1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে সফল দ্বিতীয় দফার লকডাউন

২৫ জুলাই ২০২০

দ্বিতীয় পর্যায়ের লকডাউনের প্রথম দু'দিন পশ্চিমবঙ্গের চেহারা সর্বাত্মক বনধের৷ সরকারের ডাকে সাধারণ মানুষ নিজেদের ঘরবন্দি রেখেছে৷ একইসঙ্গে পুলিশ-প্রশাসন কঠোর থাকায় সফল হয়েছে লকডাউন৷

দ্বিতীয় পর্যায়ের লকডাউনের প্রথম দু'দিন পশ্চিমবঙ্গের চেহারা সর্বাত্মক বনধের৷ সরকারের ডাকে সাধারণ মানুষ নিজেদের ঘরবন্দি রেখেছে৷ একইসঙ্গে পুলিশ-প্রশাসন কঠোর থাকায় সফল হয়েছে লকডাউন৷
ছবি: DW/P. Samanta

মার্চের শেষ সপ্তাহ থেকে জুন মাস পর্যন্ত লকডাউনের সুফল মিলেছিল৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল৷ কিন্তু জুলাই থেকে আনলক প্রক্রিয়া শুরু হতেই ধীরে ধীরে বেড়েছে সংক্রমণের হার৷ পশ্চিমবঙ্গসহ গোটা দেশে একই ছবি৷ এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সপ্তাহে দু'দিন লকডাউন করা হবে৷ সেই অনুযায়ী বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ লকডাউন৷ এতে সাড়া মিলেছে প্রথম দফার লকডাউনের মতোই৷ কলকাতাসহ বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বাজার ও দোকানপাট খোলেনি৷ সরকারি ও বেসরকারি অফিস বন্ধ ছিল৷ বন্ধ ছিল ব্যাংক, ডাকঘর, রেশন দোকান৷ গণপরিবহণ রাস্তায় নামেনি৷ বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল৷ শহরতলির ট্রেন অবশ্য বন্ধ রয়েছে আগে থেকেই৷

লকডাউন শুরুর আগে ২২ মার্চ একদিনের জন্য দেশজুড়ে জনতা কার্ফু বলবৎ করেছিল কেন্দ্রীয় সরকার৷ সেদিন সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছিল, তা লকডাউনের শেষ পর্যায়ে অনেকটাই কমে আসে৷ কিছুটা উদাসীনতা, কিছুটা রুজি রোজগারের তাগিদে৷ গত কয়েক সপ্তাহে রাস্তাঘাটে মাস্ক না পরে অনেকে ঘুরছিলেন৷ সামাজিক দূরত্ব বজায় না রেখে যেখানে-সেখানে চলছিল আড্ডা৷ পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বার বার অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি৷ এর ফলে যেমন সংক্রমণ ও মৃত্যু বেড়েছে, তেমনই স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপও বেড়েছে৷ লকডাউনের আগের ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হন ২ হাজার ৪৩৬ জন৷ বুধবার মৃত্যু হয় ৩৪ জনের৷ সেদিন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫৫৷ এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ লকডাউন ছাড়া পথ ছিল না রাজ্য সরকারের৷

এই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার মানুষ নিজেদের স্বেচ্ছায় ঘরবন্দি রেখেছে৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে প্রায় কাউকেই দেখা যায়নি৷ রাজ্যের এক পুলিশকর্তার বক্তব্য, এই লকডাউন আগের মতো একেবারে ধর্মঘটের রূপ নিয়েছে৷ এ প্রসঙ্গে নিউ আলিপুরের বাসিন্দা শুভঙ্কর দাস ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত কয়েক সপ্তাহে একটা লাগামছাড়া ব্যাপার দেখা যাচ্ছিল৷ এদিন আমি ওষুধ আনতে গিয়ে দেখলাম, একেবারে কার্ফুর চেহারা৷ এটাই দরকার৷ শিথিল করলেই লোকজন বেরিয়ে পড়বে৷’’ তাই অনেকেই লকডাউন চাইছেন সীমিতভাবে৷ লেকটাউনের বাসিন্দা অপর্ণা কুণ্ডু ডয়চে ভেলেকে বলেন, ‘‘অফিসের গাড়িতে যাতায়াতের পথে লোকজন দেখিনি৷ অথচ বুধবারই রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল না, এত মানুষ রোজ করোনায় আক্রান্ত হচ্ছে৷ টানা না করে সপ্তাহে দু’-তিনদিন লকডাউন হোক৷’’

এই সাফল্যের প্রধান কারণ পুলিশ-প্রশাসনের কঠোর মনোভাব৷ কলকাতা-সহ সব জেলায় পুলিশ অত্যন্ত সক্রিয় ছিল৷ লকডাউন সফল করতে রাস্তার মোড়ে মোড়ে পাহারা ও গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ চলছে৷ দিনভর চলেছে ধরপাকড়৷ শুধু কলকাতাতেই ৮৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে লকডাউন অমান্য করায়৷ মাস্ক না পরার জন্য ৫৫২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তৎক্ষণাৎ জরিমানা দিতে না পারলে আদালতে নিয়ে গিয়েছে পুলিশ৷ জেলায় গ্রেপ্তারির সংখ্যা প্রায় ২ হাজার৷ বিধি অমান্য করায় অনেক জায়গায় পুলিশ কান ধরে ওঠবোস করিয়েছে৷ চারচাকা গাড়ি ও বাইক থামিয়ে জানতে চাওয়া হয়েছে কী প্রয়োজনে আরোহীরা বাইরে বেরিয়েছেন৷ উত্তরে সন্তুষ্ট না হলে গাড়ি আটক করেছে পুলিশ৷ মূল সড়কের পাশাপাশি যাতে গলি-মহল্লায় বিধি মানা হয়, সে জন্য ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়েছে৷

সন্ধি মুখোপাধ্যায়

This browser does not support the audio element.

একই ছবি দেখা গিয়েছে শনিবারের লকডাউনে৷ আগামী বুধবার এভাবেই লকডাউন করা হবে৷ তবে অনেক জায়গায় সংক্রমণের হার বেশি হওয়ায় টানা এক সপ্তাহ লকডাউন চলবে৷ বৃহস্পতি ও শনিবারের ছবিতে স্পষ্ট, পুলিশ কঠোর হলে কারো পক্ষে বিধি ভাঙা সম্ভব নয়৷ সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন করে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে৷ সাধারণ মানুষও চাইছিল লকডাউন সফল করতে৷ ক্লাবগুলিকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে৷ তাদের কাজ হবে প্রশাসনের বার্তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ তাহলে পুলিশকে লাঠিচার্জ বা কান ধরে ওঠবোস করাতে হবে না, আশা করি৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ