোঅর্ডিনেশন কাউন্সিল নামের একটি প্লাটফর্ম গড়ে তোলেন৷ সেটিরই সদস্য বেলারুশের সবচেয়ে বিখ্যাত লেখক স্ভেতলানা আলেক্সিয়েভিচ৷ ২০১৫ সালে তিনি সাহিত্যে নোবেল জেতেন৷

অবশ্য কাউন্সিলের বৈঠকে কখনও অংশ নেননি ৭২ বছর বয়সি এ লেখক৷ এমনকি করোনা মহামারির মধ্যে বাসা থেকেও খুব একটা বের হতেন না তিনি৷

বিরোধীদের দমন
কোঅর্ডিনেশন কাউন্সিলের দুই সদস্যকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে৷ রাজধানী মিনস্ক থেকে ওলগা কোভালকোভা এবং সের্গেই দিলেভস্কিকে গ্রেপ্তার করে পুলিশ৷

বর্তমানে প্রতিবেশী দেশ লিথুয়ানিয়ায় আশ্রয় নেয়া লুকাশেঙ্কোর প্রধান বিরোধী স্ভিয়াতলানা টিকানোস্কায়ার অন্যতম সহযোগী ছিলেন কোভালকোভা৷ অন্যদিকে দিলেভস্কি পেশায় একজন ট্রাক্টর নির্মাণ কর্মী হলেও লুকাশেঙ্কোবিরোধী ধর্মঘটে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন৷ এই দুজনের বিরুদ্ধে বেআইনীভাবে ধর্মঘট ডাকার অভিয়োগ আনা হয়েছে৷

দেশ ছাড়লেন ‘ইউরোপের শেষ স্বৈরশাসকের’ প্রতিদ্বন্দ্বী

02:13

This browser does not support the video element.

সংগঠনের আরেক সদস্য লিলিয়া ভ্লাসোভা সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা চাপের মুখে রয়েছি৷ কাউন্সিলের প্রেসিডিয়াম কমিটির দুজন সদস্যকে আটক করা হয়েছে৷ আমরা কর্তৃপক্ষের এমন আতরণকে বেআইনি মনে বিবেচনা করি৷’’

পরবর্তীতে একটি শিল্প পার্কে ধর্মঘটে নেতৃত্ব দেয়া আলেক্সান্ডার লাভরিনোভিচকেও পুলিশ আটক করেছে বলে জানা গেছে৷

মার্কিন কূটনীতিকের সঙ্গে টিকানোস্কায়ার বৈঠক

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলারুশের বিরোধী নেত্রী টিকানোস্কায়া৷ বৈঠক শেষে বেলারুশে ঘটে চলা ‘মানবাধিকার লঙ্ঘন এবং দমনপীড়নের তীব্র নিন্দা’ জানান বিগুন৷ তবে একই সঙ্গে ‘মার্কিন যুক্তরাষ্ট্র বেলারুশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারে না, বেলারুশের জনগণই কী ঘটবে তা নির্ধারণ করবে' বলেও মন্তব্য করেন তিনি৷

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের সাম্প্রতিক নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্ষমতা হস্তান্তর আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে৷ ইউক্রেন সফরে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস লুকাশেঙ্কোকে ‘সহিংসতার আশ্রয় না নিয়ে বিক্ষোভকারীদের অধিকার নিশ্চিত’ করার আহ্বান জানিয়েছেন৷

এদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে লুকাশেঙ্কোর ফোনে কথা হয়েছে৷ কোনো ধরনের ‘উসকানি’ না দেয়ায় বিক্ষোভকারীদের এবং ‘সঠিক ব্যবহারের’ জন্য আন্দোলনকারীদের প্রশংসা করেন পেসকভ৷

এডিকে/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ