1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের গুলিতে নিহত

১৮ আগস্ট ২০১২

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা শুক্রবার পুলিশের গুলিতে ৩৪ খনি শ্রমিক নিহতের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন৷ সেদেশে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর এই প্রথম পুলিশের গুলিতে এত শ্রমিক নিহতের ঘটনা ঘটলো৷

ছবি: Reuters

মারিকানায় অবস্থিত প্ল্যাটিনাম খনিটি পরিচালনা করে লোনমিন পিএলসি৷ বিশ্বের তৃতীয় বৃহত্তম প্ল্যাটিনাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি৷ প্ল্যাটিনাম খনির শ্রমিকরা মূলত বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সপ্তাহের শুক্রবার থেকে ধর্মঘট শুরু করে৷ গত বৃহস্পতিবার পুলিশ ধর্মঘটরত শ্রমিকদের উপর গুলিবর্ষণ করলে প্রাণ হারায় ৩৪ ব্যক্তি৷ পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে তারা৷ কেননা, আন্দোলনকারী শ্রমিকরা আগ্নেয়াস্ত্র, দা এবং গদা নিয়ে পুলিশের উপর হামলা চালায়৷

কিন্তু স্থানীয় গণমাধ্যম পুলিশের এই অভিযানকে আখ্যা দিচ্ছে ‘মারিকানা গণহত্যা' হিসেবে৷ সেদেশের সাধারণ মানুষও পুলিশের এই আত্মরক্ষায় গুলি চালানোর ব্যাখ্যা মেনে নিতে পারছে না৷ বরং অনেকে এই ঘটনাকে তুলনা করছে সেদেশ বর্ণবৈষম্য চলাকালীন নৃশংসতার সঙ্গে৷ সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ১৯৬০ সালে সংগঠিত ‘সাপভিল গণহত্যা'-র সঙ্গে৷ সেসময় শ্বেতাঙ্গ পুলিশ ৬৯ কৃষ্ণাঙ্গ প্রতিবাদকারীকে হত্যা করে৷

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাছবি: AFP/Getty Images

মারিকানার ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় সেদেশের প্রেসিডেন্ট জুমা বিদেশ সফর সংক্ষিপ্ত করে খনি পরিদর্শনে যান৷ এসময় এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান তিনি৷ জুমা বলেন, ‘‘এটা পরিষ্কার যে, এই ঘটনার পেছনে ভয়ানক কোন ব্যাপার রয়েছে এবং একারণেই বিষয়টির তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি৷ আমাদেরকে অবশ্যই সত্য জানতে হবে৷''

এদিকে, হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, খনি শ্রমিকদের নিহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ‘‘বিষন্ন'' হয়েছে৷ তবে এই ঘটনায় সরকারি তদন্তের বিষয়ে আশাবাদী সেদেশ৷ হোয়াইট হাউস মুখপাত্র জোস এয়ারনেস্ট সাংবাদিকদের বলেন, ‘‘এই বিয়োগান্ত প্রাণহানিতে অ্যামেরিকার জনগণ বিষন্ন হয়েছে৷ তবে আমরা আশাবাদী যে, দক্ষিণ আফ্রিকা এই ঘটনার বিষয়ে তদন্ত করবে এবং বরাবরের মতোই আমরা এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে সকল পক্ষকে একসঙ্গে কাজ করতে উৎসাহ প্রদান করছি৷''

দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধান রিয়া পিয়েগা অবশ্য তাঁর বাহিনীর পক্ষেই অবস্থান নিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘সমঝোতা এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই শুধুমাত্র পুলিশ গুলিবর্ষণ করেছে৷'' এখন পর্যন্ত এই ঘটনায় ২৫৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া প্রাণহানির সংখ্যা ৩৪৷ আহত হয়েছে ৭৮ ব্যক্তি, জানান পুলিশ প্রধান৷

এআই / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ