1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের কাজ করলেন তাঁরা

৬ নভেম্বর ২০১৮

হাইওয়েতে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলো তিনটি গাড়ি৷ গাড়ির চালকেরা দক্ষতার সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিতে থাকা আরেকটি গাড়িকে রীতিমতো এসকর্ট করে একপাশে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন৷ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷

Aggressiver Autofahrer auf der Autobahn
ছবি: Imago/F. Sorge

হাইওয়েতে গাড়ির গতি থাকে বেশি৷ তাই দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে বেশি৷ আর কোনো গাড়ির চালক যদি সুস্থ না থাকেন, কিংবা মাতাল থাকেন, তাহলে তো কথাই নেই৷ ভাগ্য খারাপ থাকলে নিজে তো মরবেনই, সঙ্গে আরো কাউকে নিয়ে মরবেন৷

এমনই এক সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করেছে গাড়ি৷ অনলাইন প্ল্যাটফর্ম ভাইরাল হগ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়েতে একটি পিকআপ গাড়ি বেশ এলোমেলো চলছিল৷ এমনকি রাস্তার বাঁ-পাশে থাকা বেড়ার সঙ্গেও আঘাত লাগে গাড়িটির৷ তখনই গাড়িটিকে স্পট করে তিনটি গাড়ি৷

এমন নয় যে, গাড়িগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে কাজটি করেছে৷ দেখা যায়, পিকআপটির সামনের একটি সেডান গাড়ি গতি আস্তে আস্তে গতি কমিয়ে পিকআপটিকেও গতি কমাতে বাধ্য করে৷ তা দেখে বাঁ পাশ থেকে একটি এসইউভি ডান দিকে চাপিয়ে গাড়িটিকে পাশ কাটিয়ে বের হতে দিচ্ছিলো না৷ আর পেছনে যে গাড়িটি থেকে ভিডিও করা হচ্ছিল, সেটি একেবারে গাড়িটির পেছনে পেছনে এগুতে লাগল৷ ফলে শেষ পর্যন্ত ডানদিকে খোলা জায়গায় না নামিয়ে আর উপায় ছিল না পিকআপটির৷

গাড়িটি থামলে তার চাবি তুলে নেন একজন৷ আর লোকটিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি মাতাল হন আর অসুস্থই হন, এভাবে গাড়ি চালানো উচিত নয়৷

ভাইরাল হগে প্রকাশের পর ফেসবুকভিত্তিক ডেইলি ভাইরাল স্টোরিজও প্রকাশ করে ভিডিওটি৷ প্রকাশের এক ঘন্টার মধ্যে ৮৮ হাজার বার এটি দেখা হয়ে যায়৷ শত শত কমেন্ট পড়তে থাকে৷ সবাই ঐ তিন গাড়ির চালক ও যাত্রীদের ধন্যবাদ জানান৷ তাঁরা লেখেন যে, পুলিশের চেয়েও সুন্দরভাবে কাজটি করেছেন এই ব্যক্তিরা৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ