1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের খাবার চুরি!

২৯ জুন ২০১৮

দিনে-দুপুরে খোদ পুলিশের খাবার চুরি করা চাট্টিখানি কথা নয়৷ চুরি করে নির্বিঘ্নে পালিয়েও গেছে চোর৷ পুলিশ বলেছে, ‘‘এ তো রীতিমতো ডাকাতি!''

Bildergalerie Wetter | Siebenschlaefer
ছবি: picture-alliance/blickwinkel/F. Hecker

আশ্চর্যের ব্যাপার হলো, ভিডিও ফুটেজে চেহারা পরিষ্কার দেখা গেলেও চোর এখনো ধরা পড়েনি৷ আসলে ঘটনাটা খুবই হাস্যকর৷ যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুলিশের ডোনাট চুরি করে প্রকাশ্যে যে দৌড়ে চলে যায়, সে কোনো মানুষ নয়– কাঠবিড়ালি৷ কাঠবিড়ালিটি যখন ডোনাট মুখে নিয়ে পালাচ্ছে, কে যেন ভিডিও করে ফেলে৷ আর সেই ভিডিওই শেয়ার করেছে আলাস্কার পুলিশ৷ নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে তার নীচে লিখেছে, ‘‘সত্যিই সে এক পুলিশ সদস্যের কাছ থেকে একদম টাটকা একটা ডোনাট চুরি করেছে৷ এ তো রীতিমতো ডাকাতি! এবং খুবই নিষ্ঠুর!''

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAPDInfo%2Fvideos%2F1020308914796110%2F&show_text=0&width=268" width="268" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ডাকাত, চোর, নিষ্ঠুর যা-ই বলুক না কেন, ছোট্ট কাঠবিড়ালিকে পুলিশ ধরতে যায়নি৷

ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হতে সময় লাগেনি৷ মাত্র তিন দিনে দেখা হয়েছে ৩ লাখ ২৩ হাজার বার৷ দেখে অনেকে মন্তব্যও করেছেন৷ একজন লিখেছেন, ‘‘এই ঘটনায় আমি কিন্তু ‘অপরাধীর' পক্ষে৷'' একদিকে পুলিশ, আরেক দিকে ‘চোর'৷ তবু কেন তিনি পুলিশের বিপক্ষে? মন্তব্যকারী কারণটাও বলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘অপরাধী এত কিউট হলে কী করা যাবে!''

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ