1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে বিক্ষোভের আগুন

৪ জুলাই ২০১৮

গাড়ি থামানোর চেষ্টা করেছিল পুলিশ৷ কিন্তু চালক গাড়ি না থামানোয় গুলি করলে প্রাণ যায় তাঁর৷ ফ্রান্সের নঁতে এবং তার আশপাশের এলাকায় তারপর থেকে জ্বলছে প্রতিবাদ, বিক্ষোভের আগুন৷

Frankreich | Unruhen in Nantes nach tödlichem Polizeieinsatz
ছবি: Getty Images/AFP/S. S. Gomis

নিহত ২২ বছর বয়সি ওই তরুণের পরিচয় জানা যায়নি৷ নঁতে শহর পুলিশের প্রধান কর্মকর্তা জঁ-ক্রিস্টফ বার্ট্রান্ড বলেছেন, ওই তরুণকে প্রথমে শুধু গাড়ি থামাতে বলেছিল পুলিশ৷ তাঁকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ পাওয়ার কারণেই গাড়ি থামানোর চেষ্টা৷ কিন্তু তরুণটি গাড়ি না থামিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে উল্টো দিকে চালানোর চেষ্টা করে৷ তা করতে গিয়েই এক পুলিশ কর্মকর্তার হাঁটুতে গাড়ির ধাক্কা৷ সঙ্গে সঙ্গেই গুলি করে বসে আরেক পুলিশ৷

গুলিবিদ্ধ তরুণের মৃত্যুরখবর ছড়িয়ে পড়তেই নঁতের রাস্তায় শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ৷ পার্শ্ববর্তী ব্রাইলেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ৷ বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি এবং একটি শপিং মলে আগুন ধরিয়ে দেয়৷ পুলিশের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ৷ দেরভালিয়ার্স এবং মালাকফ এলাকাতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷ 

Garantie Jeunes: a chance for French youths

04:21

This browser does not support the video element.

পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা

পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷ নঁতে'র স্থানীয় দৈনিক প্রেসে-ওশানকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘‘আগামী কয়েকদিনে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা করছি আমরা৷'' 

তদন্ত শুরু

এদিকে ইতিমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে৷ ফ্রান্সের সংসদ সদস্য ভালেরি ওপেল্ট জানিয়েছেন, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে৷ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘‘গতরাতে নঁতে ছিল সহিংসতার শহর৷ সবাইকে অনুরোধ করবো, আপনারা শান্ত থাকুন৷ কী পরিস্থিতিতে দুঃখজনক এই ঘটনা ঘটলো তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে৷''

এসিবি/এপিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ